নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি ঘটনায় এক বিকাশ এজেন্টের ব্যাগ ভর্তি ২ লাখ ৮০ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন ছিনতাই ও একটি বাড়ির সিড়ির নিচ থেকে তালা কেটে একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

দুটি ঘটনায় ভুক্তভোগীরা মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ জানায় অভিযোগ দায়ের করেছেন। এরআগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টায় মিজমিজি দক্ষিণপাড়া হাজেরা মার্কেট এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে এবং বিকেলে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে।  

জানাগেছে, রাত সাড়ে ১১ টার দিকে বিসমিল্লাহ টেলিকম নামে এক বিকাশ এজেন্টর মালিক মো.

জামান দোকান বন্ধ করে একটি ব্যাগে ২ লাখ ৮০ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন বহন করে বাসার উদ্দেশ্যে রওনার সময় অজ্ঞাত ছিনতাইকারীরা তার মাথায় আঘাত করে টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন রাতেই ঘটনান্থল পরিদর্শন করেন। 

অপরদিকে বিকেল ৩টার দিকে জামাল হোসেন সাগর নামে এক ব্যক্তির মোটর সাইকেল বাড়ির সিড়ির নিচ থেকে তালা কেটে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। 

পৃথক দুটি ঘটনার অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনার পরই আমি টিম পাঠিয়েছি।

ভুক্তভোগীর টাকার সাথে যে মোবাইল ফোনগুলো ছিনতাই হয়েছে সেগুলো ট্রেকিং করার চেষ্টা চলছে। মোটরসাইকেল চুরির ঘটনাটিও তদন্তনাধীন রয়েছে।   
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ র ঘটন

এছাড়াও পড়ুন:

মৌসুম শেষেই সিটি ছাড়বেন ডি ব্রুইনা

ম্যানচেস্টার সিটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তি শেষ হবে এ বছরের ৩০ জুন। গুঞ্জন ছিল, সেই চুক্তি আর নবায়ন করতে চান না কেভিন ডি ব্রুইনা। সিটিও আসলে খুব একটা আগ্রহ দেখায়নি ডি ব্রুইনাকে রাখতে। নতুন করে দলটাকে পুনর্গঠন করতে চান সিটি কোচ পেপ গার্দিওলা।
সেই গুঞ্জনই সত্যি হলো। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মৌসুম শেষেই ইতিহাদ ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কিংবদন্তি এই বেলজিয়াম মিডফিল্ডার। ২০১৫ সালে সিটিতে যোগ দেওয়া ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার গত ১০ বছরে সিটির হয়ে জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি এফএ কাপ ও পাঁচটি লিগ কাপ।
বিবৃতিতে ডি ব্রুইনা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি-তে এই কয়েকটা মাসই আমার শেষ। আসুন, বাকি সময়টুকু আমরা একসঙ্গে উপভোগ করি!’


বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ