কুবিতে ইনকিলাব মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Published: 20th, January 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধারণ করে গড়ে ওঠা সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সব ক্ষেত্রে ভারতের আগ্রাসন রোধ, সব ধরনের অপ-রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এছাড়াও ইনকিলাব মঞ্চের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করার পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের কমিটির কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়।
এ সময় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণে আমাদের সাংস্কৃতিক জায়গায় কাজ করছি। সে লক্ষ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করতে আগ্রহী, তাদের নিয়ে এ মতবিনিময় সভা।”
তিনি আরও বলেন, “গত ৫ আগস্ট পরবর্তী যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেখানে যেন সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই মূলত আলোচনা করা। আমরা কেন্দ্রীয়ভাবে ১৩টা উইং করেছি, যেগুলো প্রত্যেকটি সেক্টরে জুলাইকে ধারণ করে কাজ করবে। এ বিপ্লবকে ধারণ করে বাংলাদেশ যাতে নিজস্ব শক্তি-সামর্থে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে আমরা এখানে কথা বলেছি।”
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মো.
তিনি বলেন, “তারা আমাদের প্রাথমিক ধারণা দিয়েছেন কীভাবে ইনকিলাব মঞ্চ কাজ করবে এবং ক্যাম্পাসের কাজকে গতিশীল করবে। আলোচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যারা ছিলেন, তারাও স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত দিয়েছেন।”
ঢাকা/এমদাদুল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজধানীতে ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার, গ্রেপ্তার ৫: র্যাব
রাজধানীর দক্ষিণখান এলাকায় মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় গতকাল বুধবার রাতে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের কাছ থেকে ছিনতাই করা একটি মুঠোফোন উদ্ধার করার কথা র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মারুফ (২২), মোহাম্মদ হৃদয় (২০), মো. সোহান (২৫) ও মোহাম্মদ রায়হান (১৮)। আরেকজন বয়সে কিশোর।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় এক ব্যক্তির মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী। পরে ভুক্তভোগী ব্যক্তি র্যাবের কাছে অভিযোগ করেন। বলেন, ছিনতাইকারীদের বিমানবন্দর রেলস্টেশনে অবস্থান করতে দেখেছেন তিনি। এই তথ্যের ভিত্তিতে র্যাব-১-এর নৈশকালীন টহল দল এলাকাটিতে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা র্যাব কর্মকর্তাদের বলেন, আবদুল্লাহপুরের বস্তিতে মুঠোফোনটি সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করেছেন।
মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আরও বলেন, পরে র্যাবের দলটি গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে নিয়ে বস্তিতে অভিযান চালায়। তখন ছিনতাই করা মুঠোফোনটি আরেক চক্রের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করার জন্য দরদাম ঠিক হচ্ছিল। এ সময় মুঠোফোনটি উদ্ধার করে র্যাব। এ ছাড়া আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।