দেশের মানুষ আ.লীগের বিচার দেখতে চায়: জামায়াতের আমির
Published: 21st, January 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আওয়ামী লীগ মিথ্যা মামলায় সাজানো স্বাক্ষী দিয়ে প্রহসনমূলক বিচারের মাধ্যমে আলেম-ওলামাদের ফাঁসি দিয়েছে। আওয়ামী লীগ প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ ছিল ক্ষমতার রাক্ষস, তারা গণহত্যাকারী। তাই এদেশের মানুষ আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের বিচার দেখতে চায়।”
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বরিশাল জেলা ও মহানগর জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বরিশাল মহানগর জামায়াতের আমির মো.
ডা. শফিকুর রহমান বলেন, “চাঁদাবাজ, লুটপাটকারী ও দখলদারদের বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী মাথা তুলে দাঁড়াতে পারবে না।”
আরো পড়ুন:
চারিদিকে ষড়যন্ত্রের আগুন জ্বলছে: গোলাম পরওয়ার
নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত: গোলাম পরওয়ার
তিনি আরো বলেন, “তৈরি থাকুন, এখনো যুদ্ধ শেষ হয়নি। যুদ্ধ কেবল শুরু হয়েছে মাত্র। আগাছা-পরগাছা সাফ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলতে থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকার দেশ থেকে জামায়াতে ইসলাকে নির্মূলের নামে অন্যায়ভাবে প্রহসনমূলক বিচারের মাধ্যমে অনেক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। তাদের শত চেষ্ঠা সত্ত্বেও দেশ থেকে জামায়াতে ইসলাম নির্মূল হয়নি।”
সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মো. আব্দুল জব্বার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য খলিলুর রহমান মাদানী বক্তব্য দেন।
ঢাকা/পলাশ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সদস য আওয় ম ইসল ম
এছাড়াও পড়ুন:
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।