ঝিনাইদহের কোটচাঁদপুরে খেজুর গাছের রস চুরি করতে দেখে ফেলায় গাছের মালিক রাসেল খন্দকারকে মারধর করেছে চোর চক্রের সদস্যরা বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার সলেমানপুর সরদার পাড়া মসজিদের সামনে ঘটনাটি ঘটে।
কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার বলেন, “ঘটনার পর আহত রাসেল থানায় এসেছিলেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। হয়তো পরে অভিযোগ করতে আসতে পারেন। তবে, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।”
আরো পড়ুন:
বিজিবিকে মেরে মহিষ ছিনিয়ে নিলেন বিএনপির নেতাকর্মীরা
‘আমার কাছে বালির মূল্য বেশি, মানুষের কোনো মূল্য নাই’
আহত রাসেল খন্দকার সলেমানপুর গ্রামের আজিজুল হক খন্দকারের ছেলে।
আহত রাসেল খন্দকার জানান, সলেমানপুর ঘোষ পাড়ার মাঠে তার খেজুর গাছের বাগান। গাছ কেটে রেখে আসার পর রস চুরি হয়ে যায়। গত রবিবার রাতে চোর ধরতে মাঠে পাহারা দিচ্ছিলেন। এ সময় ৭-৮ জনের একটি দল রস গাছ থেকে রস নিয়ে ভ্যানে করে যাচ্ছিল। তাদের গতিরোধ করলে, তারা রস নিয়ে চলে যায়। এসময় তারা তাকে দেখে নেবে বলেও জানায়।
তিনি আরো জানান, রাতের ঘটনা তিনি ভুলেই গিয়েছিলেন। আজ দুপুরে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সলেমানপুর সরদার পাড়ার মসজিদের সামনে আসলে চোর চক্রের সদস্যরা তাকে আটকায়। তারা দা, রড ও লাঠি দিয়ে রাসেল খন্দকারকে পেটাতে শুরু করে। এ সময় স্থানীয়রা ছুটে আসলে তারা (চোর) পালিয়ে যায়। পরে স্বজনদের সহায়তায় হাসপাতালে ভর্তি হন তিনি। ওই ঘটনার সঙ্গে জড়িত আতিক নামের একজনকে চিনতে পেরেছেন বলেও জানান রাসেল খন্দকার।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফসান রহমান বলেন, “আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাতিয়ায় ইজারাকৃত গরুর হাটের পাশে জোর পূর্বক বাসানো হয়েছে বিকল্প হাট
নোয়াখালীর হাতিয়ায় ২৫ বছরের পুরনো ইজারাকৃত গরুর হাটে ব্যাপারীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বাজারের পাশে জোর পূর্বক বিকল্প আরেকটি হাট বসিয়ে একদল লোক পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, হাতিয়া উপজেলার ১নং হরনী ইউনিয়নে অবস্থিত হাতিয়া বাজার দক্ষিণ নোয়াখালীর অন্যতম বৃহৎ গরুর হাট। এখানে প্রতি শনি ও মঙ্গলবার গরু, মহিষ, ছাগল ও ভেড়া কেনাবেচা হয়। জনপ্রিয় এই হাটের ইজারা মূল্য এবার দাঁড়িয়েছে ১ কোটি ৪৮ লক্ষ টাকায়।
ইজারাদার অভিযোগ করেছেন, বাজারের আশপাশে পূর্বে কোনো গরুর হাট না থাকলেও হঠাৎ করে একই দিনে বাজারের কাছেই বিকল্প একটি হাট বসানো হয়। ব্যাপারীরা যখন হাতিয়া বাজারে যাওয়ার পথে সূবর্ণচরের ভূঁইয়ার হাট এলাকায় পৌঁছান, তখন একটি দল তাদের জোরপূর্বক গাড়ি থামিয়ে গরু নামিয়ে সেই স্থানেই বিক্রি করতে বাধ্য করে। এতে রাস্তার দুই পাশে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং ইজারাকৃত বাজারে ব্যাপারীদের উপস্থিতি কমে যায়, ফলে বিপুল রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
গরু ব্যাপারী নাসির উদ্দিন জানান, “আমরা দীর্ঘদিন ধরে হাতিয়া বাজারে গরু বিক্রি করছি। কিন্তু আজ রাস্তার মধ্যে থামিয়ে অন্য হাটে যেতে চাপ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, “বিষয়টি আমরা লিখিতভাবে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে রাজস্ব ক্ষতির পাশাপাশি দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষও ঘটতে পারে।