সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত রোববার রাত থেকে সোমবার সারাদিন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হন। জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে নতুন আহবায়ক কমিটি ঘোষণা হলে এ বিরোধ দেখা দেয়।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক উপজেলা বিএনপির কোনও কাউন্সিল হয়নি। এ সময়ে স্থানীয় নেতারা সমঝোতার মাধ্যমে দলের কমিটি গঠন করেছেন। সর্বশেষ ২০১০ সালে কমিটি গঠনের পর রাজনীতি ত্যাগসহ অনেক নেতা মৃত্যুবরণ করলেও সে জায়গা পূরণ করা হয়নি। এমনকি স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনৈতিক কার্যক্রমও তেমন দৃশ্যমান ছিল না। সর্বশেষ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবীর।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম বলেন, কেন্দ্রের নির্দেশনায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগের কমিটিসহ ১৯ জানুয়ারি ঘোষিত কমিটিও বিলুপ্ত। নতুনভাবে ঘোষিত পৌর কমিটিও বিলুপ্তির তালিকায় রয়েছে। দ্রুত কাউন্সিলের মধ্য দিয়ে তৃণমূল্যের সমর্থনের ভিত্তিতে নতুন ও যোগ্য নেতৃত্ব আসবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ কম ট ব এনপ র র কম ট
এছাড়াও পড়ুন:
টিসিবির সম্মাননা পেল রূপালী ব্যাংক
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী হিসেবে সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক। গত বুধবার রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রূপালী ব্যাংক।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছ থেকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মঈনউদ্দিন মাসুদ এবং টিসিবি ভবন করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।
জানা যায়, টিসিবির খাদ্যপণ্য আমদানিতে অর্থায়ন করে থাকে রূপালী ব্যাংক। এ জন্য ব্যাংকটিকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।