বাহার ও মেয়ে সূচনাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
Published: 20th, January 2025 GMT
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ.ক.ম. বাহাউদ্দিন, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ পরিবারের পাঁচজনের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্য আসামিরা হলেন- বাহারের স্ত্রী মেহেরুন্নেছা, দুই মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম, সহকারী পরিচালক মো.
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ ও ব্যাংক লেনদেনের হিসাব পাওয়া গেছে। পাঁচজনের বিরুদ্ধে ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে ৩০১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে আ.ক.ম. বাহাউদ্দিনের নামে ৬৭ কোটি ৪৩ লাখ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। ২৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ২৫৮ কোটি ৬৮ লাখ লেনদেন করা হয়েছে।
তাহসীন বাহার সূচনার নামে ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি ১৬টি ব্যাংক হিসাবে ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার টাকার অস্বাভাবিক করেছেন।
স্ত্রী মেহেরুন্নেছা একজন গৃহিণী হওয়া পরও তার নামে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। মেয়ে আয়মান বাহারের বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আরেক মেয়ে আজিজা বাহার নামে পাওয়া যায় ৬৫ লাখ ৫৫ হাজার টাকার অবৈধ সম্পদ।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আইপিএলে চার–ছক্কায় হাজারি কোহলি
টি–টোয়েন্টি চার–ছক্কার খেলা। আর এই সংস্করণের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলই সম্ভবত সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেখানে চার–ছক্কা মারায় এত দিন সবার ওপরেই ছিলেন বিরাট কোহলি। গতকাল রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে সেই জায়গায় নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেলেন কোহলি, যেটা মনে রাখার মতোই এক মাইলফলক। আইপিএলে চার–ছক্কা মিলিয়ে সবচেয়ে বেশি বাউন্ডারি মারার দৌড়ে শুধু কোহলিই এখন হাজারি ক্লাবের সদস্য।
আরও পড়ুনশ্বশুরের কারণে পাকিস্তান দলে ঢোকার অভিযোগ, ক্ষোভ উগড়ে দিলেন শাদাব৪ ঘণ্টা আগেদিল্লির মুখোমুখি হওয়ার আগে চার–ছক্কা মিলিয়ে ৯৯৮টি বাউন্ডারি ছিল কোহলির। বেঙ্গালুরুতে কাল দিল্লির কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৬ উইকেটে হারের ম্যাচে ১৪ বলে ২২ রান করেন কোহলি। একটি চার ও দুটি ছক্কা মারেন। বেঙ্গালুরুর ইনিংসে দিল্লি স্পিনার অক্ষর প্যাটেলের করা দ্বিতীয় ওভারের প্রথম বলে চার মেরে পৌঁছে যান ৯৯৯–তে। চতুর্থ ওভারের তৃতীয় বলে সেই অক্ষরকেই চোখধাঁধানো এক শটে ছক্কা মেরে পৌঁছে যান অনন্য এই মাইলফলকে। এক্সট্রা কাভারের ওপর দিয়ে কোহলির সেই ছক্কা শুধু চোখ জুড়ানোই নয়, এমন একটি মাইলফলকে পৌঁছাতে বলতে পারেন যথার্থ একটি শট।
ছক্কায় মাইলফলকটি ছুঁয়ে ফেলেন কোহলি