দেশে খেলার সুযোগ কম হলেও বিদেশি লিগে সাকিব আল হাসানের উপস্থিতি নিয়মিত। এবার সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে অংশ নিতে যাচ্ছেন সাকিব ও তামিম ইকবাল। টুর্নামেন্টে দুজন খেলবেন ভিন্ন দুই দলের হয়ে। সাকিব দল পেয়েছিলেন আগেই, এবার দল পেলেন তামিমও। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যেখানে দুই তারকার পারফরম্যান্স দেখতে মুখিয়ে থাকবে সমর্থকেরা।

তামিম ইকবাল লিজেন্ড নাইন্টিতে বিগ বয়েজ স্কোয়াডের হয়ে খেলবেন। বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। গত রাতে লিজেন্ড নাইন্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে তামিম বলেন,  ‘সবাইকে স্বাগত জানাই। লিজেন্ড নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরাসরি রায়পুরে চোখ রাখুন, আমাকে এবং অন্যান্য কিংবদন্তি ক্রিকেটারদের দেখতে।’

অন্যদিকে, এই লিগে সাকিব আল হাসানকে দলে নিয়েছে দুবাই জায়ান্টস। ২০২৪ বিপিএলে সাকিব-তামিমের পাল্টা উদযাপন বেশ সাড়া ফেলে দিয়েছিল। আবারও যখন একই লিগে, ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই মুখিয়ে আছেন দুই তারকা ক্রিকেটারের লড়াই দেখতে। এছাড়া তাদের এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত কয়েক বছরে তিক্ততায় রূপ নিয়েছে।

১০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম জানিয়েছেন, তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঘরোয়া ক্রিকেট এবং বিভিন্ন বিদেশি লিগে খেলা চালিয়ে যাবেন। বর্তমানে তিনি ফরচুন বরিশালের অধিনায়ক। বিপিএলে ৭ ম্যাচে ৫ জয় নিয়ে বরিশাল রয়েছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। তামিমের পারফরম্যান্সও বেশ ভালো- ৭ ইনিংসে ২৩০ রান, গড় ৩৮.

৩৩, স্ট্রাইকরেট ১৩৬.৯০ এবং দুটি ফিফটি।

সাকিব আল হাসান ২০২৩ সালের সেপ্টেম্বরে টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। মিরপুরে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা থাকলেও সেটি সম্ভব হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরিকল্পনাও ভেস্তে গেছে। আইসিসি আয়োজিত কোনো ইভেন্টে অংশ নিতে না পারার কারণ হিসেবে বোলিং অ্যাকশনের ত্রুটির কথা জানিয়েছে বিসিবি।  

এছাড়া, ব্যক্তিগত নানা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন সাকিব। সর্বশেষ, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় এবারের বিপিএলেও খেলা হচ্ছে না।

উৎস: Samakal

কীওয়ার্ড: স ক ব আল হ স ন ত ম ম ইকব ল ব প এল

এছাড়াও পড়ুন:

নিউজিল্যান্ডের অনেক কিছু পাওয়ার ম্যাচ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের পর্দা নামছে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে। আজ (২ মার্চ, ২০২৫) বিকাল ৩টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইতিমধ্যেই সেমি ফাইনাল নিশ্চিত করে ফেলা এই দুই দল। তবে কি এই ম্যাচটা কেবল নিয়ম রক্ষার? মোটেই না। আসরের পরের দুই ধাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটা, বিশেষ করে কিউইদের জন্য।

বৈশ্বিক আসরে আইসিসির বাড়তি সুবিধা পাওয়া ভারত জানে যে, তারা আসরের প্রতিটা ম্যাচই দুবাইয়ে খেলবে। সেমি ফাইনালে রোহিত শর্মাদের সম্ভাব্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা। সেই ব্যাপারেও খুব একটা হিসেব-নিকেশ মেলাবার নেই ভারতের।

তবে নিউ জিল্যান্ডের জন্য এই সমীকরণ গুলো মেলাতে হবে। প্রথমত, মিচেল স্যান্টনারের দল যদি ফাইনালে উঠে, তাহলে এই ভারতের বিপক্ষেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি তাদের। সেক্ষেত্রে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। সুতরাং আজকের ম্যাচটা থেকে কন্ডিশনে মানিয়ে নেওয়ার ব্যাপারটা শেখার আছে কিউইদের। রাওয়ালপিন্ডি কিংবা করাচির তুলনায় একদমই ভিন্ন আচরণ করবে দুবাইয়ের উইকেট।

আরো পড়ুন:

জয় শাহের সাথে সাক্ষাতের পর পাকিস্তান যাবেন ফারুক

প্রোটিয়া বোলিং তোপে দিশাহারা ইংল্যান্ড

দ্বিতীয়ত, ফর্মের তুঙ্গে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখিও হতে চাইবে না নিউ জিল্যান্ড। সেক্ষেত্রে তাদের ভারতের বিপক্ষে জিততেই হবে।

এদিকে প্রথম দুই ম্যাচে দারুণ কার্যকরী এবং ক্যালকুলেটিব ম্যাচ খেলে জয় পেয়েছে নিউ জিল্যান্ড। তাদের মূল স্পিনার কাপ্তান স্যান্টনারের পাশাপাশি মাইকেল ব্রেসওয়েলও দারুণ বোলিং করছেন তবে কিউদের মূল শক্তির জায়গা তাদের অলরাউন্ডাররা। রাচিন রাবীন্দ্র, গ্লেন ফিলিপস এবং নাথান স্মিথরা ব্যাট এবং বলে দারুণ কার্যকরী। এই আসরে এখন পর্যন্ত ভারতীয় পেসাররা দারুণ পারফরম্যান্স করেছে। তবে এরপরও ব্ল্যাক ক্যাপসরাই দেখিয়েছে আসরের সেরা পেস আসরের 

অন্যদিকে ব্যাটিংয়ে কন্ডিশন বিবেচনায় রোহিত-কোহলিরাই এগিয়ে থাকবে। তাছাড়া একই মাঠে টানা খেলা এবং ভ্রমণের ক্লান্তি না থাকায় সামগ্রিক পারফরম্যান্সে এই ম্যাচে ভারই মূলত এগিয়ে। রোহিতের দলেরও শক্তির জায়গা তার তিন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। দুই পেসার মোহাম্মদ শামি এবং হার্ষিত রানাও দিচ্ছেন নিজেদের সেরাটা। দারুণ ব্যাটিং প্রদর্শনী করছে টিম ইন্ডিয়ার টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা।

এই দুই দলের এখন পর্যন্ত ১১৮ মোকাবেলায় ৬০ ম্যাচ জিতে এগিয়ে আছে ভারত। অন্যদিকে ৫০ জয়ে খুব একটা পিছিয়ে নেই নিউ জিল্যান্ড। অন্যদিকে ৭ ম্যাচ পরিত্যাক্ত হয়েছিল; অমিমাংসীত ছিল ১ ম্যাচ। 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • ক্রিকেটারদের বেতন–ম্যাচ ফি বাড়ছে, টেস্ট ক্রিকেটারদের ‘একটু বেশি’
  • মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে সিদ্ধান্ত নেয়নি বিসিবি, থাকছেন
  • মুশফিক–মাহমুদউল্লাহ কি আরও খেলবেন—জানতে চাইবে বিসিবি
  • ইফতেখারের অলরাউন্ড পারফরম‌্যান্সে মোহামেডানের হোঁচট
  • স্বপ্নের ঘোরে নেইমার, জাগাতে নিষেধ
  • ৪০ বিদ্যালয় ভবনের কাজ ফেলে পালিয়েছেন ঠিকাদার
  • কাঠ আমদানির ওপর নতুন শুল্কের উদ্যোগ ট্রাম্পের
  • নিউজিল্যান্ডের অনেক কিছু পাওয়ার ম্যাচ
  • যুক্তরাষ্ট্রের সামরিক স্বাস্থ্য সংস্থার প্রধানকে অবসরে পাঠাল ট্রাম্প প্রশাসন
  • বাংলাদেশের বিপক্ষে নামছেন সাকিব!