দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। আটক ব্যক্তিকে মঙ্গলবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর এলাকায় অবস্থান নেয় পুলিশ। এসময় বিরামপুর থেকে ভারতে যাওয়ার পথে সন্দেহজনকভাবে জয়দেব মহন্ত নামে একজনকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক জয়দেব মহন্ত বগুড়ার আদমদীঘি থানার কাঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তের ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স বর ণ র ব র

এছাড়াও পড়ুন:

মঙ্গলবারের ঘটনা সম্পর্কে কোহিনুর কেমিক্যালের বক্তব্য 

ধর্ম অবমাননার অভিযোগের বিষয়ে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধের ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে কোহিনুর কেমিক্যাল। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলে, ‘কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড বাংলাদেশের ৭০ বছরের অধিক পুরোনো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এটি দেশের নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের ক্রয়-ক্ষমতার ভেতরে গুণগত মানসম্পন্ন সাবান, প্রসাধনী সামগ্রী ও ডিটারজেন্ট উৎপাদন ও বিপণন করে।’

এতে বলা হয়, ‘প্রতিষ্ঠানটির ভেতরে একটি মসজিদ আছে, যেখানে পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় এবং অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড পরিচালিত হয়।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২০ এপ্রিল একজন কর্মকর্তা তার অধীনস্থ সহকর্মীর সঙ্গে ধর্মীয় বিষয়ে আলোচনার মধ্যে কিছু আপত্তিকর প্রসঙ্গ উপস্থাপন করেন, যা স্বভাবতই একজন ধর্মপ্রাণ মুসলমানের অনুভূতিতে আঘাত করে। পরে ২২ এপ্রিল দুপুরে শ্রমিকরা প্রশাসনকে বিষয়টি জানালে তাৎক্ষণিক কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীদের শুনানি করে ঘটনার সত্যতা প্রমাণ পান এবং বহিষ্কারাদেশ দেন। এছাড়া, প্রশাসন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের আশ্বাস দেন। ইতোমধ্যে কিছু বহিরাগতের অনুপ্রবেশ ঘটে এবং তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে।’

কোহিনুর কেমিক্যাল কখনোই কোনো ধর্মীয়, সামাজিক অথবা জাতীয়তার প্রতি বিদ্বেষমূলক কথা বা আচরণ সমর্থন করে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ ব্যাপারে প্রতিষ্ঠান শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করে। এই প্রতিষ্ঠান দেশের প্রচলিত আইন সার্বিকভাবে ধারণ করে এবং এটি রক্ষায় বদ্ধপরিকর।’

সম্পর্কিত নিবন্ধ

  • কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ৩ জনই টোকাই
  • শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে সিপিআর ও এইডি প্রশিক্ষণ চালুর পরামর্শ
  • প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল হত্যায় চট্টগ্রাম থেকে এক আসামি গ্রেপ্তার
  • মাসিকের সময় তলপেটে ব্যথা হয় কেন?
  • মঙ্গলবারের ঘটনা সম্পর্কে কোহিনুর কেমিক্যালের বক্তব্য 
  • গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে অটোরিকশার ধাক্কা, নিহত ১
  • সোনাগাজীতে হাত-পা বিচ্ছিন্ন করে বিএনপি সমর্থককে হত্যা
  • এনায়েতনগর ইউপিকে আওয়ামী লীগের দোসর থেকে মুক্ত করতে বিক্ষোভ
  • এনায়েতনগর ইউপিকে আওয়ামী লীগের দোসর ধেকে মুক্ত করতে বিক্ষোভ
  • সিলেটে চা–বাগানে তরুণকে হত্যায় দুজন গ্রেপ্তার