যশোরে ৪৩ বিঘা জলমহাল উদ্ধার করলেন উপজেলা প্রশাসন
Published: 21st, January 2025 GMT
যশোর চৌগাছায় ভূমিদস্যূদের অবৈধ দখল থেকে ৪৩ বিঘার একটি জলমহাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। জলমহালটির শ্রেণি (ধানি জমি) পরিবর্তন করে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছিলেন তারা।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা এবং সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে এই জলমহাল অবৈধ দখলমুক্ত করে লাল পতাকা এবং সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।
স্থানীয় ভূমি অফিস সূত্র জানায়, চৌগাছা মৌজায় ২৭টি আলাদা দাগে ১৪ দশমিক ১০০ একর জমি জলমহাল হিসেবে ছিল। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধির নেতৃত্বে এটি দখলে রেখে মাছ চাষ করা হতো। ভূমি অফিসের অসাধু কর্মচারীদের সহায়তায় জমির শ্রেণি পরিবর্তন করে ধানি জমি হিসেবে নিজেদের নামে রেকর্ড করে ভূমিদস্যুরা। বিষয়টি বুঝতে পেরে ভূমি অফিস রেকর্ড সংশোধন করে জলমহালে ফিরিয়ে নেওয়ার জন্য মিসকেস করেন। এরপর দখলকারীরা দেওয়ানী মামলা করে। তবে মামলায় তারা আদালতে হেরে যান। এরপরও অবৈধভাবে জলমহালটি দখলে রেখেছিলেন তারা। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই চক্রটি এলাকাছাড়া হয়। এদিকে মিসকেস ও দেওয়ানী মামলা নিষ্পতি হওয়ায় জলমহালটি দখলমুক্ত করা হলো।
এ বিসয়ে সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, “জলমহালটি দীর্ঘদিন ধরে স্থানীয় ভূমিদস্যুরা অবৈধভাবে রেকর্ড করে দখলে রেখেছিল। মিসকেসের মাধ্যমে রেকর্ড সংশোধন করে খাস খতিয়ানে নিয়েছি। আজ (গতকাল) দখলমুক্ত করা হলো। এখন জমিটির শ্রেণি পরিবর্তন করে আবার জলমহালে রূপান্তর করার জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠানো হবে। এরপর এটি ইজারা দেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, “উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জমিটি দখলমুক্ত করা হলো। এটি আমাদের বড় অর্জন। এটি ধানি শ্রেণিতে আছে এখন এটির শ্রেণি পরিবর্তন করা হবে।”
তিনি আরো বলেন, “অবৈধ দখলমুক্ত করে সরকারি সম্পদ ফিরিয়ে আনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/প্রিয়ব্রত/ইমন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র কর ড উপজ ল
এছাড়াও পড়ুন:
কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানকে দাপটের সঙ্গে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৩০ রানে টপ অর্ডারের তিন ব্যাটার রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলিকে হারায় তারা। সেখান থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ২৪৯ রানের পুঁজি পেয়েছে ভারত।
টস হেরে ব্যাট করতে নামা ভারতীয় ব্যাটিং অর্ডারে প্রথম ধাক্কা দেন কাইল জেমিনসন। দারুণ ছন্দে থাকা গিলকে (১৫) ফেরান তিনি। এরপর ম্যাট হেনরির বলে সাজঘরে ফেরেন রোহিত (২) ও বিরাট (১১)। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা বিরাট পয়েন্টে গ্লেন ফিলিপসের হাতে দুর্দুান্ত এক ম্যাচ হয়ে ফিরে যান।
এরপর চারে নামা শ্রেয়াস আইয়ার ও পাঁচে নামা অক্ষর প্যাটেল ৯৮ রানের জুটি গড়েন। অক্ষর ৬১ বলে ৪২ রান করে আউট হন। তিনটি চারের সঙ্গে একটা ছক্কা মারেন তিনি। কেএল রাহুলের সঙ্গে ৪৪ রানের জুটি দিয়ে আউট হন আইয়ার। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন। ৯৮ বলের ইনিংস চারটি চার ও দুটি ছক্কায় সাজান।
রাহুল সেট হলেও ইনিংস বড় করতে পারেননি। তিনি ২৯ বলে ২৩ রান করে আউট হন। হার্ডিক পান্ডিয়া দলকে আড়াই’ ছোঁয়া পুঁজি এনে দেন। তার ব্যাট থেকে ৪৫ বলে ৪৫ রানের ইনিংস আসে। চারটি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন এই ব্যাটার।
ভারতের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন হেনরি। টপ অর্ডারে ধস নামানো এই পেসার ৮ ওভারে ৪৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। জেমিনসন, ওরর্কি, মিশেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট নেন। গ্রুপের এই শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে। জিতলে ভারত ফাইনালের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে পাবে। হারলে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।