ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী উর্বশী রাউতেলা ও কিয়ারা আদভানি। কিছুদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাদের দুই সিনেমা। বলা যায়, এখন বক্স অফিসে মুখোমুখি তারা। তুলনামূলকভাবে, কিয়ারার ‘গেম চেঞ্জার’ সিনেমার চেয়ে ভালো করছে উর্বশীর ‘ডাকু মহারাজ’। এরই মাঝে উর্বশীর একটি মন্তব্য নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়।

দ্য ফ্রি প্রেস জার্নালকে সাক্ষাৎকার দিয়েছেন উর্বশী রাউতেলা। এসময় তাকে বলা হয়, কিয়ারার ‘গেম চেঞ্জার’ সিনেমার চেয়ে ‘ডাকু মহারাজ’ ভালো সাড়া ফেলেছে। এ বিষয়ে উর্বশী রাউতেলা বলেন, “এই টিমের সদস্য হিসেবে পুরো টিম নিয়ে আমি গর্বিত। এর আগে শঙ্কর স্যারের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় কাজ করেছি। তিনি একজন দূরদর্শী চলচ্চিত্র নির্মাতা। তিনি মানুষ হিসেবেও ভালো, তার সঙ্গে আমারও সম্পর্ক ভালো।”

উদাহরণ টেনে কথা বলতে গিয়ে কিয়ারাকে ‘খোঁচা’ দিয়েছেন উর্বশী। অন্তত নেটিজেনরা তেমনটাই বলছেন। উর্বশী বলেন, “টুইটারে বেশ কিছু পোস্ট পড়েছি। সেখানে মানুষ বলছেন— ‘কিয়ারা আদভানির সিনেমা মুখ থুবড়ে পড়েছে এবং উর্বশীর ‘ডাকু মহারাজ’ সুপার-ডুপার হিট।’ আমার মনে হয়, তার সিনেমা যে চলেনি, সেটার দোষ আমার নয়।”

দর্শকরা উর্বশীর পারফরম্যান্সের প্রশংসা করছেন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “দর্শকরা ‘ডাকু মহারাজ’ সিনেমা পছন্দ করেছেন। সিনেমাটিতে আমার অভিনয় ও আমার ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানটিও প্রশংসা কুড়াচ্ছে। আমার অ্যাকশন দৃশ্য দেখেও প্রশংসা করছেন। তা হলে আমার আর কী দরকার? একজন অভিনেত্রী হিসেবে সবসময়ই বড় ব্যানার এবং দূরদর্শী পরিচালকের সঙ্গে কাজ করতে চেয়েছি। অভিনন্দন সিতারা এন্টারটেইনমেন্টকে।”

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উর্বশী রাউতেলা বলেন, “যা কিছু হয়েছে তার সবই দর্শকদের ভালোবাসার কারণে। যতদূর জানি, আমার ভক্তরা খুবই অনুগত। সত্যিকার অর্থে তারা আমার জন্য লড়াই করেন। বিশ্বব্যাপী আমার বিশ্বস্ত ভক্ত-অনুরাগী রয়েছেন। শুধু ভারতের প্রজেক্ট নয়, আমার আন্তর্জাতিক প্রজেক্ট নিয়েও তারা সরব থাকেন। এসব পেয়েছি আমার অতীতের কাজের জন্য। বিশ্বব্যাপী বিশ্বস্ত ভক্ত পেয়ে আমি খুবই আনন্দিত।”

‘গেম চেঞ্জার’ সিনেমায় কিয়ারা আদভানির বিপরীতে অভিনয় করেছেন রাম চরণ। ২০২১ সালের শেষ লগ্ন থেকে আলোচনায় এটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ। ৪০০-৪৫০ কোটি রুপি ব্যয়ে এটি নির্মাণ করেছেন এস.

শঙ্কর। গত ১০ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পায় এটি। ১০ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৭৯.৫৫ কোটি রুপি।

অন্যদিকে তেলেগু ভাষার ‘ডাকু মহারাজ’ সিনেমা কয়েক দিন আগে মুক্তি পেয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ‘গেম চেঞ্জার’ সিনেমার খরচের তিন ভাগের এক ভাগ ব্যয়ে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ডাকু মহারাজ’ নির্মাণ করেছেন ববি কোলি। ৮ দিনে বিশ্বব্যাপী এটি আয় করেছে ১০৯ কোটি রুপির বেশি।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

অস্কার মঞ্চে অভিবাসীদের অবদান তুলে ধরলেন অশ্রুসিক্ত জো

জমকালো আয়োজনের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। এবারের আসরে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের পুরস্কার জিতেছেন আমেরিকান তারকা জো সালদানা। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তাঁর হাতে।

স্প্যানিশ-ভাষার সংগীতনির্ভর ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের জ্যাক অঁদিয়ার। অস্কারের মতো এমন অর্জন হাতে নেওয়ার পর অশ্রুসিক্ত হয়ে পড়েন এই অভিনেত্রী।

মঞ্চে উঠে আবেগাপ্লুত জোয়ি তাঁর মাকে স্মরণ করেন এবং ‘এমিলিয়া পেরেজ’-এর সব শিল্পী ও কলাকুশলীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি শিল্প জগতে অভিবাসীদের অবদান তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমার দাদি ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন। আমি গর্বিত একজন অভিবাসী বাবা-মায়ের সন্তান, যারা স্বপ্ন, সম্মানবোধ ও কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে বড় হয়েছেন। আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান, যে একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করছে। আমি জানি, আমি শেষ ব্যক্তি নই। আমি আশা করি, এই পুরস্কার পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এই চরিত্রে আমি গান গাওয়ার ও স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যদি আমার দাদি আজ বেঁচে থাকতেন, তিনি অত্যন্ত আনন্দিত হতেন।’

তার এই বক্তব্য এমন এক সময়ে দিলেন যখন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর আগ্রাসন চালাচ্ছে।

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ একাডেমি পুরস্কার তথা অস্কারের আয়োজন চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে পাঁচটায়। আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেলেন তিনি।

অন্যদিকে, এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা মেকআপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গেল বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।

সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্যর পুরস্কার পেয়েছে আলোচিত ছবি ‘কনক্লেভ’। এছাড়া পল ট্যাজওয়েল ‘উইকেড’ চলচ্চিত্রের জন্য সেরা পোশাক পরিকল্পনাকারী এবং শন বেকার ‘আনোরা’ চলচ্চিত্রের জন্য সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • শাহজাদপুরে আগুনে নিহত চারজনের মরদেহ ঢামেকে
  • অনিয়মের খোঁজ নেওয়ায় সাংবাদিকের চাকরি খাওয়ার হুমকি বেরোবি কর্মকর্তা
  • ইসরায়েলে ছুরি হামলায় নিহত ১, আহত ৩
  • ভোলায় চুরির অভিযোগে একজনের দুই চোখে গুরুতর জখম, কাটা হলো দুই আঙুল
  • ৭টি মৌলিক হক
  • ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডা: পশ্চিমাদের জেগে ওঠার বার্তা
  • নদীতে ভেসে উঠল আরেকজনের লাশ, নিহত বেড়ে ৫
  • হাতে ভাজা মুড়ি, শাশুড়ির পেশাকে বাঁচিয়ে রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার অর্চনা
  • অস্কার মঞ্চে অভিবাসীদের অবদান তুলে ধরে কাঁদলেন মার্কিন অভিনেত্রী
  • অস্কার মঞ্চে অভিবাসীদের অবদান তুলে ধরলেন অশ্রুসিক্ত জো