আদমজী নগর কবরস্থান কমপ্লেক্স মাদরাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন
Published: 20th, January 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী দক্ষিণপাড়া এলাকায় আদমজী নগর কবরস্থান কমপ্লেক্স মসজিদ নির্মাণের পর এবার আদমজী নগর কবরস্থান কমপ্লেক্স মাদরাসার বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হয়। আদমজীনগর করস্থান কমপ্লেক্সের সাবেক সভাপতি মরহুম হুমায়ুন কবিরের পরিবারের অর্থায়নে এই নির্মাণ কাজ শুরু হয়। এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও আদমজীনগর কবরস্থান কমপ্লেক্সের উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন, বিশেষ অতিথি ছিলেন কবরস্থান কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা কবি ও কলামিষ্ট এম এ মাস্উদ বাদল।
আদমজী কবরস্থান কমপ্লেক্সের খতিব মাওলানা ফজলুল করীম ফারুকীর সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য নাছির উদ্দিন স্বপন, সিদ্দিকুর রহমান খানঁ, কার্যকরি কমিটির বর্তমান সভাপতি আলহাজ তানভীর কবির মুন্না, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহিল উদ্দিন মাষ্টার, সহ সাধারণ সম্পাদক তৌহিদ কবির, অর্থ সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন,কার্যকরি সদস্য এম এ হাসনাত রাসেল, গাজী মোশারফ হোসেন, মোঃ মোতাহার হোসেন প্রমুখ।
এসময় আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদের বর্তমান সভাপতি তানভীর কবির মুন্না বলেন, আমরা পরিবারের পক্ষ থেকে আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি। আপনাদের সকলের সহযোগিতায় আশা করি পরিপূর্ণভাবে মাদরাসা ভবনটি নির্মাণ হবে।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন নন্দিত মোফাছছেরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা কামরুল ইসলাম আরেফি সাহেব।
এদিকে সভায় সর্ব সম্মতি ক্রমে কদমতলী উত্তপাড়া জামে মসজিদের প্রধান উপদেষ্টা আলহাজ শাহজাহান সাহেবকে আদমজী কবরস্থান কমপ্লেক্স পরিচালনা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য করে নেয়া হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ থ ন কমপ ল ক স র উপদ ষ ট আলহ জ
এছাড়াও পড়ুন:
শরীয়তপুরে ডাকাতির ঘটনায় আরো এক জনকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ
শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টার ঘটনায় আরো এক ডাকাতকে গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় একটি আগ্নেয়াস্ত্র জব্দ হয়।
শনিবার (১ মার্চ) সকালে সদর উপজেলার তুলাসার ইউনিয়নের আড়িগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “ডাকাতির ঘটনায় মোট আটজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুইজন মারা গেছেন।”
আরো পড়ুন:
শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাতের মৃত্যু, গুলিবিদ্ধ ৪
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
আরো পড়ুন: শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাতের মৃত্যু, গুলিবিদ্ধ ৪
এদিকে, ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মুন্সীগঞ্জের মহেষপুর এলাকার সানাউল্লাহ গাজীর ছেলে রাকিব গাজী (৩৮), একই জেলার কালিরচর এলাকার বাচ্চুর ছেলে রিপন (৪০), শরীয়তপুরের জাজিরার কুণ্ডেরচর এলাকার মোহাম্মদ দেওয়ানের ছেলে আনোয়ার দেওয়ান (৫০) ও মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকার হারুন তালুকদারের ছেলে সজিব তালুকদার (৩০)। এদের মধ্যে রিপন ও সজিব তালুকদার গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন।
স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাতির চেষ্টা করে ডাকাতরা। পরে তাদের ট্রলার নিয়ে ধাওয়া দেয় স্থানীয়রা। এসময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় যায়। সেখানে তাদের গতিপথ বাল্কহেড দিয়ে রোধ করেন স্থানীয়রা। এসময় ডাকাতরা পুনরায় হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুড়লে আহত হন কয়েকজন। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় সাতজনকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরে তাদের গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আজ শনিবার সকালে আরো এক ডাকাতকে গণপিটুনি শেষে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওই ঘটনায় ডাকাতদের ছোড়া গুলিতে চারজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “ডাকাতির ঘটনায় একটি কাটা রাইফেল ও শর্টগানসহ দুটি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।”
ঢাকা/সাইফুল/মাসুদ