ইবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন ইতিহাস
Published: 21st, January 2025 GMT
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
এতে বায়োটেকনোলজি অ্যান্ড জিনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগকে ১-০ গোলে পরাজিত করে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এ কৃতীত্ব অর্জন করে বিভাগটি। গত বছরের জুন মাসে শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগ এ টুর্নামেন্টের আয়োজন করে।
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.
প্রধান অতিথির বক্তব্যে নকীব মোহাম্মদ মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সবার সুশৃঙ্খল মনমানসিকতার সংমিশ্রণে বেশ শান্তিপূর্ণভাবে খেলা শেষ হওয়ায় তোমাদের অভিনন্দন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার ঐতিহ্য আছে। এটি ধরে রাখতে হবে। খেলাধুলায় বাংলাদেশের মধ্যে ইবি একটা ব্র্যান্ড।”
তিনি বলেন, “খেলাধুলার আরো অগ্রগতির জন্য আমাদের বেশকিছু পরিকল্পনা আছে। তার মধ্যে স্টেডিয়াম তৈরি, সুইমিং পুল নির্মাণসহ মেয়েদের খেলার সুব্যবস্থা করার পরিকল্পনা আছে। আনন্দে ভরে উঠুক সবার হৃদয় । বাগানের ফুল যেমন সুন্দর, খেলাধুলার মাধ্যমে তোমাদের হৃদয় সুন্দর হোক এই প্রত্যাশা।”
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
এতে বায়োটেকনোলজি অ্যান্ড জিনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগকে ১-০ গোলে পরাজিত করে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এ কৃতীত্ব অর্জন করে বিভাগটি। গত বছরের জুন মাসে শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগ এ টুর্নামেন্টের আয়োজন করে।
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে নকীব মোহাম্মদ মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সবার সুশৃঙ্খল মনমানসিকতার সংমিশ্রণে বেশ শান্তিপূর্ণভাবে খেলা শেষ হওয়ায় তোমাদের অভিনন্দন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার ঐতিহ্য আছে। এটি ধরে রাখতে হবে। খেলাধুলায় বাংলাদেশের মধ্যে ইবি একটা ব্র্যান্ড।”
তিনি বলেন, “খেলাধুলার আরো অগ্রগতির জন্য আমাদের বেশকিছু পরিকল্পনা আছে। তার মধ্যে স্টেডিয়াম তৈরি, সুইমিং পুল নির্মাণসহ মেয়েদের খেলার সুব্যবস্থা করার পরিকল্পনা আছে। আনন্দে ভরে উঠুক সবার হৃদয় । বাগানের ফুল যেমন সুন্দর, খেলাধুলার মাধ্যমে তোমাদের হৃদয় সুন্দর হোক এই প্রত্যাশা।”
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’