চাঁদাবাজি-দলখদারি বন্ধে বিএনপির মাইকিং
Published: 21st, January 2025 GMT
বরগুনার বেতাগীতে চাঁদাবাজি ও দখলদারি বন্ধে মাইকিং করেছে উপজেলা বিএনপি। আজ মঙ্গলবার উপজেলায় মাইকিং করা হয়।
এসময় বলা হয়, ‘একটি জরুরি ঘোষণা। দেশনেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা বিএনপি বা কোনো নেতার নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি, দখলদারি, সালিশের মাধ্যমে অর্থ-বাণিজ্য বা ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়াসহ কোনো বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেন। এছাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতাদের অবহিত করার জন্য অনুরোধ করা হলো।’
এ বিষয়ে পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান বলেন, যেখানেই যার বিরুদ্ধে বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ উঠবে, যাচাই সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাই এর মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
বেতাগী থানার ওসি মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের পতাকা উত্তোলন
জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
রবিবার (২ মার্চ) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদ ও ঢাবি শাখার সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং ঢাবি সংসদের আহ্বায়ক আব্দুল কাদের। এ সময় কেন্দ্রীয় ও ঢাবি সংসদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
বিএনপির সভায় গিয়ে আহত ঢাবির সাবেক শিক্ষকের মৃত্যু
‘দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করবে গণতান্ত্রিক ছাত্র সংসদ’
ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ কার্যকর করতে হবে। আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে দখলদারিত্বের রাজনীতি হতে দেখেছি। দখলদারিত্বের রাজনীতি নয়, আমরা শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে চাই। আমাদের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতি করবে।”
গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন উপলক্ষে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা জাতীয় পতাকা উত্তোলন করি এবং জাতীয় সংগীত পরিবেশন করি।”
তিনি আরো বলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ নতুন ধারার ছাত্র রাজনীতি করবে, যা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়বান্ধব। নতুন বাংলাদেশে আমাদের সংগঠন কাজ করে যাবে, যাতে বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাভিত্তিক হয়ে ওঠে।
ঢাকা/সৌরভ/মেহেদী