নিজ নামে ক্রিপ্টোকারেন্সি চালু ট্রাম্পের, ক্রিপ্টো প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি
Published: 20th, January 2025 GMT
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের নামে ($TRUMP) ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন। এই ক্রিপ্টোকারেন্সির বাজারমূল্য দ্রুত কয়েক বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। ট্রাম্পের একদিন পরই যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও একই ঘোষণা দিয়েছেন। নিজ নামে ($MELANIA) খুলেছেন তার ক্রিপ্টোকারেন্সি।
শুক্রবার রাতে ক্রিপ্টোকারেন্সি চালুর পর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির বাজারমূল্য প্রায় ৫০৫ কোটি ডলারে পৌঁছায়।
কয়েন মার্কেট ক্যাপ ডট কমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী, টোকেনটির বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ১১.
ট্রাম্প শুক্রবার এই ডিজিটাল টোকেনটি চালু করেন, যার ব্র্যান্ডিংয়ে রয়েছে জুলাই মাসে ঘটে যাওয়া তার ওপর হামলার একটি ছবি। টোকেনের মোট সরবরাহের ৮০ ভাগ মালিকানা সিআইসি ডিজিটাল এলএলসি এবং ফাইট ফাইট ফাইট এলএলসির কাছে।
অন্যদিকে, মেলানিয়া ট্রাম্পও রোববার তার নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন। কয়েন মার্কেট ক্যাপ জানায়, ট্রাম্পের নামে থাকা ক্রিপ্টোকারেন্সির মোট বাজারমূল্য ৮৭০ কোটি ডলার। আর মেলানিয়ার নামে চালু করা ক্রিপ্টোকারেন্সির মোট বাজারমূল্য প্রায় ১৩০ কোটি ডলার।
এদিকে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বিশ্বের প্রথম ক্রিপ্টো প্রেসিডেন্ট হবেন এবং ক্রিপ্টো সম্পর্কিত প্রতিবন্ধকতা দূর করে ডিজিটাল সম্পদের প্রচার করতে নির্বাহী আদেশ জারি করবেন।
ট্রাম্পের এই উদ্যোগকে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি ইতিবাচকভাবে গ্রহণ করেছে, যা তার নির্বাচনী জয়ের পর বিটকয়েনের বাজারকে আরও ত্বরান্বিত করেছে।
প্রসঙ্গত, আজ সোমবার ওয়াশিংটন স্থানীয় সময় দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। এরপর ২০০টিরও বেশি নির্বাহী আদেশ জারি করবেন। এতে সীমান্ত নিরাপত্তা অগ্রাধিকার পাবে।
তিনি মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, মাদকচক্রকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণিভুক্ত করাসহ নানা নীতি পুনর্বহালের উদ্যোগ নেবেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিশ্বে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে
বিশ্বে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ার পর শুক্রবার মার্কিন ডলারের দাম কমতে শুরু করে। এর মধ্যে বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দাম বেড়ে গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডলার ও মার্কিন ট্রেজারিগুলোর দাম কমে যাওয়ার পর সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছে গেছে। মার্কিন সরকারি বন্ডের বিক্রি আবার শুরু হয়েছে।
বিনিয়োগকারীরা সুইস ফ্রাঙ্ক এবং সোনার মতো তথাকথিত নিরাপদ আশ্রয়স্থল সম্পদের দিকে ঝুঁকছেন। প্রথমবারের মতো সোনার দাম প্রতি ট্রয় আউন্সে ৩,২০০ ডলারের উপরে উঠে গেছে। অন্যদিকে সুইস ফ্রাঙ্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। শুক্রবার এশিয়ার শেয়ারবাজারে পতন ঘটে।
এদিকে বিশ্ব বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বাজারেও সোনার দাম সর্বোচ্চ দরে পৌঁছেছে। প্রতি ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ৪০৩ টাকা। এর ফলে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আজ শুক্রবার থেকে কার্যকর হবে।
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আজ শুক্রবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩০ হাজার ১১২ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা।
আগের দিন বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৯ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকায় বিক্রি হয়েছে। আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ২ হাজার ৪০৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ২৯৭ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৯৭১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৬৮০ টাকা দাম বাড়বে।
৮ এপ্রিল রাতে সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ২৪৮ টাকা কমানোর কথা জানিয়েছিল বাজুস। এতে বলা হয়, বিশ্ববাজারে কমার কারণে দেশেও কিছুটা কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ২৪৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা।
বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। টানা চারদফা বাড়ার পর এবার কিছুটা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।
এতদিন দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। গত ২৯ মার্চ থেকে এ দর ছিল। এটি ছিল স্বর্ণের সর্বোচ্চ দর। এ দর কমে এখন হয়েছে এক লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দর এক লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ২৮ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।