ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

এতে বায়োটেকনোলজি অ্যান্ড জিনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগকে ১-০ গোলে পরাজিত করে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এ কৃতীত্ব অর্জন করে বিভাগটি। গত বছরের জুন মাসে শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগ এ টুর্নামেন্টের আয়োজন করে।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.

ওবায়দুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে নকীব মোহাম্মদ মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সবার সুশৃঙ্খল মনমানসিকতার সংমিশ্রণে বেশ শান্তিপূর্ণভাবে খেলা শেষ হওয়ায় তোমাদের অভিনন্দন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার ঐতিহ্য আছে। এটি ধরে রাখতে হবে। খেলাধুলায় বাংলাদেশের মধ্যে ইবি একটা ব্র্যান্ড।”

তিনি বলেন, “খেলাধুলার আরো অগ্রগতির জন্য আমাদের বেশকিছু পরিকল্পনা আছে। তার মধ্যে স্টেডিয়াম তৈরি, সুইমিং পুল নির্মাণসহ মেয়েদের খেলার সুব্যবস্থা করার পরিকল্পনা আছে। আনন্দে ভরে উঠুক সবার হৃদয় । বাগানের ফুল যেমন সুন্দর, খেলাধুলার মাধ্যমে তোমাদের হৃদয় সুন্দর হোক এই প্রত্যাশা।”

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

এতে বায়োটেকনোলজি অ্যান্ড জিনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগকে ১-০ গোলে পরাজিত করে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এ কৃতীত্ব অর্জন করে বিভাগটি। গত বছরের জুন মাসে শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগ এ টুর্নামেন্টের আয়োজন করে।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে নকীব মোহাম্মদ মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সবার সুশৃঙ্খল মনমানসিকতার সংমিশ্রণে বেশ শান্তিপূর্ণভাবে খেলা শেষ হওয়ায় তোমাদের অভিনন্দন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার ঐতিহ্য আছে। এটি ধরে রাখতে হবে। খেলাধুলায় বাংলাদেশের মধ্যে ইবি একটা ব্র্যান্ড।”

তিনি বলেন, “খেলাধুলার আরো অগ্রগতির জন্য আমাদের বেশকিছু পরিকল্পনা আছে। তার মধ্যে স্টেডিয়াম তৈরি, সুইমিং পুল নির্মাণসহ মেয়েদের খেলার সুব্যবস্থা করার পরিকল্পনা আছে। আনন্দে ভরে উঠুক সবার হৃদয় । বাগানের ফুল যেমন সুন্দর, খেলাধুলার মাধ্যমে তোমাদের হৃদয় সুন্দর হোক এই প্রত্যাশা।”

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম র

এছাড়াও পড়ুন:

১১ জনকে গ্রেপ্তার

আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের ডাকা বাণিজ্য বর্জনের কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তারের প্রতিবাদে এই বাণিজ্য বর্জন কর্মসূচির ডাক দেয় বিরোধী দল। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।

তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে গত বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে এক দিনের এ বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।

সম্পর্কিত নিবন্ধ