সংগীতশিল্পী ও সাংবাদিক শারমিন রমা। দুই জায়গাতেই সফল তিনি। সম্প্রতি জনপ্রিয় এই শিল্পী নতুন গানের প্রজেক্টের কাজ শুরু করেছেন। ১০০ জন শিল্পী নিয়ে তৈরি হবে এটি। ডিজে রাহাত, শান শায়েক ও আদিব কবীরের আপকামিং এই মিউজিক প্রজেক্টের শিরোনাম ‘পিয়ানো’। যেখানে থাকবে রমার গাওয়া তিনটি ফোক গান।
নতুন কাজ সম্পর্কে শারমিন রমা বলেন, “প্রজেক্টটা আমার বেশ ভালো লেগেছে। ফোক গান বা লোকসংগীতের অসামান্য ভাণ্ডার থেকে নেয়া গানগুলোও দারুণ। এখন চলছে ভয়েসের কাজ। আশা করছি, এ মাসেই ভয়েস দেয়া শেষ হবে। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে গানগুলোর ভিডিও নির্মিত হবে।”
গান ছাড়াও নিজের পেশাগত জীবনেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন রমা। পেশায় সাংবাদিক এই সংগীতশিল্পী নিজের পেশাগত ব্যস্ততা সম্পর্কে বলেন, “আমি বিবিসির একজন সিনিয়র সাংবাদিক। বর্তমানে বিবিসি নিউজ বাংলার টেলিভিশন কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করছি। আমার প্রযোজনায় বর্তমানে সমসাময়িক ঘটনাবলী নিয়ে বিবিসির সংবাদভিত্তিক দুটি জনপ্রিয় টিভি শো— ‘বাংলাদেশ ট্রেন্ডিং’ ও ‘বিবিসি প্রবাহ’ নিয়মিতভাবে চ্যানেল আই’-তে প্রচার হচ্ছে।”
আরো পড়ুন:
কাজের লোককে ‘ঝি’ বলা যাবে না কেন, প্রশ্ন অঞ্জন দত্তর
সারেগামাপা’র বিজয়ী শ্রদ্ধা
পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে রমা পেয়েছেন নানা সম্মাননা। গত বছর দেশের বাইরে থেকেও মিলেছে পুরস্কার। ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ড আয়োজনে বিশেষ পুরস্কার পান তিনি। কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতে দুই বাংলার সম্প্রচার এবং মিডিয়াতে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা মিডিয়া ব্যক্তিত্বদের পুরস্কার প্রদান করা হয়। সম্মানজনক এই পুরস্কারের আয়োজনটি ২০০০ সাল থেকে হয়ে আসছে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ওমর সানী বললেন, আবাবিল পাখি ভীষণ প্রয়োজন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে। প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে।
সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিজের মন্তব্য প্রকাশ করেছেন দেশের অভিনয় ও সংগীতশিল্পীরা। আজ সোমবার নিজের প্রতিবাদ তুলে ধরেছেন নব্বই দশকের নায়ক ওমর সানি।
ফেসবুকে সানী লিখেছেন, হে আল্লাহ আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
এদিকে গাজাবাসী নিয়ে ওমর সানীর পোস্ট মনে ধরেছে তার অনুসারীদের। একমত পোষণ করেছেন তারা। মন্তব্যের ঘরে অনেকে প্রকাশ করেছেন তা।
ওমর সানী ছাড়াও গাজাবাসীদের নিয়ে লিখেছেন ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, জয়া আহসান নির্মাতা আশফাক নিপুণ, সংগীতশিল্পী আসিফ আকবরসহ আরও অনেকে।