কিয়ারার সিনেমা ফ্লপ, সে দোষ আমার না: উর্বশী
Published: 21st, January 2025 GMT
ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী উর্বশী রাউতেলা ও কিয়ারা আদভানি। কিছুদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাদের দুই সিনেমা। বলা যায়, এখন বক্স অফিসে মুখোমুখি তারা। তুলনামূলকভাবে, কিয়ারার ‘গেম চেঞ্জার’ সিনেমার চেয়ে ভালো করছে উর্বশীর ‘ডাকু মহারাজ’। এরই মাঝে উর্বশীর একটি মন্তব্য নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়।
দ্য ফ্রি প্রেস জার্নালকে সাক্ষাৎকার দিয়েছেন উর্বশী রাউতেলা। এসময় তাকে বলা হয়, কিয়ারার ‘গেম চেঞ্জার’ সিনেমার চেয়ে ‘ডাকু মহারাজ’ ভালো সাড়া ফেলেছে। এ বিষয়ে উর্বশী রাউতেলা বলেন, “এই টিমের সদস্য হিসেবে পুরো টিম নিয়ে আমি গর্বিত। এর আগে শঙ্কর স্যারের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় কাজ করেছি। তিনি একজন দূরদর্শী চলচ্চিত্র নির্মাতা। তিনি মানুষ হিসেবেও ভালো, তার সঙ্গে আমারও সম্পর্ক ভালো।”
উদাহরণ টেনে কথা বলতে গিয়ে কিয়ারাকে ‘খোঁচা’ দিয়েছেন উর্বশী। অন্তত নেটিজেনরা তেমনটাই বলছেন। উর্বশী বলেন, “টুইটারে বেশ কিছু পোস্ট পড়েছি। সেখানে মানুষ বলছেন— ‘কিয়ারা আদভানির সিনেমা মুখ থুবড়ে পড়েছে এবং উর্বশীর ‘ডাকু মহারাজ’ সুপার-ডুপার হিট।’ আমার মনে হয়, তার সিনেমা যে চলেনি, সেটার দোষ আমার নয়।”
দর্শকরা উর্বশীর পারফরম্যান্সের প্রশংসা করছেন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “দর্শকরা ‘ডাকু মহারাজ’ সিনেমা পছন্দ করেছেন। সিনেমাটিতে আমার অভিনয় ও আমার ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানটিও প্রশংসা কুড়াচ্ছে। আমার অ্যাকশন দৃশ্য দেখেও প্রশংসা করছেন। তা হলে আমার আর কী দরকার? একজন অভিনেত্রী হিসেবে সবসময়ই বড় ব্যানার এবং দূরদর্শী পরিচালকের সঙ্গে কাজ করতে চেয়েছি। অভিনন্দন সিতারা এন্টারটেইনমেন্টকে।”
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উর্বশী রাউতেলা বলেন, “যা কিছু হয়েছে তার সবই দর্শকদের ভালোবাসার কারণে। যতদূর জানি, আমার ভক্তরা খুবই অনুগত। সত্যিকার অর্থে তারা আমার জন্য লড়াই করেন। বিশ্বব্যাপী আমার বিশ্বস্ত ভক্ত-অনুরাগী রয়েছেন। শুধু ভারতের প্রজেক্ট নয়, আমার আন্তর্জাতিক প্রজেক্ট নিয়েও তারা সরব থাকেন। এসব পেয়েছি আমার অতীতের কাজের জন্য। বিশ্বব্যাপী বিশ্বস্ত ভক্ত পেয়ে আমি খুবই আনন্দিত।”
‘গেম চেঞ্জার’ সিনেমায় কিয়ারা আদভানির বিপরীতে অভিনয় করেছেন রাম চরণ। ২০২১ সালের শেষ লগ্ন থেকে আলোচনায় এটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ। ৪০০-৪৫০ কোটি রুপি ব্যয়ে এটি নির্মাণ করেছেন এস.
অন্যদিকে তেলেগু ভাষার ‘ডাকু মহারাজ’ সিনেমা কয়েক দিন আগে মুক্তি পেয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ‘গেম চেঞ্জার’ সিনেমার খরচের তিন ভাগের এক ভাগ ব্যয়ে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ডাকু মহারাজ’ নির্মাণ করেছেন ববি কোলি। ৮ দিনে বিশ্বব্যাপী এটি আয় করেছে ১০৯ কোটি রুপির বেশি।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
সোমবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, ‘‘বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা একজন নিহত ও তিনজন আহত হন।’’
আরো পড়ুন:
ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেল বাবা-মেয়ের
‘ঈদযাত্রায় এবারের মতো স্বস্তি আর কখনো পাইনি’
‘‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে ও আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’’- যোগ করেন তিনি।
ঢাকা/রুবেল/রাজীব