ইপসউইচকে তাদেরই মাঠে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। রোববার (২০ জানুয়ারি, ২০২৫) এই ম্যাচ জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সেরা চারে উঠে এসেছে দলটি। অথচ এই ম্যাচের আগেও নাজেহাল অবস্থা ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। গত বছরের সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে ইপসউইসকে হারানোর আগ পর্যন্ত ২৬ ম্যাচ খেলা সিটিজেনদের জয় ছিল মাত্র ৯টি!

স্বাভাবিকভাবেই ৬-০ গোলের জয় দারুণ উদীপ্ত করেছে ম্যানসিটিকে। সেই আত্মবিশ্বাসেই দলটির ম্যানেজার পেপ গার্দিওলা জানালেন- তারা আগের অবস্থায় ফিরে এসেছেন।

ইপসউইচের বিপক্ষে সিটি বিরতির আগে ও পরে ৩টি করে গোল করে। প্রথমার্ধে ফিল ফোডেনের জোড়া গোলের সাথে একবার জালের ঠিকানা পেয়েছেন মাতিও কোভোচিচ। বিরতির পর গোল পান দুদিন আগেই সাড়ে ৯ বছরের জন্য সিটির সাথে নতুন চুক্তি করা আর্লিং হালান্ড। বাকি গোল দুটি করেন জেরেমি ডকু এবং জেমস এমকেতি।

আরো পড়ুন:

সিটির সঙ্গে সাড়ে নয় বছরের চুক্তি করে হালান্ড বললেন- ‘প্রিয় ডিফেন্ডাররা, আমি এখানে থাকতে এসেছি’

জয়বঞ্চিত ক্লান্ত ম্যানসিটি

২২ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৩৮। সমান ম্যাচে নিউক্যাসেলেরও পয়েন্ট ৩৮। তবে গোল ব্যবধানে (+৩) এগিয়ে থাকায় সেরা চারে গার্দিওলার দল। শীর্ষ থাকা লিভারপুল ১২ পয়েন্ট এগিয়ে। ২১ ম্যাচে অল রেডদের সংগ্রহ ৫০ পয়েন্ট।

ম্যাচ শেষে আবেগাপ্লুত সিটি ম্যানেজার গার্দিওলা জানান, “আমরা সত্যিই খুশি। আমরা আবার সেই দল হয়ে উঠেছি যেভাবে বিগত ১০ বছর সবাই আমাদের চিনত।”

বড়দিনের পর এটাই ম্যানসিটির সবচেয়ে স্বস্তিদায়ক জয়। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সের ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যানসিটির স্প্যানিশ ম্যানেজার জানান, “খুব ভালো, হয়তো আমাদের সেরা না, কিন্তু আমাদের ধারাবাহিকতার কাছাকাছি। বল পায়ে সবাই ছিল দ্রুত, তীক্ষ্ণ; একে অপরের সাথে বোঝাপড়া ভালো ছিল।”

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর টানা চতুর্থ রাতের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গুলিতে ২৬ পর্যটক নিহতের ঘটনায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

আরো পড়ুন:

বাংলাদেশকেও পানি দেওয়া বন্ধের দাবি বিজেপির

চরম উত্তেজনার মধ্যেই যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনারা নিয়মিতভাবেই নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গতকাল সোমবার রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ‘ছোট অস্ত্রের উসকানিমূলক গুলিবর্ষণের’ ঘটনা ঘটেছে।

এ নিয়ে টানা চার রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। 

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “২৭-২৮ এপ্রিল রাতে, পাকিস্তান সেনাবাহিনীর পোস্টগুলো কুপওয়ারা এবং পুঞ্চ জেলার বিপরীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। আমাদের সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে।”

গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে ভারত। নয়াদিল্লির অভিযোগ সীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন করছে ইসলামাবাদ।

এর জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ এবং ভারতীয় বিমানকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে।

কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধবিরতি চুক্তি থাকলেও মাঝেমধ্যেই সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে থাকে। কাশ্মীর অঞ্চলটি দুই দেশই নিজেদের বলে দাবি করে আসছে। এ নিয়ে দুই দেশের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ