রাজস্ব আদায় বাড়াতে ঢাকাসহ ১৮টি জেলার সব গয়নার দোকানে ভ্যাট মেশিন বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য জুয়েলার্স সমিতির কাছে এসব এলাকার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে সংস্থাটি।

জানা যায়, চলতি মাসের শুরুতে জুয়েলার্স সমিতির নেতাদের সঙ্গে ইএফডি স্থাপন নিয়ে আলোচনা করে এনবিআর। সেখানে সমিতির নেতারা জুয়েলারি খাতে ভ্যাট, ব্যাগেজ রুল, সোনা আমদানিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে তারা জানান, জুয়েলারি খাতে অনেক প্রতিষ্ঠান আছে, যাদের ভ্যাট নিবন্ধন নেই। অনিবন্ধিত প্রতিষ্ঠান নিবন্ধন করে সব প্রতিষ্ঠানে ইএফডি স্থাপনের পাশাপাশি অন্যান্য সমস্যার যুক্তিসংগত সমাধান করা গেলে সরকারের রাজস্ব বাড়বে বলে মন্তব্য করেন জুয়েলার্স সমিতির নেতারা। এনবিআর থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।

ওই সভায় এনবিআরের কর্মকর্তারা জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকার সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করা হবে।

রবিবার (১৯ জানুয়ারি) এনবিআরের মূসক তথ্যপ্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনা বিভাগের দ্বিতীয় সচিব মো.

শাহাদাত জামিল এক চিঠিতে জুয়েলার্স সমিতির সভাপতির কাছে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকার বাজার ও এলাকাভিত্তিক দোকানের তালিকা চেয়েছেন। পূর্ণাঙ্গ তালিকা একবারে দেওয়া সম্ভব না হলে আংশিকভাবে দেওয়ার অনুরোধ জানান দ্বিতীয় সচিব।

এনবিআরের চিঠিতে আরো বলা হয়, জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপনের বিষয়ে ২৩ জানুয়ারি অংশীজনদের নিয়ে সচেতনতামূলক অনলাইন সভা করা হবে। এরপরই জেনেক্স ইনফোসিস ইএফডি স্থাপনে মাঠপর্যায়ে কাজ করবে।

ঢাকা/এনএফ/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের : খোরশেদ  

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরের ২৪ নং ওয়ার্ড যুবদল ও নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী বিল্পবী দলের পৃথক উদ্যাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার বক্তারকান্দী ও বাদ মাগরিব বন্দর শাহীমসজিদ  এলাকায়  দোয়া পূর্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে  নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক  সভাপতি  মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আওয়ামীলীগ শাসন আমলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ দিন কারাবন্দী করে রাখার কারনে আমাদের নেত্রী অসুস্থ হয়ে পরে।

উন্নয়নশীল  দেশ গঠনে গনতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বড় প্রয়োজন। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি সুস্থ হয়ে দেশের ও দলের হাল ধরতে পারেন।

তিনি আরো বলেন, মাসুদুজ্জমান ভাইকে দল নির্বাচন করেছে একজন খেলোয়ার হিসেবে। মনে রাখবেন  এইটা একক নির্বাচন না এইটা দলীয় নির্বাচন।। বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের। বিএনপি নির্বাচিত না হলে  ফ্যাসিস্টরা এদেশে  আবারও অনুপ্রবেশ করবে।

বন্দর থানার ২৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন ও নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী বিল্পবী দলের আহবায়ক   শেখ মোঃ হারুন রশিদের পৃথক  সভাপতিত্বে  দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন।

বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার ও ২৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারন সম্পাদক আক্তার হোসেনের যৌথ   সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড: শরিফুল ইসলাম শিপলু। 
দোয়া ও আলোচনা সভায়  আরো বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ  মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু,বন্দর থানা ২৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আব্দুল  মালেক মেম্বার, ২২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সোহাগ, নারায়ণগঞ্জ মহানগর  মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক  নাজমা রহমান, ২৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নূর আলম খন্দকার, বন্দর উপজেলা যুবদল নেতা জনী খন্দকার প্রমুখ।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারন সম্পাদক ইলিয়াছ ইকবাল অনিক, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আকমল, বন্দর থানা মহিলা দলের  সাংগঠনিক সম্পাদক নেত্রী নাছিমা বেগম, ২৫ নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী রুমি বেগম, ২৪ নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী আরিফা আক্তার ২১ নং ওয়ার্ড যুবদল নেতা এমারত ও স্বপন ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ কবির হোসেন  প্রমুখ। পরে বাদ মাগরিব বন্দরে শাহীমসজিদ এলাকায় নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী বিপ্রবী দলের উদ্যাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী বিপ্লবী দলের আহবায়ক শেখ মোঃ হারুন রশিদ। 
দোয়া পরিচালনা করেন বক্তারকান্দী জামে মসজিদের ইমাম মাওলানা মোরশেদ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে  সুজনের গোল টেবিলে বক্তারা
  • ত্রিশালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
  • হাদির ওপর গুলিবর্ষণে জড়িত ব্যক্তিদের পালানো ঠেকাতে সীমান্তে টহল জোরদার
  • ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপরে হামলার প্রতিবাদে মহানগর বিএনপির মিছিল
  • হত্যার মিশন নিয়ে ভারতে বসে কর্মকাণ্ড চালাচ্ছেন শেখ হাসিনা : সজল
  • পরীক্ষা রেখে শিক্ষকদের আন্দোলন করাটা যুক্তিযুক্ত হয়নি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • নাসিক ৬নং ওয়ার্ড বিএনপিকে বিতর্কিত করছে আওয়ামী দোসর সামাদ ও রনি
  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত
  • বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের : খোরশেদ  
  • ডিজির সঙ্গে তর্ক, ক্ষমা চেয়ে দায়িত্বে ফিরলেন সেই চিকিৎসক