বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি কারাগারে
Published: 21st, January 2025 GMT
কলাপাড়ার ধানখালীতে নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরি ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদারকে (৩৭) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার বিকেলে শামীমকে ধানখালী থেকে গ্রেপ্তার করে কলাপাড়া থানায় হস্তান্তর করে র্যাব।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে শামীমকে কলাপাড়া আদালতে পাঠালে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে বিদ্যুৎকেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলার প্রধান আসামি ধানখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহেল মোল্লা।
এ মামলায় ৩৪ আসামির বেশিরভাগই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। মামলায় বলা হয়েছে, এ চক্রটি পাওয়ার প্লান্টের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাতসহ লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করে আসছিল। দুই টন মালামালসহ একটি ট্রাক আটক করা হয় সেসময়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কল প ড়
এছাড়াও পড়ুন:
আমাদের সময়ের মফস্বল সম্পাদকের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রতিনিধির শোক ও দোয়া কামনা
দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক কমর শাহজাহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী আশরাফুল ইসলাম। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
এদিকে কমর শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত চেয়ে দোয়া কামনা করেছেন দৈনিক আমাদের সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজীব।
তিনি বলেন কমর শাহজাহান দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক যুগেরও বেশি সময় ধরে কাজ করার সুবাদে তার সাথে হৃদ্যতার সম্পর্ক তৈরী হয়েছিলো।
তার মৃত্যুতে সাংবাদিকতায় একজন অভিভাবক হারালাম। পরিশেষে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এমরান আলী সজীব।