চতুর্থ ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়লেন টাইগার এই পেসার। গতকাল (সোমবার) চট্টগ্রামে ৯৯ উইকেট নিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন ঢাকার পেসার মুস্তাফিজ। সিলেটের জাকির হাসানকে ফিরিয়ে একশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।  

১১৩ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে সবার ওপরে আছেন সাকিব। এ ছাড়া ৮৬ ম্যাচে ১২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় দুইয়ে আছেন তাসকিন। আর তিনে আছেন রুবেল হোসেন। ৮৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ১১০। 

একশ উইকেটের ক্লাবে নাম লিখাতে মুস্তাফিজ খেলেছেন ৭৯টি ম্যাচ। এছাড়া তালিকায় পাঁচে আছেন মাশরাফি বিন মর্তুজা। তার উইকেট সংখ্যা ৯৮টি।

চলতি বিপিএলেই উইকেটের শতক পূরণ করতে পারেন আরও একজন। অভিজ্ঞ স্পিনার আরাফাত চলতি আসরে চিটাগাং কিংসের হয়ে আছেন দারুণ ছন্দে। ৩৮ বছরের এই স্পিনার চলতি আসরে এরইমাঝে পেয়েছেন ৯ উইকেট। বিপিএল ক্যারিয়ারে তার উইকেট ৯৫টি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ম স ত ফ জ র রহম ন উইক ট র ব প এল

এছাড়াও পড়ুন:

রিয়াল মাদ্রিদের ১০ হাজার গোল: কবে, কীভাবে, কোথায়

রিয়াল মাদ্রিদ-সোসিয়েদাদ কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল কোনটি? কোনো দ্বিধা ছাড়াই সবাই বলবেন ১১৫তম মিনিটে অ্যান্টনিও রুডিগারের গোলের কথা। যে গোলে ম্যাচ জিতে কোপা দেল রের ফাইনালে উঠেছে রিয়াল। তবে মঙ্গলবার রাতের ম্যাচটিতে রিয়ালের তৃতীয় গোলটি করে আজীবনের জন্য বিশেষ এক তালিকায় নাম লিখিয়ে নিয়েছেন অরেলিয়েঁ চুয়ামেনি।১০০০০

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৮৫তম মিনিটে করা অরেলিয়েঁ চুয়ামেনির গোলটি রিয়াল মাদ্রিদের ১০ হাজারতম অফিশিয়াল গোল।

১২৩

রিয়াল মাদ্রিদ ইতিহাসের প্রথম গোলটি করেছিলেন আইরিশ ফুটবলার আর্থার জনসন। করোনেশন কাপে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের সেই ম্যাচটি ছিল ১৯০২ সালের ১৩ মে। প্রায় সোয়া শ বছর পর ১০ হাজারতম গোলের দেখা পেল মাদ্রিদের ক্লাবটি।

লিগেই অর্ধেকের বেশি

রিয়াল মাদ্রিদের ১০ হাজার গোলের মধ্যে অর্ধেকের বেশি ৬৫৪৫টিই এসেছে স্পেনের শীর্ষ ফুটবল লিগ লা লিগায়।

রিয়ালের হাজারতম গোলের মাইলফলক ছোঁয়া খেলোয়াড় ১০ জন। এর মধ্যে অরেলিয়েঁ চুয়ামেনি দ্বিতীয় ফরাসি। আগেরজন করিম বেনজেমা, যিনি ২০১০ সালে রিয়ালের ৮ হাজারতম গোলটি করেছিলেন।

হাজারের বেশি

শীর্ষ লিগ ছাড়াও ন্যূনতম ১ হাজার গোল হয়েছে আরও দুটি প্রতিযোগিতায়। এর মধ্যে স্প্যানিশ কাপ প্রতিযোগিতায় ১৪১৭টি, ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগে ১১০৩টি।

মাইলফলকে কে, কবে, কখন

সম্পর্কিত নিবন্ধ

  • রিয়াল মাদ্রিদের ১০ হাজার গোল: কবে, কীভাবে, কোথায়