অবসর কাটাতে রেল স্টেশনে মিনি লাইব্রেরি
Published: 20th, January 2025 GMT
রেলস্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ধৈর্যচ্যুতি হয় অনেকের। এই সমস্য সমাধানের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেল স্টেশনে চালু করা হয়েছে একটি মিনি লাইব্রেরি। স্টেশনে অপেক্ষারত মানুষরা যাতে অবসর সময় কাটাতে পারেন এমন কথা চিন্তা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের এডমিন হলুদ সাগর।
সোমবার (২০ জানুয়ারি) সকালে মিনি লাইব্রেরিটি উদ্বোধন করা হয় মোবারকগঞ্জ রেল স্টেশনে। এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক সাবজাল হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আহসান কবির, সাংগঠনিক সম্পাদক মিশন আলী, কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের এডমিন শাহরিয়ার আলম সোহাগ, হলুদ সাগর, মডারেটর তৌহিদুল ইসলাম।
সংগঠনটির এডমিন হলুদ সাগর বলেন, “কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপ। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে এই গ্রুপ। এরই ধারাবাহিকতায় জনগুরুত্বপূর্ণ এলাকায় মিনি লাইব্রেরি স্থাপন করা হচ্ছে। রেল স্টেশনে অনেক মানুষের সমাগম ঘটে। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা যাতে বই পড়ে অবসর সময় কাটাতে পারেন সেজন্য এই মিনি লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে।”
আরো পড়ুন:
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রেলওয়ের নির্দেশনা
প্রথমবার রেলসেবায় যুক্ত হচ্ছে নড়াইল
তিনি আরো বলেন, “কালীগঞ্জ উপজেলার আরো দুইটি স্থানে মিনি লাইব্রেরি স্থাপন করা হবে। এই লাইব্রেরিতে যে কেউ বই দিতে পারবেন।”
মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার শাহজাহান আলী বলেন, “কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের সদস্যরা অনুমতি নিয়েই এখানে (রেল স্টেশন) মিনি লাইব্রেরি স্থাপন করেছে। এটি একটি ভালো উদ্যোগ। ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীরা অবসরে বই পড়ে সময় কাটাতে পারবেন। দেশের সব স্থানে এমন উদ্যোগ নেওয়া উচিত।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুশফিক–মাহমুদউল্লাহ কি আরও খেলবেন—জানতে চাইবে বিসিবি
এবারের চ্যাম্পিয়নস ট্রফিই হবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জন্য শেষ—এমন একটা সম্ভাবনা মোটামুটি প্রতিষ্ঠিতই হয়ে গিয়েছিল। তবে টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও অবসর নিয়ে নিজেদের কোনো ভাবনার কথা জানাননি সাবেক দুই অধিনায়ক। চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল বেশ খারাপ।
আরও পড়ুনবদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচে মুশফিক শূন্য ও ২ রানে আউট হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে মাহমুদউল্লাহ ফিরেছেন ৪ রান করে। তাঁদের অবসর নিয়ে কথাবার্তা তাই আরও বেশি হচ্ছে।
এ নিয়ে কোনো আলাপ হয়েছে কি না, জানতে চাওয়া হয় আজ বোর্ড সভার পর। জবাবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন বলেছেন, ‘অবশ্যই। ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। যেকোনো খেলোয়াড়েরই একটা সময় আসবেই তার ক্যারিয়ার শেষ করার। আমার মনে হয়, ওদের সঙ্গে কথা বলব—ওদের চিন্তা কী আছে, সেটা নিয়ে আলাপ হবে।’
বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন