প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই দিনব্যাপী ফারসি কন্যাদের ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.

মুমিত আল রশিদ, বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. কেএম সাইফুল ইসলাম খান, ড. মো. মুহসীন উদ্দিন মিয়া, মিসেস তানজিনা বিনতে নূর, বাদল মিয়া, আইইআরের সহকারী অধ্যাপক রাহুল চন্দ্র সাহা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ আয়োজনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

টুর্নামেন্টের প্রথম দিনের নক আউট পর্বে বিভাগের ছাত্রীদের মধ্যে প্রতি ব্যাচ থেকে সর্বোচ্চ তিনটি করে মোট ১২টি দল অংশগ্রহণের সুযোগ পেয়েছে। অংশগ্রহণকারী দলগুলো বিখ্যাত ইরানি ও বাংলাদেশি নারী লেখক, কবি, শিক্ষক, গবেষক এবং চিত্র পরিচালকদের নামে নামকরণ করা হয়েছে। প্রথম দিনের নক আউট পর্বে ১২টি দলের মধ্য থেকে ৬টি দল দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে।

প্রথম দিনের জয়ী দলগুলো হলো- তাহেরা সাফারজাদে, পুরান দেরাখশানদে, সিমিন বেহবাহানী, পারভিন এতেসামি, সিমিন দানেশভার ও ফোরুগে ফোররুখজাদ।

আগামীকাল মঙ্গলবার দুপুর সোয়া ২টা থেকে সুপার সিক্স রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে এ রাউন্ডগুলো সম্পন্ন হবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রথম

এছাড়াও পড়ুন:

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক শুরু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আলোচনায় বসেছেন।

ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে আজ স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা তাঁদের বৈঠক শুরু করেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে।

গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক। এমন পরিস্থিতিতে আজ অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি প্রথমবারের মতো আলোচনায় বসলেন।

অবশ্য আজকের দ্বিপক্ষীয় আলোচনার আগে গতকাল বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হয়। নৈশভোজে একই টেবিলে তাঁরা পাশাপাশি বসেছেন। বিনিময় করেন কুশল। সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এই নৈশভোজের আয়োজন করেন।

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এই সম্মেলনে বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ।

সম্পর্কিত নিবন্ধ