খুলনায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত
Published: 20th, January 2025 GMT
খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদারকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বত্তরা।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর সদর থানাধীন পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে তাকে ছুরিকাঘাত করা হয়।
যুবদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের- কেএমপির এডিসি (মিডিয়া) মোহা.
আরো পড়ুন:
টাঙ্গাইলে চোর সন্দেহে পিটিয়ে হত্যার আসামি কারাগারে
শ্রমিকলীগ নেতা নাছিরের গ্রেপ্তার দাবিতে সমন্বয়কদের আল্টিমেটাম
নিহত মানিক পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদ এলাকার মনছুর হাওলাদারের ছেলে।
কেএমপির এডিসি (মিডিয়া) মোহা. আহসান হাবীব বলেন, “আহত অবস্থায় তাকে (মানিক) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে তিনি মারা যান।”
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, “পূর্ব শত্রুতার জেরে সাজ্জাদ, মেহেদী ও লালু মিলে পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে মানিক হাওলাদারকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে মানিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি-২ বিভাগের (১১-১২) ওয়ার্ডে ভর্তি করেন।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একের পর এক চেষ্টা করেও পারলেন না মেসি, বিদায়ের শঙ্কায় মায়ামি
ভ্যাঙ্কুভারের কাছে হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায়ের আশঙ্কায় পড়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভারের কাছে মায়ামি হেরেছে ২–০ গোলে।
আজ শেষ পর্যন্ত চেষ্টা করেও জ্বলে উঠতে পারেননি মেসি। আর্জেন্টাইন মহাতারকার নিষ্প্রভ থাকার দিনে সুবিধা করতে পারেননি লুইস সুয়ারেজ–সের্হিও বুসকেতসরাও। যা শেষ পর্যন্ত মায়ামিকে দিয়েছে হতাশাজনক একই হারের স্বাদ।
এর আগে কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলেসের কাছে প্রথম লেগে হেরে ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়েছিল মায়ামি। সেই ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্তই এখন মায়ামির জন্য অনুপ্রেরণার। সেবার অবশ্য প্রথম লেগে মায়ামি হেরেছিল ১–০ গোলে। এবার ব্যবধানটা ২ গোলের হওয়ায় বেশ চাপেই থাকবে হাভিয়ের মাচেরানোর দল।
আরও পড়ুন২০২৬ বিশ্বকাপ: মেসি-রোনালদো-নেইমার, কে থাকবেন কে থাকবেন না২৩ এপ্রিল ২০২৫ভ্যাঙ্কুভারের মাঠ বিসি প্ল্যাসে ম্যাচের সপ্তম মিনিটে পিছিয়ে যেতে পারত মায়ামি। সে যাত্রায় গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় ফ্লোরিডার ক্লাবটি। ১২ মিনিটে দারুণ একটি আক্রমণ তৈরি করেছিলেন মেসি, যদিও সেটি গোলের জন্য যথেষ্ট হয়ে ওঠেনি।
১৭ মিনিটে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ভ্যাঙ্কুভার। দুই মিনিট পর গোটা স্টেডিয়ামকে মাতিয়ে দারুণভাবে প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়েন মেসি। কিন্তু কাছাকাছি গিয়েও অল্পের জন্য পাওয়া হয়নি গোল।
আজ চেষ্টা করেও পারেননি মেসি