পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে ইট বোঝাই ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অন্য দুই আরোহী।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাশিনাথপুর ফুলবাগান মোড়ে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিনাথপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক রাবিন্দ্র নাথ মন্ডল।

নিহত যুবক পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি বসন্তপুর গ্রামের ইকবাল শেখের ছেলে জামিল শেখ (২৩)। আহতরা হলেন- একই এলাকার মাখম আলীর ছেলে পরাগ হোসেন ও সিংহাসন গ্রামের ধ্বনি শেখের ছেলে ইমরান শেখ।

আরো পড়ুন:

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বান্দরবানে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাজিরহাট এলাকা থেকে জামিল, পরাগ ও ইমরান মোটরসাইকেলে করে কাশিনাথপুরের দিকে যাচ্ছিলেন। কাশিনাথপুর ফুলবাগান মোড়ে নগবাড়িগামী ইট বোঝাই ভটভটির  সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়।

জামিল ও পরাগের অবস্থা গুরুতর ছিল। তাদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই জামিল মারা যান। আহত পরাগ পাবনা জেনারেল হাসপাতালে ও ইমরান কাশিনাথপুরের ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন।

কাশিনাথপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক রাবিন্দ্র নাথ মন্ডল বলেন, ‍“আজ আমরা বেড়া এলাকায় ডিউটিতে ছিলাম। দুর্ঘটনা ঘটেছে শোনা মাত্রই ঘটনাস্থলে এসে ভটভটি এবং মোটরসাইকেল উদ্ধার করে আমিনপুর থানায় হস্তান্তর করেছি। একজন মারা গেছেন। দুইজন হাসপাতাল ভর্তি।”

ঢাকা/শাহীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত

এছাড়াও পড়ুন:

মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির টেলিকনফারেন্স

যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ (উচ্চ প্রতিনিধি) ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।

যুক্তরাষ্ট্র জুলাই বিদ্রোহের সময় বাংলাদেশের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ