ঢাকাসহ ১৮ জেলায় গয়নার দোকানে বসবে ইএফডি
Published: 20th, January 2025 GMT
রাজস্ব আদায় বাড়াতে ঢাকাসহ ১৮টি জেলার সব গয়নার দোকানে ভ্যাট মেশিন বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য গতকাল রোববার এনবিআরের মূসক তথ্যপ্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনা বিভাগের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল এক চিঠিতে জুয়েলার্স সমিতির কাছে এসব এলাকার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছেন।
চিঠিতে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকার বাজার ও এলাকাভিত্তিক দোকানের তালিকা চেয়েছেন। পূর্ণাঙ্গ তালিকা একবারে দেওয়া সম্ভব না হলে আংশিকভাবে দেওয়ার অনুরোধ জানান দ্বিতীয় সচিব।
জানা যায়, চলতি মাসের শুরুতে জুয়েলার্স সমিতির নেতাদের সঙ্গে ইএফডি স্থাপন নিয়ে আলোচনা করে এনবিআর। সেখানে সমিতির নেতারা জুয়েলারি খাতে ভ্যাট, ব্যাগেজ রুল, সোনা আমদানিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা জানান, জুয়েলারি খাতে অনেক প্রতিষ্ঠান আছে, যাদের ভ্যাট নিবন্ধন নেই। অনিবন্ধিত প্রতিষ্ঠান নিবন্ধন করে সব প্রতিষ্ঠানে ইএফডি স্থাপনের পাশাপাশি অন্যান্য সমস্যার যুক্তিসংগত সমাধান করা গেলে সরকারের রাজস্ব বাড়বে বলে মন্তব্য করেন জুয়েলার্স সমিতির নেতারা। এনবিআর থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।
ওই সভায় এনবিআরের কর্মকর্তারা জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকার সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করা হবে।
এনবিআরের চিঠিতে আরও বলা হয়, জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপনের বিষয়ে ২৩ জানুয়ারি অংশীজনদের নিয়ে সচেতনতামূলক অনলাইন সভা করা হবে। এরপরই জেনেক্স ইনফোসিস ইএফডি স্থাপনে মাঠপর্যায়ে কাজ করবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বন্দর থানা (মহানগর) জাসাস’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জাসাসকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে মো. আবদুর রউফকে সভাপতি এবং এড. মোহাম্মদ মমিনকে সাধারণ সম্পাদক করে সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৭নং ওয়ার্ড নিয়ে গঠিত বন্দর থানা (মহানগর) বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি মো. আবদুর রউফ, সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি মো. শাহজাহান, খন্দকার মো. মাহামুদুল হাসান, এড. মাহমুদা আক্তার, লুৎফা কবির লিপি, মো. বাক্কী বিল্লাহ, মো. মাহাবুবুর রহমান শ্যামল, মো. মেজবাহ উদ্দিন, শেখ ফরিদ, মো. আশরাফ আলী, মো. কবির হোসেন, এড. মো. রমজান আলী, মো. শরিফুল ইসলাম স্বপন ও আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল মোল্লা, মো. নাজিম উদ্দিন, এস.এম জামান, মো. নাছির উদ্দিন, মো. সুজন, মো. হুমায়ুন কবির ও মো. মাইনউদ্দিন (মঈন), সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খান ইমন, খন্দকার শাহিদুজ্জামান মিন্টু রানা, জিয়াউর রহমান টিটু, মো. সাইফুল ইসলাম ও মো. ইমরান হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান খুকুমনি, সহ-সাংগঠনিক মো. এনামুল হক রোমান ও মো. জাকির খান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল গাফ্ফার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. রতন ভূইয়া, দপ্তর সম্পাদক মো. রাসেল, সহ-দপ্তর সম্পাদক মো. বাবর আলী, প্রচার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (রাজন), সহ-প্রচার সম্পাদক মো. আবুল কালাম, সংগিত বিষয়ক সম্পাদক মো. ইউসুফ আলী খুকু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ফিরোজ মাঝি, সাহিত্য বিষয়ক সম্পাদক অধ্যাপক রেজওয়ানা হক, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মো. হেফাজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. আফরিন নাহার চৈতী, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আজাদ মিয়া, ক্রিয়া ও শিশু বিষয়ক সম্পাদক মো. মোজাহিদুল হক, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ ইয়াসমিন খানম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, সদস্য- এস.এম রায়হান হক, মো. এরশাদুল হক, ইউনুছ মিয়া, খুশি, মো. রায়হান বারী, মো. রিপন হাওলাদার, জিয়াসমিন, মো. সানু খান, মো. মনছুর সাদেক, মো. কামরুজ্জামান, মো. নাবিল মাহামুদ, মো. রাশেদুল হক, মো. রুবেল, মফিজুল ইসলাম রাসেল, মো. শাওন, মো. আজিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মো. মোহর চাঁন, মো. নাছির উদ্দিন, মো. সুমন ও মো. মামুন। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক বিএনপি নেতা আনিসুল ইসলাম সানির উপস্থিতিতে নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সভাপতি মো. স্বপন চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন উক্ত কমিটি অনুমোদন করেছেন।