পাঁচ শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠকের অংশগ্রহণে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪৩তম বার্ষিক অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার। রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অধিবেশনের পর্দা উঠছে। তিন দিনের সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন রবিরশ্মি, গীতি আলেখ্য, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান দিয়ে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বোধনসংগীত ‘এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে’ গাওয়ার মধ্য দিয়ে অধিবেশনের উদ্বোধন হবে। প্রথমদিন রবীন্দ্রপদক দিয়ে গুণী সম্মাননা জানানো হবে রবীন্দ্রসংগীতের প্রয়াত শিল্পী পাপিয়া সারোয়ারকে।

আজ মঙ্গলবার ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি সারওয়ার আলীর সভাপতিত্বে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সম্পাদকমণ্ডলীর সদস্য তানিয়া মান্নান। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সহসভাপতি বুলবুল ইসলাম, আমিনুল হক বাবুল এবং লাইসা আহমদ লিসা।

তানিয়া মান্নান জানান, আয়োজন উদ্বোধন করবেন সংগীতগুণী সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সেখানে প্রধান অতিথি থাকবেন চিত্রশিল্পী রফিকুন নবী। এ আয়োজনে রবীন্দ্রপদক দিয়ে গুণী সম্মাননা জানানো হবে রবীন্দ্রসংগীতের প্রয়াত শিল্পী পাপিয়া সারোয়ারকে।

দ্বিতীয় দিন বিকেল ৪টায় আছে সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ফকরুল আলম। আলোচনায় অংশ নেবেন আলম খোরশেদ ও হামীম কামরুল হক।

শেষের দিন বিকেল সাড়ে ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রকাশ করা হবে সংকলন ‘সংগীত সংস্কৃতি’। আয়োজন শেষ হবে আগামী ২৫ জানুয়ারি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় রংপুরে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ