সিলেটের অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আট তরুণ-তরুণীকে আটক করে বিয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। রোববার দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমালোচনা। অনেকেই মন্তব্য করছেন, রিসোর্ট মালিককে শাস্তি না দিয়ে এমন কাজের মধ্য দিয়ে কয়েকটি পরিবারকে হেয় করা হয়েছে।

জানা যায়, রোববার দুপুরে রিজেন্ট পার্ক ঘেরাও করে ভুক্তভোগী তরুণ-তরুণীদের আটক করেন দক্ষিণ সুরমার সিলাম এলাকার বাসিন্দারা। তাদের মধ্যে আটজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি আটজনকে স্থানীয় কাজী ডেকে দেনমোহর নির্ধারণ করে বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বারী। বিবাহিতদের মধ্যে তিনজনের ১০ লাখ করে এবং একজনকে ১২ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। বিয়ে হওয়া যুগলরা দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানী নগর উপজেলার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকার রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে উদ্বোধন করার পর থেকে সেখানে অসামাজিক কার্যকলাপ হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। নাম পার্ক হলেও এখানে তরুণ-তরুণীরা অবৈধ মেলামেশায় লিপ্ত থাকেন। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও এসব কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ করছিল বলে অভিযোগ রয়েছে। রোববার দুপুরে স্থানীয় বাসিন্দারা পার্কে হানা দিয়ে তরুণ তরুণীদের কক্ষের ভেতর আটকে রাখলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। কেউ কেউ লাইভ করতে থাকে। এমনকি তরুণ-তরুণীদের নানা অপ্রীতিকর প্রশ্ন করতে শোনা যায়। তাদের ছবিও দেওয়া হয়।

ফয়সল আহমদ নামে একজন লেখেন, এলাকাবাসী ও ‘মিডিয়া ফেসবুক’ ব্যবহারকারীদের অনুরোধ প্রতিটি পদক্ষেপ আগামীতে ভেবে-চিন্তে করবেন। কারো ব্যক্তিগত জীবনের ভিডিও বা ছবি প্রকাশ করা তাদের সারা জীবনের কলঙ্ক হতে পারে। ভবিষ্যতে তাদের সন্তান হবে, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। সমাজ গড়তে হলে ব্যক্তি নয়, সিস্টেম বদলাতে হবে।

লিমা নামে একজন লেখেন, হায়ার ইজ দ্যা ল, দে আর এডাল্ট অ্যান্ড দ্যা হ্যাভ রাইট টু গো এনি হোয়ার, ইটস রিয়েলি শেইম ফর কান্ট্রি।

দেওয়ান আরাফাত চৌধুরী জাকি লেখেন, এভাবে লাইভে নিয়ে আসা ঠিক হয়েছে কি?

মো.

রিপন নামের এক ব্যক্তি জানান, রিসোর্টের মালিককে শাস্তি না দিয়ে ওদেরকে শাস্তি দিয়ে কি হবে? যাদেরকে শাস্তি দেওয়ার তাদের শাস্তি দেন। 

মিডিয়ায় এভাবে প্রচারের কারণে সিলেটের মান-সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলেও কেউ কেউ লিখেন। বিএনপি নেতা তছির আলী জানান, গোপনে বিয়ে দিলে ভালো হতো। 

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম তাজুল বলেন, খবর পেয়ে মুরব্বিদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে আটক শিক্ষার্থীদের অভিভাবকদের এনে আটজনকে বিয়ে পড়িয়ে দেই এবং বাকিদের পরিবারের জিম্মায় দেওয়া হয়। এলাকার লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে বিয়ের ব্যবস্থা করার কথা বললে এলাকার লোকজন শান্ত হন বলেও তিনি জানান। 

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মোগলাবাজার থানা পুলিশ যায়। তবে স্থানীয় মুরুব্বিরা ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় দিয়ে দেন। তবে তিনি বিয়ের বিষয় সম্পর্কে জানেন না বলে জানান।

উৎস: Samakal

কীওয়ার্ড: এল ক র

এছাড়াও পড়ুন:

অস্কার মঞ্চে অভিবাসীদের অবদান তুলে ধরলেন অশ্রুসিক্ত জো

জমকালো আয়োজনের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। এবারের আসরে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের পুরস্কার জিতেছেন আমেরিকান তারকা জো সালদানা। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তাঁর হাতে।

স্প্যানিশ-ভাষার সংগীতনির্ভর ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের জ্যাক অঁদিয়ার। অস্কারের মতো এমন অর্জন হাতে নেওয়ার পর অশ্রুসিক্ত হয়ে পড়েন এই অভিনেত্রী।

মঞ্চে উঠে আবেগাপ্লুত জোয়ি তাঁর মাকে স্মরণ করেন এবং ‘এমিলিয়া পেরেজ’-এর সব শিল্পী ও কলাকুশলীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি শিল্প জগতে অভিবাসীদের অবদান তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমার দাদি ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন। আমি গর্বিত একজন অভিবাসী বাবা-মায়ের সন্তান, যারা স্বপ্ন, সম্মানবোধ ও কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে বড় হয়েছেন। আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান, যে একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করছে। আমি জানি, আমি শেষ ব্যক্তি নই। আমি আশা করি, এই পুরস্কার পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এই চরিত্রে আমি গান গাওয়ার ও স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যদি আমার দাদি আজ বেঁচে থাকতেন, তিনি অত্যন্ত আনন্দিত হতেন।’

তার এই বক্তব্য এমন এক সময়ে দিলেন যখন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর আগ্রাসন চালাচ্ছে।

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ একাডেমি পুরস্কার তথা অস্কারের আয়োজন চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে পাঁচটায়। আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেলেন তিনি।

অন্যদিকে, এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা মেকআপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গেল বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।

সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্যর পুরস্কার পেয়েছে আলোচিত ছবি ‘কনক্লেভ’। এছাড়া পল ট্যাজওয়েল ‘উইকেড’ চলচ্চিত্রের জন্য সেরা পোশাক পরিকল্পনাকারী এবং শন বেকার ‘আনোরা’ চলচ্চিত্রের জন্য সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • শাহজাদপুরে আগুনে নিহত চারজনের মরদেহ ঢামেকে
  • অনিয়মের খোঁজ নেওয়ায় সাংবাদিকের চাকরি খাওয়ার হুমকি বেরোবি কর্মকর্তা
  • ইসরায়েলে ছুরি হামলায় নিহত ১, আহত ৩
  • ভোলায় চুরির অভিযোগে একজনের দুই চোখে গুরুতর জখম, কাটা হলো দুই আঙুল
  • ৭টি মৌলিক হক
  • ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডা: পশ্চিমাদের জেগে ওঠার বার্তা
  • নদীতে ভেসে উঠল আরেকজনের লাশ, নিহত বেড়ে ৫
  • হাতে ভাজা মুড়ি, শাশুড়ির পেশাকে বাঁচিয়ে রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার অর্চনা
  • অস্কার মঞ্চে অভিবাসীদের অবদান তুলে ধরে কাঁদলেন মার্কিন অভিনেত্রী
  • অস্কার মঞ্চে অভিবাসীদের অবদান তুলে ধরলেন অশ্রুসিক্ত জো