র্যাম্পেও ঝলমলে রুনা খান, রইল ১০ ছবি
Published: 21st, January 2025 GMT
মঞ্চ ও টেলিভিশনের গণ্ডি পেরিয়ে সিনেমা-ওটিটিতেও এখন সরব অভিনেত্রী রুনা খান। কাজ দিয়ে সব শ্রেণির দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তবে এসবের বাইরেও তিনি একজন মডেল। যার ঝলক মাঝেমাঝেই দেখা যায়। এই যেমন মডেল হিসেবে আবারও র্যাম্পে হাঁটলেন তিনি।
আলোকিতে ১৬-১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল আর্কা ফ্যাশন উইক। এর শেষদিন অর্থাৎ ১৯ জানুয়ারি দেশের স্বনামধন্য কোরিওগ্রাফার আজরা মাহমুদের পরিচালনায় র্যাম্পে আলো ছড়ালেন রুনা। ছবি: ফেসবুক
ডিজাইনার তানহা শেখের (তান) শো-স্টপার হিসেবে র্যাম্পে অংশ নেন এই অভিনেত্রী ও মডেল। ছবি: ফেসবুক
মেকওভারের দায়িত্বে ছিল সামিনা সারার অ্যালিগেন্ট মেকওভার, ফটোগ্রাফারের দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ ও অনিক মজুমদার। ছবি: ফেসবুক
বিষয়টি নিয়ে রুনা খান গণমাধ্যমকে বলেন, ‘তান একজন তরুণ ডিজাইনার। তার ডিজাইন আমি খুবই পছন্দ করি। তরুণ প্রজন্মের কাছ থেকে কোনও কাজের অফার আসলে আমি খুবই আনন্দের সঙ্গে, ভালোবেসে সেই কাজের সঙ্গে যুক্ত হই। তানহা শেখকে আন্তরিক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য।’ ছবি: ফেসবুক
তার কথায়, ‘আমি র্যাম্পে হাঁটা খুবই উপভোগ করি। এমনকি র্যাম্পে অন্যদের হাঁটা দেখতেও ভীষণ পছন্দ করি। এর আগে এই আলোকিতেই মাহিন খানের শো-স্টপার হিসেবে খাদি উৎসবে র্যাম্পে হাঁটি। সেবারও ভীষণ উপভোগ করেছিলাম, এবারও তাই।’ ছবি: ফেসবুক
তিনি আরও বলেন, ‘আমার অভিনয়ের শুরুই নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে মঞ্চে অভিনয়ের মাধ্যমে। তাই আমি জানি, দর্শকের সঙ্গে সরাসরি সংযোগ হওয়ার বিষয়টি দারুণ রোমাঞ্চকর। সেটা হোক নাগরিকের হয়ে মঞ্চ নাটক ‘দেওয়ান গাজী’, ‘নাম গোত্রহীন’ বা হোক শো-স্টপার হিসেবে র্যাম্পে হাঁটা। দু’টোই আমার কাছে সমান রোমাঞ্চকর এবং এটি আমি খুবই উপভোগ করি ‘ ছবি: ফেসবুক
অভিনয় বা মডেলিং, দু’টিই তার কাছে সমান গুরুত্বপূর্ণ এবং দু’টিকে আলাদাভাবে দেখেন না তিনি। ছবি: ফেসবুক
সম্প্রতি ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) বাংলাদেশ প্যানারোমা বিভাগের মাধ্যমে প্রিমিয়ার হয়েছে রুনা খানের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নীলপদ্ম’। ছবি: ফেসবুক
১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরে প্রথম প্রদর্শিত হয় সিনেমাটি। এখানে তিনি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। ছবি: ফেসবুক
সিনেমায় রুনা খানের অভিনয় দারুণ প্রসংশিত হয়েছে। ছবি: ফেসবুক
উৎস: Samakal
কীওয়ার্ড: ফ সব ক
এছাড়াও পড়ুন:
ইসরায়েলে ছুরি হামলায় নিহত ১, আহত ৩
ইসরায়েলের একটি বাস স্টেশনে ছুরি হামলায় একজন নিহত এবং আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার উত্তর ইসরায়েলের হাইফা শহরে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।খবর আল জাজিরার।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, “একজন সন্ত্রাসী একটি বাস থেকে নেমে একাধিক নাগরিককে ছুরিকাঘাত করে এবং পরে নিরাপত্তাকর্মী ও একজন সাধারণ নাগরিক তাকে ঘটনাস্থলেই হত্যা করে।”
আরো পড়ুন:
গাজায় ত্রাণ বন্ধ করলো ইসরায়েল
গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুমোদন ইসরায়েলের
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, ৭০ বছর বয়সী এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া ত্রিশোর্ধ এক পুরুষ ও নারী এবং ১৫ বছর বয়সী এক ছেলে গুরুতর আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী ইসরায়েলের সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সদস্য ছিলেন, যিনি শফারাম শহরের বাসিন্দা এবং বিদেশে থাকার পর গত মে মাসে ইসরায়েলে ফিরে এসেছিলেন। আরব ভাষাভাষী দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের দ্বারা আক্রমণ বিরল। কারণ তারা সাধারণত ইসরায়েল রাষ্ট্রের প্রতি দৃঢ় আনুগত্য দেখিয়ে থাকে।
গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে ৪২ দিনের যুদ্ধবিরতি গত শনিবার শেষ হয়েছে। পূর্ব আলোচনা অনুযায়ী, প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপ বাস্তবায়ন হবার কথা ছিল। কিন্তু দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি নবায়নের আলোচনা স্থগিত হওয়ার পর, এই ঘটনা ঘটলো।
রবিবার, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে হামাসের সঙ্গে মতবিরোধের পর ইসরায়েল গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে।
ঢাকা/ফিরোজ