হায়ার বাংলাদেশ’র পার্টনারস মিট অনুষ্ঠিত
Published: 21st, January 2025 GMT
দেশের বিভিন্ন স্টেকহোল্ডার, ডিসট্রিবিউটর এবং ব্যবসায়িক অংশীদারদের নিয়ে ২০২৫ সালের পার্টনারস মিটের আয়োজন করলো বিশ্বের শীর্ষস্থানীয় গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড ‘হায়ার’।
মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
হায়ার বাংলাদেশ সকল অংশীজনকে অনুপ্রাণিত করতে পার্টনারস মিট হিসেবে এই উদ্ভাবনী সমাবেশের আয়োজন করে। সকল পক্ষের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। এতে ‘হায়ার’র সহযোগিতা, আধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যত লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ‘হায়ার’র অত্যাধুনিক পণ্যগুলোর একটি চিত্তাকর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যার মধ্যে রয়েছে বাংলাদেশে প্রথম এয়ার পিউরিফাইং এসি, টি৩ ইনভার্টার, সবচেয়ে বড় ড্রাম ওয়াশিং মেশিন, অত্যাধুনিক কিউডি-মিনি এলইডি টিভি, -৩০ ডিগ্রি রিয়েল ফ্রিজার, প্রিমিয়াম রেফ্রিজারেটর এবং স্মার্ট যন্ত্রপাতি। যা আমাদের জীবনকে আধুনিক জীবনে রূপান্তরিত করছে।
অংশগ্রহণকারীরা ইন্টারেক্টিভ ডেমো এবং এক্সপেরিমেন্টে অংশ নিয়ে ‘হায়ার’র পণ্যের সুপারিয়র পারফরম্যান্স, উন্নত বৈশিষ্ট্য এবং টেকসইতার বিষয়গুলো নিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করে। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নিয়ে অংশীজনরা উচ্ছ্বাস প্রকাশ করে।
হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং বলেন, “আমরা এবার ব্যবসায়িক গণ্ডির বাইরে গিয়ে পার্টনার মিটটি করতে চেয়েছিলাম যেখানে অংশীদাররা ‘হায়ার’র উদ্ভাবন দেখতে, স্পর্শ করতে এবং অভিজ্ঞতা লাভ করতে পারেন।”
তিনি বলেন, “২০২৫ সালের পার্টনার মিট থেকে ভবিষ্যতের অগ্রগতি নিয়ে পরিকল্পনা করা হয়েছে। ব্র্যান্ডের টেকসইতা, ডিজিটাল রূপান্তর এবং ব্যবহারকারীকেন্দ্রিক সমাধানের প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে। হায়ার বাংলাদেশ প্রতিদিনের জীবনকে উন্নত করার জন্য স্মার্ট, আরো সংযুক্ত এবং পরিবেশবান্ধব যন্ত্রপাতি তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ঢাকা/হাসান/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন ক্যালিওগ্রাফি শিল্পীরাও
জুলাই অভ্যুত্থানে গ্রাফিত আঁকতে ক্যালিওগ্রাফি শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সুস্থধারার সংস্কৃতি চর্চায় ক্যালিওগ্রাফি শিল্পের আরো প্রসার প্রয়োজন। এ জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে ক্যালিওগ্রাফি চর্চা বাড়াতে হবে। শনিবার সাফা ক্যালিগ্রাফি ইনিস্টিউট অব বাংলাদেশের ধানমণ্ডি ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা ২০২৫-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তরা।
তৃতীয়বারের মতো সাফা ক্যালিগ্রাফি ইনিস্টিউট অব বাংলাদেশের ধানমণ্ডি ব্রাঞ্চের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় দেশের সর্ববৃহৎ জাতীয় ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা-২০২৫।
প্রতিযোগিতায় তিন ক্যাটাগরি থেকে সর্বমোট নয়জনকে পুরস্কৃত করা হয়েছে। জুনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন ফাতেমা কানিজ সজিদা। দ্বিতীয় স্থান স্থান অর্জন করেন মেহজাবিন রহমান ও তৃতীয় স্থান স্থান অর্জন করেন সুমাইয়া সারওয়াত। সিনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান স্থান অর্জন করেন নওশীন জাহরা সুবহা। দ্বিতীয় স্থান স্থান অর্জন করেন মো. নজরুল ইসলাম ও তৃতীয় স্থান স্থান অর্জন করেন মনতাজার হাসান। প্রফেশনাল ক্যাটাগরিতে প্রথম স্থান স্থান অর্জন করেন মুনিরা মুমতাহিনা, দ্বিতীয় স্থান স্থান অর্জন করেন তাসরিন সুলতানা আনিকা ও তৃতীয় স্থান স্থান অর্জন করেন ইফতেখারুল আলম ত্ব-য়াহা।
প্রতিযোগিতায় বিচারক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য চিত্রশিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা অনুষদের সাবেক চেয়ারম্যান ড.আব্দুস সাত্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন চারু শিল্পী পরিষদের সম্মানিত সভাপতি কার্টুনিস্ট ইবরাহীম মণ্ডল, জাতীয় হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি খুরশিদ আলম ভুঁইয়া, মেজর মানজুরুল কবীর চৌধুরী, ঢাকা আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজমের সম্মানিত পরিচালক ও অধ্যাপক শাইখ মুহাম্মাদ উছমান গনী প্রমুখ।