জাতীয় দৈনিক ভোরের কাগজ সোমবার (২০ জানুয়ারি) প্রকাশিত হয়নি। এরই মধ্যে প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ‘মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিসের ফটকে লাগানো এক নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, “গত ১৫ বছর ভোরের কাগজ ৮ম ওয়েজ বোর্ডের সব সুযোগ-সুবিধা ভোগ করেছে। কিন্তু সাংবাদিকদের সেই সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। কোনো রকম পূর্ব নোটিশ না দিয়েই ভোরের কাগজের প্রকাশনা ও অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক সাংবাদিক এতে বেকার হয়ে যাবেন। তাদের পাওনা বুঝিয়ে না দিয়ে এভাবে পত্রিকা বন্ধ করে দেওয়া মেনে নেওয়া যায় না। এটা আইনের পরিপন্থী।”

আরো পড়ুন:

জনগুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রচারের আহ্বান

বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা

অবিলম্বে ভোরের কাগজের প্রকাশনা চালু এবং প্রধান কার্যালয় খুলে দেওয়ার দাবি জানান ডিআরইউ নেতারা।

ঢাকা/এএএম/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আলাবার ব্যর্থতার রাতে জয়ের নায়ক রুডিগার, ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রে সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে। নিজেদের ঘরের মাঠে পরাজয় মেনে নেওয়াটা যতটা না কষ্টের তারচেয়ে বেশি যেন লজ্জার। মঙ্গলবার রাতের রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফাইনাল নির্ধারণী ওই ম্যাচে ডেভিড আলাবার ভুলের প্রায়শ্চিত্তই যেন করতে হচ্ছিল কার্লো আনচেলত্তির শিষ্যদের।

কিন্তু দলটা যখন কামব্যাকের গল্প লিখতেই সিদ্ধহস্ত তখন ফলাফলটা অজানা নয়। অ্যান্টনিও রুডিগারের ঝলকে শেষ হাসি হাসে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের ফাইনালের মঞ্চে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল। তবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ডিফেন্সের দুর্বলতা।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ