Risingbd:
2025-04-28@14:41:10 GMT

আমি সুগার মাম্মি হতে চাই: সুবাহ

Published: 21st, January 2025 GMT

আমি সুগার মাম্মি হতে চাই: সুবাহ

বহুল আলোচিত-সমালোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। কয়েক দিন আগে তার ‘আমি তোমায় দিলাম’ শিরোনামের একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে।

সম্প্রতি গানটি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুবাহ। শুধু কাজ বা গান প্রসঙ্গই নয়, সেখানে সুবাহ কথা বলেন ব্যক্তিগত জীবন নিয়েও।

সংবাদ সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে সুবাহকে বলতে শোনা যায়, “আমি সুগার মাম্মি হতে চাই, বয়স চল্লিশের পর।” এরপর এক প্রশ্নের জবাবে সুবাহ বলেন, “আগে আমার বয়স চল্লিশ হোক, তারপর বুক দিতে বলব।”

আরো পড়ুন:

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাইফ আলী খান

বছর শেষে শুটিংয়ে ফিরবেন শাবনূর!

অভিনেত্রী সুবাহর এমন খোলামেলা মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বিষয়টিকে মজা হিসেবে নিয়েছেন, কেউ কেউ তার মন্তব্য নিয়ে কড়া সমালোচনা করছেন।

‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সুবাহ। রফিক শিকদার পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র।

সিনেমার চেয়ে ব্যক্তিজীবন জীবন নিয়ে বহুবার আলোচনায় এসেছেন সুবাহ। সাবেক ক্রিকেটার নাসিরের পর গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্কও টিকেনি।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে বজ্রপাতে ৪ জন নিহত

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটার সময় অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলায় বজ্রপাতে তিন কৃষক ও এক কৃষাণী নিহত হয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে অষ্টগ্রাম উপজেলার হালালপুর, কলমা হাওর ও সকাল ৮টায় মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। 

অষ্টগ্রামে নিহত ইন্দ্রজিত দাস (৩৬) উপজেলার হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে এবং স্বাধীন মিয়া (১৪) খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। মিঠামইনে নিহত কৃষাণী ফুলেছা বেগম (৬৫) উপজেলার রাণীগঞ্জ কেওয়ারজোড় এলাকার মৃত আস্রব আলীর স্ত্রী। অষ্টগ্রামে নিহত আরেকজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন:

কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, আজ সকালে ইন্দ্রজিত দাস বাড়ির পাশে হালালপুর হাওরে পাঁকা ধান কাটছিলেন। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হলে ঘটনাস্থলে ইন্দ্রজিত মারা যায়। একই সময় খয়েরপুর হাওরে স্বাধীন মিয়া ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

মিঠামইন থানার এসআই অর্পন বিশ্বাস জানান, সকালে বাড়ির পাশে ধানের খর শোকাতে দিচ্ছিলেন ফুলেছা বেগম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ঢাকা/রুমন/বকুল

সম্পর্কিত নিবন্ধ