রাঙ্গুনিয়ায় পরিবেশ ধ্বংসে আ’লীগ-বিএনপি একাট্টা
Published: 21st, January 2025 GMT
‘বিকেবি’ ইটভাটার মালিক রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মবিন চৌধুরী। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ঘনিষ্ঠ এ ছাত্রলীগ নেতা ১৬ বছর দাপটের সঙ্গে চালিয়েছেন ভাটা ব্যবসা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভাটায় প্রকাশ্যে সরকারি বনাঞ্চলের গাছ-কাঠ পোড়ালেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। পাহাড়ের মাটি সাবাড় করে তৈরি করেছেন লাখ লাখ ইট। ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর আত্মগোপনে চলে যান ছাত্রলীগ নেতা মবিন। কিন্তু ভাটা ব্যবসা টিকিয়ে রাখতে নতুন ব্যবসায়িক অংশীদার হিসেবে নিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরীকে। তাঁকে সামনে রেখে পরিবেশ ধ্বংস করে চালিয়ে যাচ্ছেন অবৈধ ইটভাটা।
শুধু এটিই নয়, রাঙ্গুনিয়ার ‘এটিএম’ ইটভাটার মালিক রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর। তারা আত্মগোপনে থাকায় ব্যবসা টিকিয়ে রাখতে নতুন ব্যবসায়িক অংশীদার বানিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.
একইভাবে ‘সম্রাট’ ইটভাটার মালিক ছিলেন ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। এখন নতুন ব্যবসায়িক অংশীদার হিসেবে ইটভাটাটি দেখভাল করছেন বিএনপির দিদারুল আলম জসিম। ‘কেবিএম-২’ ইটভাটার মালিকানায়ও এসেছে পরিবর্তন। এটির মালিক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন গং। তারা আত্মগোপনে থেকে ব্যবসা টিকিয়ে রাখতে নতুন ব্যবসায়িক অংশীদার বানিয়েছেন প্রয়াত প্রভাবশালী বিএনপি নেতা কেকে রফিক বিন চৌধুরীর ছেলে ইমু চৌধুরীকে। ‘কেবিএম-১’ ভাটার মালিক ছিলেন উপজেলা যুবলীগের সহসভাপতি জাসেদ চৌধুরী। তিনি ব্যবসায়িক অংশীদার হিসেবে বিএনপি নেতা মো. আব্বাস চেয়ারম্যানকে সামনে নিয়ে এসেছেন। এভাবে ৫২টি ইটভাটায় এখন বিএনপির প্রভাবশালী নেতাদের ব্যবসায়িক অংশীদার করেছেন আওয়ামী লীগ নেতারা।
রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিকেবি ইটভাটার নতুন ব্যবসায়িক অংশীদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরী সমকালকে বলেন, আমি তিনটি ইটভাটার শেয়ার পার্টনার হিসেবে কয়েক মাস ধরে কাজ করছি। ছাত্রলীগ নেতার মালিকানাধীন একটি ভাটার শেয়ারহোল্ডারদের থেকে শেয়ার কিনে মালিক হয়েছি। আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে থাকায় তাদের ভাটাগুলো নতুন করে অনেকে পরিচালনা করছেন।
ইটভাটা মালিক সমিতির নতুন ক্যাশিয়ারও হয়েছেন বলে জানান ইমরুল। অন্য ইটভাটাগুলোর নতুন অংশীদারদের মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ হয়নি।
গত ১৬ বছরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর আশ্রয়-প্রশ্রয়ে নিয়মনীতি না মেনে মগাছড়ির পাহাড়ি বনাঞ্চল ঘেঁষে তৈরি হয় একের পর এক ইটভাটা। ভাটাগুলোয় প্রকাশ্যে পুড়ছে বনাঞ্চলের গাছ-কাঠ, পাহাড়ের লাল মাটি।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, পরিবেশ ও বন উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী রাঙ্গুনিয়াসহ জেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে শিগগির অভিযানে নামব। ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট এলে প্রথমেই রাঙ্গুনিয়ায় অভিযান চালানো হবে। বনাঞ্চলের পাশে ইটভাটা করার সুযোগ নেই। গাছ-কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। পাহাড় কেটে মাটি সংগ্রহ করা পরিবেশ আইনে ফৌজদারি অপরাধ।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের উপ-বন সংরক্ষক এস এম কায়চার বলেন, ইটভাটাগুলো অবৈধ। অবৈধ ভাটায় অবৈধভাবে বনাঞ্চলের গাছ-কাঠ এনে পোড়ানো হচ্ছে, সত্য। বন বিভাগ মাঝেমধ্যে অভিযান চালাচ্ছে। মামলাও দিচ্ছি। অবৈধ ভাটা বন্ধ না হলে গাছ-কাঠ পাচার ও পোড়ানো বন্ধ করা যাবে না।
রাঙ্গুনিয়া ইটভাটা সমিতির নতুন সাধারণ সম্পাদক বিএনপি নেতা ইউচুপ চৌধুরী বলেন, ১৬ বছর আওয়ামী লীগ নেতারা ইটভাটাগুলো চালিয়েছেন। এখন তারা আত্মগোপনে। তাই সমিতি ও ইটভাটাগুলো আমরা পরিচালনা করছি। এখানে বিএনপির কেউ নতুন অংশীদার হয়েছেন। অনেক বিএনপি নেতা পুরোনো অংশীদার থাকলেও তা প্রকাশ্যে এতদিন বলেননি। ইটভাটায় কিছু গাছ-কাঠ পোড়ানো হচ্ছে। কারণ কয়লা দিয়ে ইট তৈরি করে পোষানো সম্ভব নয়।
আওয়ামী লীগ আমলের ইটভাটা সমিতির সভাপতি ইকবাল হোসেন চৌধুরীকে ফোন করা হলেও আত্মগোপনে থাকায় তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।
২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, সংরক্ষিত বনাঞ্চলের সীমারেখা থেকে দুই কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। এ ছাড়াও আইনে বলা আছে, সরকারি বা ব্যক্তিমালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান, জলাভূমি ও কৃষিজমিতে ইটভাটা করা যাবে না।
অনিয়ম সবচেয়ে বেশি যেসব ভাটায়
পাহাড়ি মাটি ও গাছ-কাঠ পোড়ানো হচ্ছে কমবেশি সব ভাটায়। সবচেয়ে বেশি অনাচার হচ্ছে– ‘বিকেবি’, কেবিএম-১, কেবিএম-২, এটিএম ব্রিকস, একতা ব্রিকস, আজমির ব্রিকস, ফাইন ব্রিকস ইন্ডাস্ট্রিজ, মাবিয়া অ্যান্ড সন্স ব্রিকস, বিসমিল্লাহ ব্রিকস, খতিবনগর ব্রিকস, আল মক্কা ব্রিকস, মোহাম্মদিয়া ব্রিকস, লোকমান হাকিম ব্রিকস, আউলিয়া ব্রিকস, মির্জা ব্রিকস, ছাদেক শাহ ব্রিকস, মদিনা ব্রিকস ওয়ার্কস, হাসানুজ্জামান শাহ ব্রিকস, ছাদেক শাহ ব্রিকস, ন্যাশনাল ব্রিকস ওয়ার্কস, এম আর চৌধুরী ব্রিকসে।
ইটভাটা সমিতিতেও পালাবদল
ইটভাটার মালিকানার মতো পালাবদল হয়েছে রাঙ্গুনিয়া ইটভাটা মালিক সমিতিতেও। সমিতি এখন বিএনপির কবজায়। ১৬ বছর সমিতির একক নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ছিল হাছান মাহমুদের ঘনিষ্ঠদের হাতে। রাঙ্গুনিয়ায় ইটভাটা মালিক সমিতির সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেতা ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক ছিলেন কামাল উদ্দিন চৌধুরী। আগস্টের পর ইটভাটা সমিতির সভাপতি হন বিএনপি নেতা খোকন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইউচুপ চৌধুরী। তাদের হয়ে প্রতিটি ভাটায় ক্যাশিয়ার হিসেবে ছড়ি ঘুরাচ্ছেন আরেক বিএনপি নেতা ইমরুল হাসান চৌধুরী।
রাতে পাচার হচ্ছে গাছ
রাত নামলেই সারি সারি চাঁদের গাড়ি ও মিনি ট্রাক রাঙামাটির সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে গাছ-কাঠ নিয়ে ঢোকে ইটভাটায়। অসাধু বন কর্মকর্তাদের ম্যানেজ করেই চলছে অপকর্ম। রাঙামাটির কাউখালী, ঘাগড়া, মানিকছড়ি, ঘিলাছড়ি, কচুখালী, মুবাছড়ি, কলমপতি থেকে খুবই কম দামে কেনা কাঠ-গাছ চলে যায় বিভিন্ন ভাটায়। প্রতিটি ভাটায় প্রকাশ্যে মজুত করে গড়ে তোলা হয়েছে চোরাই জ্বালানি কাঠের বড় বড় ডিপো।
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ব শ ত ন ব যবস য় ক অ শ দ র ইকব ল হ স ন চ ধ র ইটভ ট র ম ল ক ইটভ ট গ ল ব এনপ র ন ব এনপ পর ব শ আওয় ম ইমর ল উপজ ল
এছাড়াও পড়ুন:
দায়িত্ববোধ থেকেই জীবনের ঝুঁকি নেই: মেজবাহ
২৬ বছর চাকরি জীবনে চিহ্নিত মাদক কারবারি ও কুখ্যাত খুনিসহ অনেক অপরাধীকে গ্রেপ্তার করেছি। এমন সাহসিতাপূর্ণ কাজের জন্য পুলিশ সুপার (এসপি) থেকে ৬২ বার পুরস্কৃত হয়েছি। তবে এবারের কাজের অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন। দায়িত্ববোধ থেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারী ও চাঁদাবাজ মোবারক হোসেন নাফিজকে আটক করি। নাফিজ ভাটারা থানার একটি ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
কথাগুলো বলছিলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার সহকারী পরিদর্শক (এএসআই) মেজবাহ উদ্দিন।
এএসআই মেজবাহ সমকালকে বলেন, এই কাজের জন্য আমাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) প্রদান করা হয়েছে। এটা আমার একার অর্জন না। ডিসি স্যার থেকে শুরু করে থানার ওসি স্যার পর্যন্ত সবার অর্জন এটা। স্যারদের উৎসাহে এমন কাজ করার সাহস পেয়েছি।
সোমবার বিকেল ৩টায় বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) থানার গ্রুপে পদকের কাগজ দিলে থানার অফিসার থেকে শুরু করে সবাই অভিনন্দন জানিয়েছেন। আজকে আমার জন্য বাহিনী গর্বিত। বাকি চাকরি জীবন এভাবেই অপরাধীদের আতঙ্ক এবং সাধারণ মানুষের জন্য চাকরি করে যেতে চাই।
২০২৫ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্য মেজবাহ উদ্দিনকে বিপিএম পদক প্রদান করা হয়। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিবের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একটি সূত্র জানায়, এখন থেকে পুলিশ সদস্যদের সাহসিকতা ও ভালো কাজের জন্য সারা বছর বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে। আগে সারা বছর কাজের পর বছর শেষে এসে পদক প্রদান করা হতো। এতে অনেক ভালো কাজ করেও পদক বঞ্চিত হতেন সদস্যরা। এখন থেকে এটার সুযোগ নেই। ভালো কাজ করলেই সঙ্গে সঙ্গে মূল্যায়ন করা হবে।
গত ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা জে-ব্লক এলাকায় চিহ্নিত অপরাধী মোবারক হোসেন নাফিজকে আটক করতে গেলে তার চাকুর আঘাতে আহত হন এএসআই মেজবাহ উদ্দিন। জীবনের ঝুঁকি নিয়ে রক্তাক্ত অবস্থায় নাফিজকে গ্রেপ্তারের পর তার বীরত্বের প্রশংসা করেন নেটিজেনরা। এরপর পুলিশের আইজিপি ও ডিএমপি কমিশনার থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রশংসা করেন।
মেজবাহ বলেন, আসামি নাফিজ চাঁদার দাবিতে বারিধারা জে-ব্লকে অবস্থান করছে বলে খবর আসে। তাকে ধরতে অভিযান শুরু হয়। এর মধ্যে আমি তাকে ধরে ফেলি। এর এক মিনিটের মধ্যে সে চাকু দিয়ে আমাকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপরও তাকে ছাড়েনি। এরপর হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় অপরাধী নাফিজ। সেদিন জীবন বাজি রেখে তাকে আটক করি।
চাকরি জীবনে ডিএমপিতে পদায়ন এই প্রথম। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব নেওয়ার পর ঢাকা মহানগরে ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আসে। থানা থেকে নিয়মিত অভিযান চালানো হয়। আমরা জনগণের সেবা দেওয়ার জন্য আসছি, এখানে কোনো অপরাধী থাকবে না।
তিনি বলেন, বাহিনীর জন্য এমন কাজ করতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে। অপরাধীকে আইনের হাতে সোপর্দ করতে পেরেছি। পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী আছে। দেশের জন্য এমন সাহসিকতা কাজের জন্য স্ত্রী ও সন্তানরাও আজ গর্বিত।
জানা যায়, মেজবাহ ২০০০ সালে ১৯ মে কনস্টেবল পদে পুলিশে ভর্তি হয়। এরপর ২০১৭ সালে ১০ মার্চ তিনি পদোন্নতি পেয়ে এএসআই হন। সর্বশেষ গত বছরের ৮ নভেম্বর মেজবাহ ডিএমপির ভাটারা থানায় বদলি হয়ে আসেন। এর আগে তিনি খুলনা, কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
ভালো কাজের জন্য ৬২ বার পুরস্কার পান তিনি। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানায় তার জন্ম। চার ভাইয়ের মধ্যে সবার বড় মেজবাহ। এক ভাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি করেন। বাকি দুই ভাই বিদেশ থাকেন।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মেজবাহর এই সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য পুলিশ সদরদপ্তরের সুপারিশে বিপিএম (সাহসিকতা) পুরস্কার প্রদানের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ওই সময়ই ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী মেসবাহ অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করে তাৎক্ষণিক ২০ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করেন।