মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার প্রথম পদক্ষেপগুলোর মধ্যে একটি হিসেবে  বাইডেন প্রশাসনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউজ বাইডেন প্রশাসনের বাতিল হয়ে যাওয়া নির্বাহী আদেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে গত বছরের ১ ফেব্রুয়ারি বাইডেন স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশ রয়েছে, যা মার্কিন সরকারকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ, ভয় দেখানো বা সম্পত্তি দখলের চেষ্টাকারী যেকোনো বিদেশি নাগরিককে নিষেধাজ্ঞার ক্ষমতা দিয়েছে।

বাইডেনের মূল নির্বাহী আদেশে পশ্চিম তীরে ‘উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের সহিংসতার উচ্চ মাত্রা’ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করা হয়েছিল।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ন্ত্রণে ইসরায়েলের ব্যাপক ব্যর্থতার কারণে ওয়াশিংটনের ক্রমবর্ধমান হতাশার মধ্যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন নিষেধাজ্ঞার আদেশে স্বাক্ষর করেছিলেন।

বছরের পর বছর ধরে ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম তীরে ফিলিস্তিদের ওপর হামলার ঘটনাগুলো মূলত উপেক্ষা করেছে এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সর্বশেষ সরকারের আমলে সমস্যাটি আরো খারাপ হয়েছে।

ইসরায়েলের বিদায়ী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপন ও সহিংসতার ঘটনাগুলোকে একটি অপ্রাসঙ্গিক বিষয় বলে উড়িয়ে দিয়েছেন।

বাইডেনের স্বাক্ষরিত নির্বাহী আদেশের মাধ্যমে, গত এক বছরে আটটি পৃথক ব্যাচে ১৭ জন ব্যক্তি এবং ১৬টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছিল।

এই নিষেধাজ্ঞাগুলো ট্রাম্প প্রশাসন এখন তুলে নিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, উত্তর পশ্চিম তীরে আল-ফুন্ডুক গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল

এছাড়াও পড়ুন:

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মুত্যু 

চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আহত ইয়াসিন আলী (২৪) ও মাহির তাজয়ার তাজ (১৫) নামে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (২ এপ্রিল) চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নবিননগরে একটি ও গত ২৭ মার্চ চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে অপর দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাহির তাজওয়ার তাজ আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে ও ইয়াসিন আলী  চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের দিদার আলীর ছেলে। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান, জানান, অসাবধানতা ও বেপরোয়া মোটরসাইকেল ড্রাইভ করতে যেয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নবিননগরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির তাজওয়ার তাজ গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রাতে তার শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরিবারের পক্ষ থেকে তাকে রাজশাহী নিয়ে যাওয়ার পথে রাত ৮ টার দিকে অ্যাম্বুলেন্সে মাহির মারা যায়। 

অন্যদিকে গত ২৭ মার্চ চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে ইয়াসিন আলী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে যায়।  এসময় তার দুই পা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুঁড়িয়ে যায়। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ দিনের মাথায় বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে ইয়াসিন মারা যায়। 

দুটি দুর্ঘটনায় কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের না করায় সুরতহাল রিপোর্ট শেষে স্ব স্ব পরিবারের কাছে তাদের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা/মামুন/টিপু 

সম্পর্কিত নিবন্ধ