জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ৩নং ওয়ার্ড যুবদলের মিলাদ ও খাবার বিতরণ
Published: 20th, January 2025 GMT
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নাসিক ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। রোববার রাতে নাসিক ৩ নং ওয়ার্ড যুবদলের নিজ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাসিক ৩ নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মো.
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনী, সদস্য মাইনুল ইসলাম রানা, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা রুবেল মাহমুদ, নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহারাজ।
নাসিক ৩নং ওয়ার্ড যুবদলে সহ- সাধারন সম্পাদক ইমরান, সহ-সাংগঠনিক সম্পাদক জিহাদ হাসান শাহিন, নাসিক ৩নং ওয়ার্ড যুবদলে সদস্য বাদল, বিল্লাল হোসেন, সাঈদ, ইসমাইল হোসেন, জুবায়ের, তারেক, মমিন, শাহালম, নাসিক ১নং ওয়ার্ড যুবদল নেতা সোহাগ, রানা ভূইয়া, বুট্টু,খোকন, মেহেদী হাসান, ডালিম, সফিক, ডা. জাহিদ প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ য বদল ন র য়ণগঞ জ য বদল র
এছাড়াও পড়ুন:
পলান সরকারের মৃত্যুবার্ষিকীতে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা
আলোর ফেরিওয়ালাখ্যাত পলান সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে বন্ধুসভার উদ্যোগে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথম আলোর রাজশাহী বন্ধুসভার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, বন্ধুসভার বন্ধু দেবযানি বিশ্বাস, মো. আসিফ ইমতিয়াজ, নাহিদ হাসান, সুশীল পাল প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, আলোকিত মানুষ পলান সরকারের পদাঙ্ক অনুসরণ করে একটি মানবিক সমাজ গঠন করতে হবে। এ জন্য বই পড়ার কর্মসূচি চালিয়ে যেতে হবে। নিজে বই পড়ার সঙ্গে সঙ্গে অন্যদের বই পড়ার জন্য উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
পলান সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে পলান সরকার পাঠাগারে দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
২০১৯ সালের ১ মার্চ ৯৮ বছর বয়সে পলান সরকারের মৃত্যু হয়। ১৯২১ সালের ১ আগস্ট পলান সরকার জন্মগ্রহণ করেন। নিজের টাকায় বই কিনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেই বই দিয়ে আসতেন। পড়া শেষ হলে নতুন বই দিয়ে পুরোনো বইটি ফেরত নিয়ে আসতেন। এভাবে তিনি এলাকায় বই পড়ার আন্দোলন গড়ে তুলেছিলেন। এই অবদানের জন্য ২০১১ সালে পলান সরকার একুশে পদকে ভূষিত হন। পলান সরকারকে নিয়ে ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম আলো সাপ্তাহিক ক্রোড়পত্র ছুটির দিনে ‘বিনিপয়সায় বই বিলাই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।