এক সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। পাঁচ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। গতকাল প্রথম তার বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশ হয়। বিয়ে নিয়ে দেশের গণমাধ্যমের খবর চোখ এড়ায়নি অভিনেত্রীর। তাই নিজেই জানিয়ে দিলেন, তিন বছর আগে প্রভীনের সঙ্গে বিবাহবন্ধনে অবদ্ধ হয়েছেন তিনি।

জানা গেছে, তমালিকার খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন। তবে দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর তারা দুজন প্রেমের সম্পর্কে জড়ান। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন।

বিয়ের খবর প্রকাশ্যে আসার খবর দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেখেন, ‘৩ বছর আগে যখন বিয়ে করি তখনই খবরটি জানিয়েছিলাম। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি বিবাহবার্ষিকীতে আমি আমার স্বামীকে শুভেচ্ছা জানাই। এটা প্রথম নয়, এর আগে হয়তো কেউ খেয়াল করেনি। তবে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’

সোমবার তমালিকা কর্মকার তার স্বামী প্রভীনের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’। তমালিকার পোস্ট করা সেই স্থিরচিত্রে বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন।

এই তালিকায় আছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ। তমালিকাও অনেকের শুভকামনার উত্তর দিয়েছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব য় র খবর

এছাড়াও পড়ুন:

গাড়ি দুর্ঘটনায় সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন মারা গেছেন

গ্র্যামি-মনোনীত সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। ‘উইশ আই ডিড নট মিস ইউ’ গানের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি তার।   তিনি হিপ-হপ ত্রয়ী দ্য সিকোয়েন্সের সহ-প্রতিষ্ঠাতা।  মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।  খবরটি জানিয়েছে পিপল ম্যাগাজিন।

তিনি একজন সফল গীতিকারও ছিলেন। ডি’অ্যাঞ্জেলো, অ্যালিসিয়া কিস এবং লেনি ক্রাভিটজের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন স্টোন।

স্টোনের একজন প্রতিনিধি নিশ্চিত করেছেন যে, শনিবার (১ মার্চ) গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।  

তার মেয়ে লেডি ডায়মন্ড সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি শেয়ার করে লিখেছেন, ‘আমার মা চলে গেছেন।’

তিনি অভিনেত্রীও বটে। চলচ্চিত্র এবং টিভিতেও কাজ করেছিলেন। তাকে ‘দ্য হট চিক’ এবং ‘দ্য ফাইটিং টেম্পটেশন’-এর মতো সিনেমায় দেখা গিয়েছিলো।    এই সংগীতশিল্পী ১০টি একক অ্যালবাম প্রকাশ করেছিলেন। তার মধ্যে তিনটি গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলো।  

স্টোনের জন্ম ১৯৬১ সালের ১৮ ডিসেম্বর কলম্বিয়ার এসসি-তে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তাঁর সংগীতজীবন শুরু হয়। বন্ধু শেরিল কুক, যিনি ‘চেরিল দ্য পার্ল’ নামে পরিচিত এবং গোয়েনডোলিন চিসোলম, যিনি ‘ব্লন্ডি’ নামে পরিচিত, তাদের সাথে ‘দ্য সিকোয়েন্স’ প্রতিষ্ঠা করেন।

 

সম্পর্কিত নিবন্ধ

  • গাড়ি দুর্ঘটনায় সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন মারা গেছেন