কত কোটি টাকায় ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন অমিতাভ?
Published: 21st, January 2025 GMT
বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন তার মুম্বাইয়ের ওশিওয়ারার ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছেন। চলতি মাসে ৮৩ কোটি রুপিতে এটি বিক্রি করেন ‘নসীব’খ্যাত এই তারকা।
ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের (আইজিআর) ওয়েবসাইট স্কয়ার ইয়ার্ডসের তথ্য অনুসারে, ওশিওয়ারার ক্রিস্টাল গ্রুপের একটি আবাসিক প্রকল্প দ্য আটলান্টিসে অবস্থিত অমিতাভের অ্যাপার্টমেন্ট; যা ১.
২০২১ সালের এপ্রিলে ৩১ কোটি রুপিতে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন অমিতাভ বচ্চন। কয়েক বছর পর ৮৩ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১১৬ কোটি ৪১ লাখ টাকার বেশি) বিক্রি করেছেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
আরো পড়ুন:
শুটিং সেটের সিলিং ভেঙে আহত অর্জুন-ভূমি
বিতর্ক মাথায় নিয়েই বিগ বসের বিজয়ী করন
অমিতাভ বচ্চন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভেট্টিয়ান’। অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড শাহেনশাহ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত।
গত বছরের ১০ অক্টোবর বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পায় ‘ভেট্টিয়ান’। টি. জে. জ্ঞানভেল পরিচালিত এই সিনেমা বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেননি।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজও ঢাকা ফিরছে অনেকে
টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। খুলছে ব্যাংক, বিমা ও আদালত। যদিও বেসরকারি অফিস খুলেছে আগেই। জীবিকার তাগিদে ঢাকা ফিরতে শুরু করেছে রাজধানীবাসী।
রবিবার (৬ এপ্রিল) সকালেও অনেকে ঢাকা ফিরছেন।
সকালে যাত্রাবাড়ীতে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন জেলা থেকে গাড়ি এসে থামছে। পরিবার, পরিজন নিয়ে অনেকে ঢাকা ফিরছেন। মহাসড়কে যানজট না থাকলেও ঢাকায় ঢুকতে বেগ পেতে হচ্ছে। কিছুটা যানজট দেখা গেছে। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
গোপালগঞ্জ থেকে আসা নাসরিন আক্তার বলেন, “লম্বা ছুটি ছিলো। প্রিয়জনদের সঙ্গে কাটিয়ে এলাম। আবার ব্যস্ত শহরে। নানান স্মৃতি নিয়ে ফিরলাম। আবার কোরবানি ঈদের অপেক্ষা।”
বরিশাল থেকে আসা হেমায়েত উদ্দিন বলেন, “ভোরে রওনা হয়েছি। উদ্দেশ্য এসে অফিস করবো। চলে এসেছি। রাস্তায় তেমন যানজট নেই।”
ভাড়ার বিষয়ে তিনি বলেন, “ভোক্তা অধিকার অভিযান চালালে ভাড়া ঠিক থাকে। তারা চলে গেলে আবার বাড়তি ভাড়া নিচ্ছে। ২০০ থেকে ৩০০ টাকা ভাড়া বেশি দিয়ে আসতে হচ্ছে।”
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদযাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তিদায়ক। তবে দিতে হয়েছে বাড়তি ভাড়া। এ বিষয়ে তারা সরকারের সুদৃষ্টি কামনা করেন।
ঢাকা/মামুন/ইভা