তীব্র শীতে বিপাকে পড়েন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতার্ত এমন মানুষের পাশে দাঁড়িয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, সমকাল সুহৃদ সমাবেশ ও ফরিদপুরের পাঁচটি এনজিও। ফরিদপুর পৌর এলাকার ২৭টি ওয়ার্ড ও ১২টি ইউনিয়নের ২০ হাজার শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নিয়ে বিস্তারিত…
এবার দেরিতে এলেও বেশ জেঁকে বসেছে শীত। ফরিদপুরের পদ্মা নদীর চরাঞ্চল থেকে শুরু করে গ্রামীণ বিস্তীর্ণ জনপদে কনকনে ঠান্ডা আবহাওয়া। গ্রাম ও শহরের নিম্ন আয়ের মানুষ যখন শীতে কষ্ট পাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে শুরু হয় কর্মসূচি।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান এ.
৯ দিনব্যাপী যে সব এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে সেগুলো হলো– নর্থ চ্যানেল, ডিক্রিরচর, আলিয়াবাদ, অম্বিকাপুর, ঈশান গোপালপুর, মাচ্চর, গেরদা, কানাইপুর, চাঁদপুর, চর মাধবদীয়া, কৈজুরী ও কৃষ্ণনগর ইউনিয়ন এবং ফরিদপুর পৌর এলাকা।
বিশেষ করে চরাঞ্চলের দরিদ্র মানুষ শীতে বেশি নাকাল হয়ে পড়ে। শীতের পাশাপাশি ধু-ধু বালুচরের কনকনে হাওয়া বিপন্ন করে তোলে জীবন। তাদেরই একজন স্থানীয় ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকার নবীরন বেগম। মাঝ বয়সী এই নারী শীতবস্ত্রের জন্য কারও কাছে যেতে পারেননি। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কম্বল নিতেও লজ্জাবোধ করছিলেন তিনি। এক সময়ের ভালো অবস্থাসম্পন্ন পরিবারের অনেক মানুষ নদীভাঙনের কবলে পড়ে এখন নিঃস্ব। কম্বল পেয়ে চোখে জল আসে তাঁর। আশপাশে দেখা মেলে এমন অনেক মানুষের, যাদের অবস্থা নবীরনের মতোই।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় সম্পন্ন হয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ। এ কাজে সমকাল সুহৃদ সমাবেশসহ ফরিদপুরের পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থা– এফডিএ, বিএফএফ, একেকে, এসডিসি এবং পিডব্লিউ স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়।
ব্যাংকটির ফরিদপুর শাখার ম্যানেজার কেএম আনিসুর রহমানের তত্ত্বাবধানে ৯ দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানগুলোয় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, পরিচালক মো. বেলাল হোসেন, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের পরিচালক আবুল কালাম আজাদ, এফডিএর উপদেষ্টা আজাহারুল ইসলাম, নির্বাহী পরিচালক আবু সাহের আলম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, পিডব্লিউর নির্বাহী পরিচালক হাফিজুর রহমান, একেকের নির্বাহী পরিচালক আব্দুল জলিল, উপপরিচালক বিএম আলাউদ্দীন, বিএফএফের নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির, সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সহসভাপতি হারুনার রশীদসহ বিভিন্ন ইউনিটের সুহৃদরা।
আবুল কালাম আজাদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদের নির্দেশনায় ব্যাংকটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তাদের অনুদান এবং বাস্তবায়নকারী সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে সুশৃঙ্খলভাবে প্রান্তিক মানুষদের হাতে শীতবস্ত্রগুলো পৌঁছানো সম্ভব হয়েছে।
আনিসুর রহমান বলেন, স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে আমরা প্রকৃত দুস্থদের তালিকা করে স্লিপ পৌঁছে দিই, যাতে সুশৃঙ্খলভাবে প্রকৃত দরিদ্র ব্যক্তি কম্বলটি পায়। আশা করি, আমাদের এই কর্মতৎপরতায় ফরিদপুরের শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে।
সাধারণ সম্পাদক সুহৃদ সমাবেশ, ফরিদপুর
উৎস: Samakal
কীওয়ার্ড: শ তবস ত র ব তরণ জ ল ল ইসল ম শ তবস ত র ব তরণ সমক ল
এছাড়াও পড়ুন:
একের পর এক চেষ্টা করেও পারলেন না মেসি, বিদায়ের শঙ্কায় মায়ামি
ভ্যাঙ্কুভারের কাছে হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায়ের আশঙ্কায় পড়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভারের কাছে মায়ামি হেরেছে ২–০ গোলে।
আজ শেষ পর্যন্ত চেষ্টা করেও জ্বলে উঠতে পারেননি মেসি। আর্জেন্টাইন মহাতারকার নিষ্প্রভ থাকার দিনে সুবিধা করতে পারেননি লুইস সুয়ারেজ–সের্হিও বুসকেতসরাও। যা শেষ পর্যন্ত মায়ামিকে দিয়েছে হতাশাজনক একই হারের স্বাদ।
এর আগে কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলেসের কাছে প্রথম লেগে হেরে ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়েছিল মায়ামি। সেই ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্তই এখন মায়ামির জন্য অনুপ্রেরণার। সেবার অবশ্য প্রথম লেগে মায়ামি হেরেছিল ১–০ গোলে। এবার ব্যবধানটা ২ গোলের হওয়ায় বেশ চাপেই থাকবে হাভিয়ের মাচেরানোর দল।
আরও পড়ুন২০২৬ বিশ্বকাপ: মেসি-রোনালদো-নেইমার, কে থাকবেন কে থাকবেন না২৩ এপ্রিল ২০২৫ভ্যাঙ্কুভারের মাঠ বিসি প্ল্যাসে ম্যাচের সপ্তম মিনিটে পিছিয়ে যেতে পারত মায়ামি। সে যাত্রায় গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় ফ্লোরিডার ক্লাবটি। ১২ মিনিটে দারুণ একটি আক্রমণ তৈরি করেছিলেন মেসি, যদিও সেটি গোলের জন্য যথেষ্ট হয়ে ওঠেনি।
১৭ মিনিটে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ভ্যাঙ্কুভার। দুই মিনিট পর গোটা স্টেডিয়ামকে মাতিয়ে দারুণভাবে প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়েন মেসি। কিন্তু কাছাকাছি গিয়েও অল্পের জন্য পাওয়া হয়নি গোল।
আজ চেষ্টা করেও পারেননি মেসি