Samakal:
2025-04-24@17:23:33 GMT

ডিএসইএক্স বেড়েছে ৫০ পয়েন্ট

Published: 20th, January 2025 GMT

ডিএসইএক্স বেড়েছে ৫০ পয়েন্ট

বেশ কয়েক দিন পর গতকাল সোমবার দেশের শেয়ারবাজারের অধিকাংশ কোম্পানির দর বেড়েছে। প্রধান শেয়ারবাজার ডিএসইতে আগের দিনের চেয়ে  বেড়েছে  ৬২ শতাংশ শেয়ারের দর। দর হারিয়েছে ২০ শতাংশ শেয়ার। আবার দর কমে যাওয়ার চেয়ে দর বৃদ্ধির হার ছিল বেশি। 
খাতওয়ারি হিসাবে বীমা ছাড়া অন্য সব খাতের অধিকাংশ কোম্পানির দর বেড়েছে। বড় খাতের মধ্যে প্রকৌশল, বস্ত্র, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের গড় দর ১ থেকে দেড় শতাংশ বেড়েছে।  বেশির ভাগ কোম্পানির দর বৃদ্ধি পাওয়ায় ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে ৫১৯৫ পয়েন্ট ছাড়িয়েছে। চলতি বছরে এক দিনে যা ছিল  সর্বোচ্চ বৃদ্ধি। গতকালের তুলনায় সূচকটি বেশি (৭৩ পয়েন্ট) বেড়েছিল গত ১৫ ডিসেম্বর। 
লেনদেন পর্যবেক্ষণে দেখা যায়, সকাল ১০টায় লেনদেন শুরুর মুহূর্তে প্রায় ৬ পয়েন্ট বাড়ে। এর পর সোয়া ২টা পর্যন্ত শেয়ারদর বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় সূচক আগের দিনের তুলনায় ৫৭ পয়েন্ট বেড়ে ৫২০২ পয়েন্ট ছাড়িয়েছিল। শেষ পর্যন্ত ডিএসইতে তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দুটি ছাড়া বাকিগুলোর কম-বেশি কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৪৬টির দর বেড়েছে, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল  ৭০টির দর।
অপেক্ষাকৃত ছোট খাতের মধ্যে সিরামিক খাতের পাঁচ কোম্পানির গড়ে সর্বাধিক পৌনে ৫ শতাংশ দর বেড়েছে। এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য খাতের ৩ শতাংশ, সেবা ও নির্মাণ খাতের আড়াই শতাংশ এবং  সিমেন্ট খাতের ২ দশমিক ৩২ শতাংশ দর বেড়েছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১১ কোম্পানির শেয়ারদর গড়ে ২ শতাংশ হারে বেড়েছে। ৫ শতাংশের ওপর ২১ কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৫ শতাংশের ওপর দর হারিয়েছে মাত্র দুটি। দর বৃদ্ধি পাওয়া শীর্ষ ২০ শেয়ারের মধ্যে ‘বি’ ও ‘জেড’ ক্যাটেগরির ১৪টি, বাকি ছয়টি ‘এ’ ক্যাটেগরির শেয়ার। এর মধ্যে জেড ক্যাটেগরির আট শেয়ার হলো– দুলামিয়া কটন, খুলনা প্রিন্টিং, ঢাকা ডাইং, সেন্ট্রাল ফার্মা, ইন্দোবাংলা ফার্মা, বিআইএফসি, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং প্রগ্রেসিফ লাইফ ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির ওপরের দিকে থাকা ‘বি’ ক্যাটেগরির শেয়ারগুলো হলো– মিডল্যান্ড ব্যাংক, জেএমআই হসপিটাল রিক্যুইজিট, মুন্নু সিরামিক, ফাইন ফুডস, সোনারগাঁও টেক্সটাইল ও মুন্নু ফেব্রিক্স এবং ‘এ’ ক্যাটেগরির রানার অটোমোবাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট, কহিনূর কেমিক্যাল, কনফিডেন্স সিমেন্ট, শাহজীবাজার পাওয়ার ও বিডি ল্যাম্পস। বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, ক্রমাগত দরপতনে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর তলানিতে নেমেছে। মাঝেমধ্যে দেখা যায়, শেয়ারের কম দরই নতুন বিনিয়োগ আকৃষ্ট করে। তাতে চাহিদা বৃদ্ধি পাওয়ায় দরও বৃদ্ধি পায়। এদিকে শেয়ারদর বৃদ্ধির ধারায় টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। গতকাল ডিএসইতে কেনাবেচা হয়েছে প্রায় ৪২৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় প্রায় ৫৯ কোটি টাকা বেশি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ য় রদর

এছাড়াও পড়ুন:

পাঁচ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা পাঁচ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। 

মঙ্গলবার (২২ এপ্রিল) উভয় পুঁজিবাজারে এ ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন:

সিএসইয়ে ইডিইউর শিক্ষার্থীদের সফর

তিন কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

নতুন বন্ডটির নাম হলো—05Y BGTB 16/04/2030। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড—TB5Y0430 এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড—88534। সিএসইতে বন্ডটির লেনদেন কোড—TB5Y0430 এবং সিএসইতে ট্রেডিং আইডি—50300।

‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসইর ডেট বোর্ডের অনুমোদন সাপেক্ষে এ বন্ডের মেয়াদ ২০২৭ সালের ৯ এপ্রিল শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.৯০৩৯ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১ হাজারটি করে। এই বন্ড ১২.৩৯ শতাংশ হারে বছরে ২ বার কুপন দেবে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • আট মাসে ডিএসইএক্স সূচক কমেছে ৮০২ পয়েন্ট
  • পুঁজিবাজারে টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ
  • পুঁজিবাজারে দরপতন অব্যাহত, বিক্ষোভের ডাক
  • পাঁচ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু