প্লে-অফের আশা নিয়ে এগোচ্ছে সিলেট স্ট্রাইকার্স
Published: 21st, January 2025 GMT
হারের বৃত্তে আটকে থাকা সিলেট স্ট্রাইকার্সের সামনে এখনো প্লে-অফে খেলার স্বপ্ন বেঁচে আছে। সোমবার (২০ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৬ রানের হারেও আশাবাদী আরিফুল হকের দল। সিলেটের বিদেশি ক্রিকেটার সামিউল্লাহ শিনওয়ারি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন, বাকি চারটি ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নেওয়ার লক্ষ্য তাদের।
শিনওয়ারি বলেন, ‘এখনো ৪টি ম্যাচ বাকি আছে। আমরা যদি ভালো ব্যবধানে জয় তুলে নিতে পারি এবং বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে সেরাটা দিতে পারি, তাহলে অনেক কিছুই সম্ভব। অনেক দল এখনো পয়েন্ট টেবিলে আমাদের কাছাকাছি রয়েছে। যদি ১২ পয়েন্ট পর্যন্ত যেতে পারি, তাহলে ভালো সুযোগ থাকবে। ইনশাআল্লাহ, আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
শিনওয়ারি এদিন দলের ক্রিকেটার জাকের আলীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘জাকের দুর্দান্ত একজন ক্রিকেটার। তিনি জানেন চাপের পরিস্থিতিতে কেমন খেলা প্রয়োজন। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় খেলোয়াড়রা যেভাবে পারফর্ম করে, সেও তাই করেছে। দলের জন্য এটা ইতিবাচক। আশা করি, সে তার এই ফর্ম ধরে রাখবে এবং বাংলাদেশের হয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো পারফর্ম করবে।’
ঢাকার বিপক্ষে ৬ রানের হারের পেছনে কী পার্থক্য গড়ে দিয়েছে, সে বিষয়ে শিনওয়ারি বলেন, ‘আমরা খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। কিন্তু মনে হয় ১৫-২০ রান অতিরিক্ত দিয়ে ফেলেছি। এখানেই পার্থক্যটা হয়ে গেছে। আমরা বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং ভালো করেছি। তারপরও ম্যাচটা হেরেছি। তবে এখনো ৪টি ম্যাচ বাকি আছে। আশা করছি, সেগুলোতে ভালো করতে পারব।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দেড় ঘণ্টায় শেষ সুলভ মূল্যের ডিম-দুধ, পাননি অনেকেই
নির্ধারিত এলাকায় প্রাণিসম্পদ দপ্তরের গাড়ি পৌঁছায় সকাল সাড়ে ১০টার দিকে। এরপর শুরু হয় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি। দুপুর ১২টার কিছুক্ষণ পরেই দেখা গেল গাড়িতে ডিম ও দুধ নেই। কেবল ১৬ কেজি গরুর মাংস অবশিষ্ট রয়েছে। অর্থাৎ মাত্র দেড় ঘণ্টায় শেষ হয়ে গেছে সুলভ মূল্যে বিক্রির জন্য আনা দুধ ও ডিম।
আজ সোমবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস এলাকায় দেখা গেছে এমন চিত্র। এদিন নগরের ওয়্যারলেস ও টেক্সটাইল এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। এই কর্মসূচির আওতায় পবিত্র রমজান মাস উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি করা হচ্ছে।
প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, আজ প্রতিটি গাড়িতে ২০০ লিটার দুধ, ১ হাজার ৫০০ পিস ডিম ও ৭৫ কেজি করে মাংস ছিল। সে হিসেবে মাত্র দেড় ঘণ্টায় ২০০ লিটার দুধ ও ১২৫ ডজন ডিম বিক্রি শেষ হয়ে গেছে। তবে দুপুর ১২টার দিকে তেমন ভিড় দেখা যায়নি সেখানে। স্থানীয় লোকজন বলছেন, তাঁরা অনেকে আগে এসেও পণ্য পাননি।
এদিন অন্তত ১০ ক্রেতা দুধ-ডিম না পেয়ে ফেরত গেছেন। ডিম কিনতে আসা ক্রেতা আবুল হোসেন বলেন, ‘আমি দুপুর ১২টার দিকে এসে ডিম পাই নাই। বাসা থেকে আসতে আসতেই দেখি সব শেষ। তাঁরা নাকি দেড় হাজার ডিম আনছে। তাহলে আমরা পাই নাই কেন?’
গাড়ি থেকে এসব পণ্য কেনার জন্য প্রথমে টাকা দিয়ে স্লিপ নিতে হয়। কর্মকর্তারা জানান, একজন সর্বোচ্চ এক ডজন ডিম, এক বা দুই লিটার দুধ ও এক কেজি মাংস কিনতে পারেন। কেউ চাইলে শুধু ডিম, দুধ অথবা মাংস কিনতে পারবেন। তবে মাংসের চাহিদা তুলনামূলক কম।
দ্রুত শেষ হয়ে যাওয়া নিয়ে কর্মকর্তারা বলেন, ঢাকায় ফ্রিজার ট্রাক রয়েছে। ফলে তারা দীর্ঘ সময়ের জন্য পণ্য নিয়ে আসতে পারে। কিন্তু চট্টগ্রামে সে সুযোগ নেই। তাই পরিমাণ কম। আবার দ্রুত ক্রেতাদের বুঝিয়ে দেওয়া হয়।
জানতে চাইলে দায়িত্বে থাকা বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুমন তালুকদার প্রথম আলোকে বলেন, যাঁরা এসেছেন, তাঁদের সবাইকে পণ্য দেওয়া হয়েছে। মাংসের চাহিদা কম থাকায় কিছু মাংস থেকে গেছে। ডিমের চাহিদা বেশি ছিল। দেড় থেকে দুই ঘণ্টায় শেষ হয়ে গেছে।