বচ্চনপুত্র হয়েও অর্থকষ্ট, ছিলো না পোশাক কেনার টাকা
Published: 20th, January 2025 GMT
বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদ নিয়ে প্রায় এক বছর ধরে জল্পনার শেষ নেই। কয়েকদিন পর পর আসছে নতুন নতুন খবর। তবে নিজের সংসার ভাঙার গুঞ্জনে টু-শব্দও করছেন না তারা। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বিচ্ছেদসহ ব্যক্তিগত জীবনের নানা বিষয়েও না প্রশ্নের মুখ পড়লেন অভিষেক। সম্প্রতি একটি অনুষ্ঠানে জীবনের লড়াই ও অর্থকষ্ট নিয়ে কথা বলেছেন বচ্চনপুত্র।
অভিনয় শুরুর আগে ব্যবসা শুরু করেছিলেন অভিষেক বচ্চন। কিন্তু ব্যবসায় বিশেষ সুবিধা করতে পারেননি তিনি। ব্যর্থ হয়েছেন বার বার।
আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন অভিষেক। সেই সময় অর্থকষ্টে ভুগছিলেন অমিতাভ বচ্চন। শুধুমাত্র বাবার পাশে দাঁড়ানো ও তাকে সাহস দেওয়ার জন্য পড়াশোনা ফেলে রেখে মুম্বাইয়ে চলে এসেছিলেন অভিষেক। তখনও জানতেন না ভবিষ্যতে কী করবেন তিনি। অভিনয় কেরিয়ারের শুরুতে বেশ কিছু ছবিতে পরিচালকের সহকারী হিসাবেও কাজ করেছিলেন তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে অভিষেক জানান, তার কাছে নতুন জামাকাপড় কেনার মতোও টাকা ছিল না। একটি অ্যাওয়ার্ড শোয়ে পুরস্কার নিতে উঠেছিলেন পুরোনো শেরওয়ানি পরে।
এ প্রসঙ্গে অভিষেকের ভাষ্য, ‘আমার কাছে তখন কোনও টাকা ছিল না। এ দিকে যে অ্যাওয়ার্ড শোয়ে আমার যাওয়ার কথা সেখানে জিনস-শার্ট পরা চলবে না। কিন্তু আমার কাছে নতুন পাঞ্জাবি, শেরওয়ানি কেনার টাকাও ছিল না। তাই বাধ্য হয়ে বোনের বিয়ের সময় যে শেরওয়ানি কেনা হয়েছিল সেটা পরেই চলে গিয়েছিলাম।’ সূত্র: এই সময়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গাইবান্ধার সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার দিনাজপুরে আটক
দিনাজপুরে পুলিশের হাতে আটক হয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির