মাদারীপুরের শিবচর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও সহপাঠীরা। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার বাবলাতলা বাজারে এ মানববন্ধন করা হয়। এ সময় আসামিদের গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া স্বজন ও এলাকাবাসী। নিহত স্কুলছাত্রী উপজেলার কাইমউদ্দিন হাজির কান্দি গ্রামের বাসিন্দা।

একই গ্রামের আবুল কালাম সরদারের ছেলে পেয়ার হোসেনের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ৭ম শ্রেণির ওই শিক্ষার্থী। এলাকায় বিচার না পেযে গত ২ জানুয়ারি নিজের বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আরো পড়ুন:

কুমারখালীতে ভ্যানচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪

টাঙ্গাইলে পর্নোগ্রাফি মামলায় স্কুলছাত্রী গ্রেপ্তার

এ ঘটনায় ওই দিন নিহতের বড় ভাই বাদী হয়ে শিবচর থানায় ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় পিয়ার হোসেনকে প্রধান করে ১১ জনকে আসামি করা হয়।

এ বিষয় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

রতন শেখ বলেন, ‘‘আমি থানায় নতুন যোগ দিয়েছি। মামলা হলে অবশ্যই আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর থাকবে।’’
 

ঢাকা/বেলাল/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুরে ‘ভোটার হালনাগাদ কার্যক্রমে টাকার বিনিময়ে মিলছে সিরিয়াল’ এমন সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে জবাই করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানা ভবন এলাকায় ছাত্রদলের মিছিলে ওই সাংবাদিককে জবাই করার স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর প্রেক্ষিতে শুক্রবার সকালে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। 

ওই সাংবাদিকের নাম মো. মোজাহিদ। তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত। 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিছিলে নেতাকর্মীরা স্লোগানে বলছেন, ‘একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।’

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য প্রদান করেন সাংবাদিক এম এম ফারুক, আব্দুল লতিফ মাস্টার, আবুল কালাম আজাদ, ফজলে মমিন আকন্দ, শাহান সাহাবুদ্দিন, ফয়সাল খান, মোতাহার খান, রাতুল মন্ডল, সফিকুল ইসলাম ভূঁইয়া, মাহমুদুল হাসান প্রমুখ।

এসময় আগমী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

সম্পর্কিত নিবন্ধ

  • ধর্ষণ নিপীড়ন নারীবিদ্বেষ রুখো
  • সারাদেশে ধর্ষণের প্রতিবাদে রূপগঞ্জে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • ধর্ষণের বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিবাদী কণ্ঠ
  • কুবিতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন 
  • চাঁদাবাজিতে অসহায় খুলনার ব্যবসায়ীরা
  • মেডিকেল কলেজ বন্ধে ছাত্রদলের প্রতিবাদ
  • বাউল শিল্পীকে মারধরে জড়িতদের শাস্তি দাবি
  • নারীদের ওপর সহিংসতার প্রতিবাদে নারীরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট কালোবাজারির প্রতিবাদে মানববন্ধন, হামলায় আহত ৪
  • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন