নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২ দফা দাবিতে আরএন নীট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে শ্রমিকরা ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে জেলা পুলিশ লাইনসের সামনে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।

এ সময় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। পরে বিকেলে মালিক পক্ষ তাদের দাবি মেনে নিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে মঙ্গলবার থেকে কাজে যোগদানের ঘোষণা করেন। 

এর আগে রোববার একই দাবিতে শহরের চাষাঢ়া বিকেএমইএ ভবনের সামনে রাস্তা অবরোধ করে রেখেছিল আরএন টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, শ্রমিকরা ১২ দফা দাবিতে ও তাদের ছাটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিল।

আমাদের শিল্প পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সেখানে মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করেছেন। মালিকপক্ষ দাবি মেনে নিয়েছে, শ্রমিকরা ফিরে গেছে, কাল থেকে কাজে যোগ দেবে। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিল্প পুলিশের সিনিয়র এএসপি সাদিক রহমান, মালিকপক্ষ, শ্রমিক নেতা নাঈম খান বিপ্লব এবং আন্দোলনকারী শ্রমিকরা।

শ্রমিকদের ১২ দফা দাবিগুলো হলো- সকল শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট ৯ শতাংশ বৃদ্ধি করতে হবে। সকল শ্রমিকদের (প্রোডাকশন ও বেতন) বাৎসরিক অর্জিত ছুটির টাকা দিতে হবে। ৭ কর্ম দিবসে বেতন পরিশোধ করতে হবে। হাজিরা বোনাস পাঁচশ টাকা দিতে হবে ( প্রোডাকশন ও বেতন)। 
সরকার ঘোষিত নূন্যতম ১২ হাজার ৫শ’ টাকা বেতন দিতে হবে। রিজাইন দিলে শ্রম আইন অনুযায়ী প্রোডাকশন ও বেতনের শ্রমিকদের সার্ভিস বেনিফিট দিতে হবে। স্ব- বেতনের শ্রম আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। প্রোডাকশন শ্রমিকদের ছয়টার পর কাজ করলে ওভার টাইমের দ্বিগুণ মজুরি দিতে হবে। 

কাজ না থাকলে বেসিকের সমপরিমাণ হাজিরা দিতে হবে। সকল শ্রমিকদের নাইট বিল ৬০ টাকা দিতে হবে। শ্রম আইন অনুযায়ী মাসিক বেতন ও প্রোডাকশন শ্রমিকদের দুই ঈদের দুইটি বেসিকের সমপরিমাণ ঈদ বোনাস দিতে হবে। 

অবিলম্বে প্রোডাকশন ম্যানেজার (পিএম) রিপন ও তৃতীয় তলা সুইয়িং ইনচার্জ আশিকের চাকুরী হতে অপসারণ করতে হবে। বহিরাগত সন্ত্রাসী সহ পুলিশ দিয়ে হয়রানি করা চলবে না।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ প র ড কশন

এছাড়াও পড়ুন:

অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার   

ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক। 

গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে  সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়। 

সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে। 


 

সম্পর্কিত নিবন্ধ

  • পরিবেশবান্ধব ভেগান লেদার উদ্ভাবন করে সাড়া জাগালেন নারায়ণগঞ্জের শিক্ষার্থী সাদিয়া
  •  নারায়ণগঞ্জে শিক্ষক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সিদ্ধিরগঞ্জে আওয়ামী ক্যাডার দেলু প্রকাশ্যে, আতংকে এলাকাবাসী  
  • সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে ফ্রি থেরাপী সেবা প্রদান
  • নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ ৮ জন দগ্ধ
  • যুবদল কর্মীর বাড়িতে গুলি, পথচারী আহত
  • যানজট কমায় শহরে স্বস্তি
  • গাছ রক্ষায় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি
  • অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
  • অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার