২৯ দিন পর চ্যাম্পিয়নস ট্রফি, স্টেডিয়াম সংস্কার কতোদূর?
Published: 20th, January 2025 GMT
দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে পাকিস্তান। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক তারা। তাইতো এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস ও আয়োজনের কমতি রাখছে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি। হাতে সময় আছে মাত্র ২৯ দিন। কিন্তু এখনও সংস্কার কাজ চলছে স্টেডিয়ামগুলোর।
এই যেমন আজ সোমবার (২০ জানুয়ারি, ২০২৫) করাচির জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজের চূড়ান্ত ধাপ শুরু হলো। যেখানে চ্যাম্পিয়নস ট্রফির তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে এখানেই লড়বে পাকিস্তান ও নিউ জিল্যান্ড। ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। আর ১ মার্চ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার একটি ম্যাচও অনুষ্ঠিত হবে এখানে।
আরো পড়ুন:
রুদ্ধশ্বাস জয়ে ঢাকার ‘প্রতিশোধের’ হাসি
এবার দুর্বার রাজশাহীর অধিনায়ক পরিবর্তন
এ নিয়ে তৃতীয়বারের মতো সংস্কার কাজের মেয়াদ বাড়লো। করাচি স্টেডিয়ামের জেনারেল ম্যানেজার আরশাদ খান ও প্রজেক্ট ম্যানেজার মুহাম্মদ বিলাল চৌহান জানিয়েছেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে এই স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন হবে।
এই স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর, ২০২৪ সালে। কিন্তু সেটা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। এরপর বাড়িয়ে করা হয় ২৫ জানুয়ারি, ২০২৫। এখন সেটা ধরা হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত।
পাঁচতলা স্টেডিয়াম ভবনটির কাজ প্রায় শেষ। আধুনিক সব সুযোগ-সুবিধা সম্পন্ন এই ভবনের নিচতলায় থাকবে আইসিসি এন্টি-করাপশন ও এন্টি-ডোপিং ইউনিট, ফিজিও রুম, ম্যাচ অফিসিয়ালদের রুম।
দ্বিতীয় তলায় থাকবে ড্রেসিং রুম। যেটার সংস্কার কাজ শেষ পর্যায়ে রয়েছে। তৃতীয় ও চতুর্থ তলায় রয়েছে ২৪টি হসপিটালিটি বক্স, যেখানে ১ হাজার লোক বসে খেলা দেখতে পারবে। এটার কাজও শেষ পর্যায়ে। পঞ্চম তলায় থাকবে চেয়ারম্যান বক্স ও অ্যাডমিন ব্লক। এগুলোর কাজ পরে শেষ করা হবে।
এছাড়া এই স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ন রয়েছে। সেটাতে এক্সক্লুসিভ সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে। সেন্ট্রাল ভবন থেকে মাঠে প্রবেশ করতে খেলোয়াড়দের জন্য আধুনিক পাথওয়ে থাকব। দর্শকদের জন্য আরামদায়ক সিটের ব্যবস্থা করতে গাদ্দাফি স্টেডিয়াম থেকে সিট এনে এখানে বসানো হয়েছে।
এছাড়া এই স্টেডিয়ামে থাকবে দুটি ডিজিটাল স্কোরবোর্ড। যেগুলোর সাইজ ৮০ ফুট বাই ৩০ ফুট। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার স্টেডিয়ামের মতো করাচি স্টেডিয়ামেও বসানো হচ্ছে আধুনিক এলইডি লাইট। ছয়টি খুঁটিতে লাইটগুলো বসানো হচ্ছে।
নিরাপত্তার জন্য ১০ ফুট উচ্চতার লোহার বেড়া বসানো হয়েছে। অনুশীলনের জন্য ওভাল গ্রাউন্ডে বসানো হয়েছে দুটি ফ্লাডলাইট। পাশ দিয়ে তৈরি করা হয়েছে পথচারী ব্রিজ। যেটা দিয়ে দর্শকরা মাঠে প্রবেশ করতে পারবেন। সংস্কার করা এই স্টেডিয়ামে একসঙ্গে ২ হাজার ৭০০ গাড়ি পাকিং করা যাবে। এটি অবশ্য আইসিসির অনুমোদনের অপেক্ষায় আছে।
এসব সংস্কার করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের খরচ হচ্ছে ৩.
শুধু করাচিই নয়, লাহোরের মুয়াম্মর গাদ্দাফি স্টেডিয়ামেরও সংস্কার কাজ চলছে। সেটার কাজও ৩০ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার আশা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি ইতোমধ্যে লাহোর ও করাচি স্টেডিয়ামের সংস্কার কাজের অগ্রগতি ঘুরে দেখে গেছে। তারা অগ্রগতিতে সন্তুষ্ট।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এই স ট ড য় ম র জন য আইস স
এছাড়াও পড়ুন:
ঐতিহ্য ও আভিজাত্যে মোড়া ‘লা রিভ’র ঈদ কালেকশন
মুভমেন্ট শিরোনামে ঈদের দারুণ একটি কালেকশন লঞ্চ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্রান্ড ‘লা রিভ’। ব্রান্ডটির এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসেও যুক্ত হয়েছে অভিজাত পার্টি পোশাকের নজরকাড়া সব ডিজাইন। পুরো পরিবারের সবার জন্য ম্যাচিং ফ্যামিলি কম্বো, বাবা-মা, মা-মেয়ের ম্যাচিং মিনি-মি ডিজাইন থেকে শুরু করে সব বয়সের নারী, পুরুষের জন্যই ঈদের সবচেয়ে ট্রেন্ডি স্টাইল যোগ হয়েছে ঈদ কালেকশনে।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে যখন তা পরিবার ও প্রিয়জনের সাথে শেয়ার করা হয়। এই ঈদে পরিবার ও প্রিয় সম্পর্কের সাথে যুক্ত থাকতে আপনার সকল ‘মুভমেন্ট’ বা পদক্ষেপে ইতিবাচকতা যোগ করবে লা রিভের ঈদ কালেকশন ২০২৫।
আন্তর্জাতিক ফ্যাশনে এখন সবচেয়ে জনপ্রিয় কিছু থিমের একটি হলো মুভমেন্ট। যার অর্থ গতি বা এগিয়ে চলা। আমাদের যেকোনো মুভমেন্টের কোর ইন্সপিরেশনে আছে সংযোগ বা কানেকশনের আকাঙ্ক্ষা। সেটা মনের কানেকশন হতে পারে, আত্মিক, সামাজিক বা বডির কানেকশনও হতে পারে। ঈদ কালেকশনের জন্য আমরা মুভমেন্টকে থিম হিসেবে বেছে নিয়েছি। ঈদ এমন একটি আয়োজন যেখানে সবগুলো কানেকশনের কম্বিনেশন তৈরি হয়। এই ভাবনাকে ফ্যাশনে ফুটিয়ে তুলতে হয় কালার প্যালেট ও প্যাটার্নে। তাই এই কালেকশনে আমরা মনের শান্তি আসে এমন সব আর্দি, জুয়েল ও প্যাস্টেল টোন যেমন পার্পল টনিক, ওয়াশড্ ব্ল্যাক, কুল ব্লু, কর্নফ্লাওয়ার ব্লু, ড্যাজলিং রেইনবো, ডেলিকেট সাইরাস ও নিউট্রাল টোনে ফোকাস করেছে লা রিভ। এনার্জি দেয় এমন রঙ যেমন অর্কিড পিঙ্ক, সোলার ফ্লাশ, হাইপার ব্লাশ, মভ পিঙ্ক, ডাস্টি ব্লু-সহ ভাইব্রেন্ট মনোক্রোমাটিক কালার চোখে পড়বে এই কালেকশনে। ফেস্টিভ মোড আনার জন্য রেড, ব্লুক, ব্ল্যাক, অরেঞ্জ, টেরাকোটা, গোল্ডেন রঙের প্রাধান্য দেখা যাবে।
ফেব্রিক বাছাইয়ে ফ্লোয়ি মুভমেন্ট দেয় এমন কাপড় বেছে নেওয়া হয়েছে এইবার। এজন্য প্রিন্ট বা কালার টোনে মেলে এমন ভিন্ন ধাঁচের কাপড়ের কম্বিনেশন হয়েছে। যেমন, এবার একই পোশাকে জুম ও ক্রেপের সাথে মসলিন যোগ হয়েছে। সিল্কের সাথে মসলিনের চমৎকার কম্বিনেশন দেখা যাবে পার্টি কালেকশনে। ডিজাইনে রিল্যাক্সড প্যাটার্নে রাখা হয়েছে যেন পোশাকের মুভমেন্টে জয়ফুল এক্সপ্রেশন আসে। কারচুপি, এমব্রয়ডারি, স্ক্যালোপ, কাটওয়ার্ক, লেজার কাট, প্যাচওয়ার্ক, ফয়েল প্রিন্টের রুচিশীল ব্যবহার পোশাকগুলোতে উৎসবের আমেজ নিয়ে এসেছে।
তিনি বলেন, প্রিন্টস্টোরিতে প্রাধান্য পেয়েছে অভিজাত ঝরোখা প্রিন্ট যার ইন্সপিরেশন মোঘল-ধাঁচের কারুকাজ। একই সাথে আমরা এথনিক মান্দালা প্রিন্ট ব্যবহার করেছি। নেচারের বিভিন্ন এলিমেন্ট যেমন পদ্ম, শাপলা, সিউইডের মোটিফ চোখে পড়বে এবার। লিনিয়েজ, ডিটসি ডিউড্রপ, ফগড্ ফোকাস, ক্যান্ডি রিপল, জয়ফুল এক্সপ্রেশন বা জোই’র মত ট্রেন্ডি প্রিন্টগুলোও এ বছরের ঈদ কালেকশনে দেখা যাবে।
মন্নুজান নার্গিস যোগ করেন, পোশাকের সৃজনশীলতায় এই ইতিবাচকতা ফুটিয়ে তোলার পাশাপাশি আমরা গ্রাহক সেবাতেও নিয়ে এসেছি ইতিবাচক বৈপ্লবিক পরিবর্তন। এআই এই মুহূর্তে আধুনিক প্রযুক্তি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টপিক। আমরা আমাদের গ্রাহক দের অনলাইন অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে লা রিভের ওয়েব সাইটে যুক্ত করেছি ভার্চুয়াল ট্রায়াল রুম। এখন থেকে লা রিভের কাস্টমাররা আমাদের এই এআই টুল মাধ্যমে দেখে নিতে পারবেন পছন্দের পোশাকে তাকে কেমন দেখাচ্ছে। ঈদের আনন্দঘন মুহূর্তে আমাদের গ্রাহকদের বহুল প্রতীক্ষিত এই সেবাটি দিতে পেরে আমরা ভীষণ আনন্দিত।
নারীদের জন্য পার্টি, এথনিক ও ক্যাজুয়াল; সব ধরনের অনুষ্ঠান উপযোগী থাকছে ঈদ ২০২৫ কালেকশনে। ট্রেন্ডি সালোয়ার কামিজ, কো-অর্ড সেট, শ্রাগ-স্টাইল টিউনিক, মিডি টিউনিক, টপস, শার্ট, কেপ, কামিজ, গাউন, মসলিন, হাফ-সিল্ক ও সুতির শাড়ির দারুণ সব স্টাইল নিয়ে আসা হয়েছে। লা রিভের এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসে পাওয়া যাবে মসলিনের শ্রাগ ও গাউন কম্বো, স্কার্ট-কামিজ সেট, কেপ-স্টাইল টপ, লেয়ার্ড-লঙ টিউনিক, ফ্লেয়ার্ড ও কাফতান-কাট টিউনিক, সালোয়ার কামিজসহ অভিজাত সব পার্টি-স্টাইল।
পুরুষদের জন্য রয়েছে প্ল্যাকেটে মিনিমাল ও ভারি কাজ করা পাঞ্জাবি, শার্ট, পোলো ও টিশার্ট এবং ডেনিম ও প্যান্ট পাজামার নতুন ডিজাইন। ফ্যাশন-ফরোয়ার্ড টিন’দের জন্য রয়েছে বয়স-উপযোগী উৎসবের পোশাক। কিডস কালেকশনে পাওয়া যাবে সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, ফ্রক, টিউনিক, টপ-বটম সেট, পাঞ্জাবি, পোলো ও টি-শার্টসহ ম্যাচিং বটমসের কালেকশন। ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে থাকছে বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং মিনি-মি কালেকশন। পরিবারের নতুন সদস্যদের জন্য নিউ-বর্ন কালেকশনেও থাকছে ঈদ-উপযোগী পোশাক।
লা রিভ ঈদ কালেকশন ইতোমধ্যে পৌঁছে গেছে ঢাকাসহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও সিলেটের সব স্টোরে।
ঢাকা/এনএইচ