আগেই জানা গিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক হবেন ঋভষ পন্ত। অবশেষে আজ সোমবার (২০ জানুয়ারি, ২০২৪) আনুষ্ঠানিকভাবে লক্ষ্ণৌর অধিনায়ক হিসেবে পন্তকে পরিচয় করিয়ে দেওয়া হলো। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব পেয়ে হার্ড হিটার এই ব্যাটসম্যান জানিয়েছেন, তিনি ২০০ শতাংশ দিতে প্রস্তুত।

‘‘আমার প্রতি বিশ্বাস ও আস্থা দেখানোর জন্য লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পরিবারের প্রতি ধন্যবাদ। আমি ২০০ শতাংশ দিয়ে চেষ্টা করব এবং এটাই আমার প্রতিশ্রুতি আপনাদের প্রতি। আপনারা আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন আমি আমার সামর্থের সবটুকু দিয়ে সেটার মান রাখার চেষ্টা করব। নতুন শক্তিতে নতুন শুরুর অপেক্ষায়। আশা করছি দারুণ কিছু হবে। অনেক মজা হবে।’’

মৌসুমপূর্ব নিলামে রেকর্ড ২৭ কোটি রূপিতে পন্তকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ। তার আগে শুরুর তিন মৌসুমে লক্ষ্ণৌর অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। তার জায়গায় ২০২৫ আইপিএলে নেতৃত্ব দিবেন পন্ত।

আরো পড়ুন:

বাবাকে সাড়ে ৪ লাখ টাকার বাইক কিনে দিলেন রিংকু

অধিনায়ক বদলের পর একশও করতে পারেনি রাজশাহী

২০১৬ সাল থেকে দিল্ল ক্যাপিটালসের সঙ্গে ছিলেন পন্ত। এবার তিনি ফ্র্যাঞ্চাইজি বদল করে লক্ষ্ণৌতে যোগ দিয়েছেন। লক্ষ্ণৌ এর আগে দুইবার প্লে’অফ খেলেছিল। সবশেষ ২০২৪ সালে তারা প্লে’অফে জায়গা করে নিতে পারেনি। ১৪ ম্যাচের ৭টিতে জিতে ও ৭টিতে হেরে তারা ছিল পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে।

২১ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে লক্ষ্ণৌ। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

লালমনিরহাটে মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙার প্রতিবাদ উদীচীর

লালমনিরহাট শহরের বিডিআর রোডে শিশুপার্ক–সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চে স্থাপিত ম্যুরালের একাংশ ভেঙে ফেলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। ম্যুরালটি ভাঙার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে তারা।

আজ সোমবার এক বিবৃতিতে উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এ দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, ১৪০ ফুট দীর্ঘ ম্যুরালটিতে বায়ান্নর ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার, ’৭১-এর গণহত্যা, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণসহ জাতির গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা চিত্রিত ছিল। যা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশকে চমৎকারভাবে ফুটিয়ে তুলছিল। এই ম্যুরাল দেখে সাধারণ মানুষ তথা তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারত। বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের আগে দুই দফা ম্যুরালটি ঢেকে রাখা হয়। তখন জেলা প্রশাসক দাবি করেছিলেন, চব্বিশের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে এটি ঢেকে রাখা হয়েছে।

আরও পড়ুনলালমনিরহাট মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চের ঢেকে রাখা ম্যুরালের কিছু অংশ ভাঙা হয়েছে৫ ঘণ্টা আগে

উদীচীর বিবৃতিতে বলা হয়, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের মূল চেতনা কোনোভাবেই একে অপরের সঙ্গে সাংঘর্ষিক নয়। দুটি ক্ষেত্রেই মূল লক্ষ্য ছিল বৈষম্য থেকে মুক্তি। ১৯৭১ সালে স্বাধীনতা পেলেও বৈষম্য থেকে মুক্তি না পাওয়ার কারণেই সাধারণ মানুষকে ১৯৯০ বা ২০২৪ সালের মতো বারবার রাজপথে আন্দোলন করতে হয়েছে, আত্মাহুতি দিতে হয়েছে; কিন্তু ’৭১ ও ’২৪–কে মুখোমুখি বা সাংঘর্ষিক অবস্থানে নেওয়ার কথা বলে একটি অপশক্তি সচেতনভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়ে দেরি না করে ম্যুরালটি সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছেন উদীচীর নেতারা।

আরও পড়ুন‘জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হওয়া’য় ঢেকে রাখা হলো মুক্তিযুদ্ধের ম্যুরাল২৭ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই হত্যাকাণ্ড কি জেনোসাইডের সংজ্ঞার মধ্যে পড়ে
  • বিশ্বে কোটিপতির সংখ্যা তিন হাজার ছাড়ালো
  • চীনের বিবাহসংকট কেন সবার মাথাব্যথার কারণ
  • গগনযানের নভোচারীদের নিয়ে কেন এত গোপনীয়তা রক্ষা করছে ভারত সরকার
  • বুয়েটের নতুন শিক্ষার্থীদের জন্য বিশেষ সতর্কতা
  • লালমনিরহাটে মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙার প্রতিবাদ উদীচীর