কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক মজিবর রহমান শেখ (৬২) হত্যা মামলায় তার ছোট ভাই, ভাবি, ভাগ্নেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মুলগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি মো.

সোলায়মান শেখ।

নিহত মজিবর রহমান শেখ উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মুলগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। 

আরো পড়ুন:

জুলাই বিপ্লবে শহীদের পরিবার ও আহতদের সহায়তা প্রদান

খুলনায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত মজিবরের ছোট ভাই মজনু শেখ (৫৫) ও তার স্ত্রী সায়েরা খাতুন (৪৫), ভাগ্নে অমিত হাসান (৩৬) ও চাচা নাসির শেখ (৪৫)।

মামলার বাদী শরিফা খাতুন জানান, বসতবাড়ির জমি ও পাওনা টাকার জেরে তার স্বামীকে হত্যা করে স্বজনরা। তিনি সঠিক বিচার দাবি করেন।

ওসি মো. সোলায়মান শেখ জানান, জমি সংক্রান্ত এবং পাওনা টাকার জেরে ২০২৪ সালের ১ নভেম্বর ভ্যানচালক মজিবর রহমানকে মারধর করে জখম করেন স্বজনরা। পরে আহত মজিবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যান স্বজনরা। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ নভেম্বর তার মৃত্যু হয়। ওই ঘটনায় ১৩ নভেম্বর মজিবর রহমানের স্ত্রী শরিফা খাতুন বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন

এছাড়াও পড়ুন:

হত্যা মামলার আসামির মরদেহ দাফনে বাঁধা, রাতভর থানায় আশ্রয়ের পর বোনের বাড়ি দাফন

যশোরের ঝিকরগাছায় যুবদলকর্মী পিয়াল হাসান হত্যা মামলার আসামি আমিরুল ইসলামের মরদেহ দাফনে বাঁধা ও স্বজনদের পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আমিরুল ইসলাম (৫৬)। রাতে তার মরদেহ পৈত্রিক নিবাস মোবারকপুরে নেওয়া হয়। এরপর আমিরুলের স্ত্রী আয়েশা বেগম, বড় মেয়ে রিনিকে বেদম মারপিট করে মরদেহসহ বাড়ি থেকে তাড়িয়ে দেয় নিহত পিয়ালের স্বজনরা। রাতভর লাশ নিয়ে থানায় অবস্থানের পর আজ বুধবার আসরের নামাজের পর জানাজা শেষে বোনের শ্বশুরবাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানা যায়, ঝিকরগাছার যুবদলকর্মী পিয়াল হাসান হত্যা মামলার ১০ নম্বর আসামি আমিরুল ইসলাম (৫৬) খুলনা জেলখানায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৩ জানুয়ারি উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন। ২৭ জানুয়ারি জেলখানা থেকে মুক্তি পান তিনি। এরপর যশোর সদর উপজেলার পুলেরহাট গ্রামে আমিরুল ইসলামের মেয়ে রিনির বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে আমিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর কুইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আমিরুল ইসলামের বোন পলি খাতুন জানান, ওই রাতেই আমিরুল ইসলামের মরদেহ ঝিকরগাছা পৌর সদরের মোবারকপুর গ্রামে পৈত্রিক বাড়িতে নিয়ে গেলে মৃতের মেয়ে রিনি ও স্ত্রী আয়েশা বেগমকে মারপিট করে নিহত পিয়ালের পরিবারের লোকজন। এ সময় মরদেহসহ তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এক পর্যায়ে মরদেহ নিয়ে সারারাত ঝিকরগাছা থানায় অবস্থান করেন। 

তিনি আরও বলেন, আজ বুধবার আমিরুলের মরদেহ ঝিকরগাছা পৌর সদরের কাটাখাল বেলে বটতলা গ্রামে বোন পলি খাতুনের বাড়িতে নেওয়া হয়। বিকেলে তাকে উপজেলা শহরের কাটাখাল কবরস্থানে দাফন করা হয়।

তবে পিয়ালের বাবা কিতাব আলী বলেন, আমাদের বাড়ির পরের বাড়িটি আমিরুল ইসলামের। আমার ছেলে খুনের পর তারা সবাই পলাতক ছিল। হঠাৎ আমিরুল মারা গেলে, তার মরদেহ নিয়ে বাড়িতে আসে। এরপর আমার বাড়ির পাশে তাদের জমিতে দাফন করার সিদ্ধান্ত নেন। এ সময় আমিরুলের স্বজনদের সঙ্গে আমার স্বজনদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। পরে তারা অন্য স্থানে দাফন করেছে বলে শুনেছি।

নাভারণ সার্কেলের সহকারি পুলিশ সুপার আল নাহিয়ান বলেন, আমিরুল ইসলামের মরদেহ নিয়ে থানায় আসে স্বজনরা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডাকা হয় দাফনের ব্যবস্থা করার জন্য। কিন্তু আমিরুলের স্বজনরা গ্রামে দাফন করতে রাজি হয়নি। পরে স্বজনরা তাকে পছন্দের করবস্থানে দাফন করেছে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হাসানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। তিনি মোবারকপুর বিশ্বাসপাড়ার কিতাব আলীর ছেলে। তার নামে বিস্ফোরক আইনসহ ১০টি মামলা ছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • টাঙ্গাইলে শিক্ষাসফরের বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ জন কারাগারে
  • হত্যা মামলার আসামির মরদেহ দাফনে বাঁধা, রাতভর থানায় আশ্রয়ের পর বোনের বাড়ি দাফন
  • সোনারগাঁয়ে মহাসড়কে প্রবাসীর গাড়িতে ছিনতাই, লুট
  • পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বজনরা
  • পিলখানা হত্যাকাণ্ডের বিচার পেতে স্বজনরা অপেক্ষায় আছেন: ড. ইউনূস