বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘দেশ স্বাধীনের পর যে সংস্কার হয়েছে, তার নব্বই ভাগই করেছে বিএনপি।’’ 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর চেম্বার অব কমার্স আয়োজিত ‘খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘দেশের অর্থনীতি আজ যেখানে এসেছে, সেটা বিএনপির সংস্কারের কারণেই। যা শুরু করেছিলেন জিয়াউর রহমান। তাই বিএনপির সংস্কারের ব্যাপারে কারও কাছ থেকে ছবক নেওয়া লাগবে না।’’

আরো পড়ুন:

নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে আছি : এ্যানি

বাংলাদেশের মানুষের দুঃসময়ে জিয়াউর রহমান পাশে ছিলেন: হাবিব

তিনি আরো বলেন, ‘‘শেখ হাসিনা পলায়নের পর দেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে, তা ধারণ করতে না পারলে কোনো লাভ হবে না।’’ 

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। এমন পরিস্থিতে কর বৃদ্ধি করা ঠিক হয়নি। তাই স্বৈরাচার সরকারের লুটপাটের বাজেট বাতিল করে অন্তর্বর্তী সরকারের জন্য নতুন বাজেট তৈরি করতে হবে।’’

অনুষ্ঠানে যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহানসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
 

ঢাকা/রিটন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, সম্পাদক শহিদুল ইসলাম

গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের রাজবাড়ী সংবাদদাতা শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।

একমাত্র সহ-সভাপতি পদে প্রত্যক্ষভাবে ভোট গ্রহণ করা হয় এবং অন্য সব পদে একক প্রার্থী থাকায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সাধারণ সম্পাদক পদে নয়াদিগন্তের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মেহেদুল হাসান আক্কাস, কোষাধ্যক্ষ পদে দৈনিক আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক পদে গণমুক্তির গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ এবং প্রচার সম্পাদক পদে আজকালের খবর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে সরাসরি ভোট গ্রহণ করা হয়। এতে ১৮ ভোটের মধ্যে সর্বোচ্চ ১৩ ভোট পেয়ে জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের রাজবাড়ী প্রতিনিধি মো. নজরুল ইসলাম। ১২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আমিনুল ইসলাম রানা।

সম্পর্কিত নিবন্ধ