Samakal:
2025-04-03@12:01:48 GMT

ট্রাম্প ও টিকটক

Published: 20th, January 2025 GMT

ট্রাম্প ও টিকটক

দ্বিতীয় মেয়াদে অভিষেকের আগে থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা ঘটনার জন্ম দিয়েছেন। রোববার ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর আগের দিন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক আইনি নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেলেও ট্রাম্পের আশ্বাসের ভিত্তিতে আবার চালু হয়েছে। 

বলা বাহুল্য, চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নানা কারণেই আলোচনায়। ‘নিরাপত্তাজনিত’ নিষেধাজ্ঞা পেয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারতসহ অনেক দেশ থেকে। যুক্তরাষ্ট্রে যদিও ১৭ কোটি মানুষ টিকটক ব্যবহার করে, ২০২৩ সাল থেকেই নিষেধাজ্ঞার আলোচনা চলছে। খোদ ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও টিকটকের বিরুদ্ধে ছিল। এবার নিষিদ্ধ হওয়ার পর তিনি ৯০ দিনের সাময়িক ছাড় দেওয়ার কথা বললেন। এমনকি টিকটকের সিইও শিও জি চিউ ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সংবাদমাধ্যমের খবর।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম মেয়াদ (২০১৭ থেকে ২০২১ পর্যন্ত) থেকেই নানা কারণে আলোচিত। অন্যদিকে টিকটকও দেশে দেশে ব্যাপক আলোচতি ও সমালোচিত। তবে প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প এই সামাজিক মাধ্যমকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখেছিলেন এবং ২০২০ সালেই নিষিদ্ধ করতে চেয়েছিলেন। এর পর যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে অবতীর্ণ হয় টিকটক। পরের বছর জো বাইডেন ক্ষমতায় আসার পর টিকটক বন্ধে ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে ব্যবস্থা নেন। এর পরও প্রশাসনিক ও আইনি লড়াই চলতে থাকে। কিন্তু ২০২৪ সালের মার্চ মাসে এসে ডোনাল্ড ট্রাম্প তাঁর অবস্থান পাল্টিয়ে টিকটক রক্ষায় ভূমিকা পালন করেন। এমনকি টিকটক যাতে নিষিদ্ধ না হয়, সে জন্য নানামুখী তৎপরতা চালান।

অন্যদিকে প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের এপ্রিলে ‘পাবলিক ল ১১৮-৫০’ নামে আইনে স্বাক্ষর করেন। সেখানে আমেরিকা সুরক্ষার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। তার আলোকেই ২০২৫ সালে এসে টিকটক পুরোপুরি নিষিদ্ধ কার্যকর হওয়ার কথা ছিল। বিকল্প হিসেবে টিকটককে আমেরিকার কোনো কোম্পানির কাছে বিক্রির কথা ছিল। সে অনুযায়ী ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যায়। এর ফলে যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীরা এই অ্যাপে ঢুকলে দেখেন, ‘আইনগতভাবে টিকটক নিষিদ্ধ করা হয়েছে’। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই ডোনাল্ড ট্রাম্প টিকটক ‘রক্ষার’ ঘোষণা দেন। ট্রাম্পের কাছ থেকে পাওয়া ৯০ দিন সময়ে টিকটকের বাঁচা-মরার লড়াই কোন দিকে যায়, সেটাই এখন দেখার বিষয়। 
ট্রাম্পের একটি টিকটক অ্যাকাউন্টও আছে। গত বছরের ২ জুন প্রথমবারের মতো তিনি টিকটকে পোস্ট করেন। যদিও তিনি ২০২০ সালে টিকটকের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে তাঁর প্রতিদ্বন্দ্বী সামাজিক মাধ্যম ট্রিলারে যোগ দিয়েছিলেন। 

শুধু টিকটক নয়; বিশ্বে পরিচিত অন্যান্য সামাজিক মাধ্যমের সঙ্গেও ডোনাল্ড ট্রাম্পের কিছু তিক্ত ও মজার অভিজ্ঞতা আছে। টুইটার, ফেসবুক, ইউটিউবের সঙ্গেও বিরোধে জড়ান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভুয়া ভিডিও পোস্ট করেছেন বলে ২০২১ সালে টুইটার, ফেসবুক, ইউটিউব ট্রাম্পের সেই ভিডিও মুছে দেয়। এখন অবশ্য তিনি প্রায় সবটাতে ফিরে এসেছেন। তাঁর অধিকাংশ তৎপরতাই সামাজিক মাধ্যমের কল্যাণে পওয়া যায়। 

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কী করেন, সেদিকে তাকিয়ে বিশ্ব। বিশ্বব্যাপী তাঁর বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে যে জনপ্রিয়তা রয়েছে, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়াই তার প্রমাণ। সামাজিক মাধ্যমের জনপ্রিয়তাও তার সাক্ষ্যবহ। তিনি তাঁর পুরোনো প্রকল্প ফের সামনে এনেছেন। অভিবাসী নিয়ে তাঁর অবস্থান বিষয়েও অনেকে শঙ্কিত। টিকটকের বিপক্ষে থাকা ট্রাম্প যদি প্ল্যাটফর্মটি রক্ষায় ভূমিকা পালন করতে পারেন, হয়তো তিনি এখন যেসব বিষয়ের বিরোধিতা করছেন, সেগুলোর পক্ষেও তাঁকে দাঁড়াতে দেখা যেতে পারে।  

মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল
    mahfuz.

manik@gmail.com 

উৎস: Samakal

কীওয়ার্ড: ট কটক র ব ট কটক ব

এছাড়াও পড়ুন:

শীর্ষ তিন পোশাকের রপ্তানি কমছে 

চার দশকের বেশি সময় ধরে কম দামের তৈরি পোশাক রপ্তানি করে আসছে বাংলাদেশ। তার মধ্যে পাঁচটি ক্যাটাগরি বা শ্রেণির তৈরি পোশাকই বেশি রপ্তানি হয়। সেগুলো হচ্ছে ট্রাউজার, টি–শার্ট ও নিট শার্ট, সোয়েটার, শার্ট ও ব্লাউজ এবং অন্তর্বাস। মূলত ট্রাউজার, টি–শার্ট ও সোয়েটারই সবচেয়ে বেশি রপ্তানি হয়। গত দুই অর্থবছর (২০২২-২৩ ও ২০২৩-২৪) ধরে এই পাঁচ শ্রেণির পোশাকের রপ্তানি কমছে। 

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে। সংগঠনটির পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় ৮১ শতাংশই আসে ট্রাউজার, টি–শার্ট ও নিট শার্ট, সোয়েটার, শার্ট ও ব্লাউজ এবং অন্তর্বাস থেকে। 

শীর্ষ তিন পোশাক পণ্যের রপ্তানি কমে যাওয়া নিয়ে রপ্তানিকারকেরা বলছেন, দুই বছর ধরে সামগ্রিকভাবে তৈরি পোশাকের রপ্তানি কমেছে। বিশেষ করে সবচেয়ে বেশি রপ্তানি হওয়া পোশাকের রপ্তানি কমেছে। এসব পণ্যের ক্রয়াদেশ পেতে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে এখন তীব্র প্রতিযোগিতা করতে হয়। বিভিন্ন কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ট্রাউজার, টি–শার্ট ও সোয়েটারের মতো পোশাকের প্রতিযোগিতা সক্ষমতা কমছে। যে কারণে কোনো কোনো প্রতিষ্ঠান ক্রয়াদেশ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশের তৈরি পোশাকের বড় গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় ছাড়া অন্যান্য পণ্যের চাহিদা কমে যায়। তার প্রভাবে গত দুই বছর সেসব দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমে। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে ৩ হাজার ৬১৫ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। তার আগের দুই অর্থবছরে ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি হয়েছে যথাক্রমে ৪ হাজার ২৬১ ও ৩ হাজার ৮১৪ কোটি ডলারের তৈরি পোশাক। এমনটা জানা গেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে।

বিজিএমইএর পরিসংখ্যান অনুযায়ী, মোট পোশাক রপ্তানির ৩৩ শতাংশই হলো ট্রাউজার। তবে ২০২৩-২৪ অর্থবছরে ট্রাউজারের রপ্তানি প্রায় ৪ শতাংশ কমে ১ হাজার ১৯৩ কোটি ডলারে নেমে যায়। করোনার সময় ২০২০-২১ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি ডলারের কম ট্রাউজার রপ্তানি হয়েছিল। তারপর ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে যথাক্রমে ১ হাজার ৪৫১ এবং ১ হাজার ২৪১ কোটি ডলারের ট্রাউজার রপ্তানি হয়।

সস্তায় টি–শার্ট রপ্তানিতে বাংলাদেশের বেশ সুনাম রয়েছে। ওয়ার্ল্ড টপ এক্সপোর্ট ডট কমের তথ্যানুযায়ী, ২০২৩ সালে বিশ্বজুড়ে ৫১ বিলিয়ন ডলারের টি–শার্ট রপ্তানি হয়। সবচেয়ে বেশি টি–শার্ট রপ্তানি করে চীন, যা মোট রপ্তানির ১৭ শতাংশ। তারপরই বাংলাদেশের অবস্থান, যা মোট রপ্তানির ১৫ শতাংশ। তবে ওই বছর কটন টি–শার্ট রপ্তানিতে শীর্ষে ছিল বাংলাদেশ।

বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির ২১ শতাংশ হচ্ছে টি–শার্ট। গত ২০২৩–২৪ অর্থবছরে ৭৭৩ কোটি ডলারের টি–শার্ট রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের ২০২২–২৩ অর্থবছরের তুলনায় ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার কম। এর আগের ২০২১-২২ অর্থবছরে রপ্তানি হয়েছিল ৯৮৬ কোটি ডলারের টি–শার্ট।

২০২১-২২ অর্থবছরে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের সোয়েটার রপ্তানি হয়। পরের দুই বছরই পণ্যটির রপ্তানি কমেছে। সর্বশেষ অর্থবছরে ৪৮২ কোটি ডলারের সোয়েটার রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ৪৩ শতাংশ বা ১২ কোটি ডলার বেশি।

বিজিএমইএর তথ্যানুযায়ী, শার্ট ও ব্লাউজের রপ্তানি ৮ শতাংশ কমেছে। সর্বশেষ অর্থবছরে ২৯৩ কোটি ডলারের শার্ট ও ব্লাউজ রপ্তানি হয়। তার আগের অর্থবছর রপ্তানি হয়েছিল ৩১৮ কোটি ডলারের শার্ট ও ব্লাউজ।

জানতে চাইলে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, সাধারণত সামগ্রিকভাবে রপ্তানি কমলে যেসব তৈরি পোশাক বেশি রপ্তানি হয়, সেগুলোর রপ্তানি উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে টি–শার্ট, ট্রাউজার ও সোয়েটারের মতো তৈরি পোশাক খুবই মূল্য সংবেদনশীল। অর্থাৎ তীব্র প্রতিযোগিতা করে এসব পণ্যের ক্রয়াদেশ পেতে হয়। শ্রমিকের বেতন ও গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নগদ সহায়তা কমে যাওয়ার কারণে অনেক রপ্তানিকারক পণ্যগুলোর ক্রয়াদেশ নিতে পারছে না। 

ফজলুল হক আরও বলেন, ‘আমরা রপ্তানিমুখী শীর্ষস্থানীয় পোশাকের বিক্রয়াদেশ হারাচ্ছি কি না, সেটি খতিয়ে দেখতে হবে। কারণ, এসব পণ্য উৎপাদনের সঙ্গে অনেক কারখানা ও লাখ লাখ শ্রমিক জড়িত। তৈরি পোশাক রপ্তানির এই মূল ভিত্তি টিকিয়ে রাখতে নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ, গ্যাস–বিদ্যুৎসহ যেকোনো মূল্যবৃদ্ধিতে রপ্তানিকারকদের সময় দিতে হবে। যাতে তাঁরা সেই বাড়তি ব্যয় সমন্বয়ের সুযোগ পান।’

সম্পর্কিত নিবন্ধ

  • সংস্কার আসতে পারে ভোটারের বয়সেও
  • শীর্ষ তিন পোশাকের রপ্তানি কমছে 
  • ‘টপ গান’ তারকা ভ্যাল কিলমার মারা গেছেন
  • ‘ব্যাটম্যান’ তারকা ভ্যাল কিলমার মারা গেছেন
  • চলে গেলেন পর্দার জিম মরিসন, ‘টপ গান’ তারকা ভ্যাল কিলমার
  • চীনের বিবাহসংকট কেন সবার মাথাব্যথার কারণ