বিপিএলের মাঝপথে নেতৃত্ব বদল নতুন কিছু নয়। এবার দুর্বার রাজশাহী এনামুল হক বিজয়কে সরিয়ে দলের নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদের নাম ঘোষণা করেছে। রাজশাহী টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, বিজয়কে চাপমুক্ত করে ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে সহায়তা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

দলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যাটিংয়ে পুরোপুরি মনোনিবেশ করার জন্য এনামুল হক বিজয়কে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। টুর্নামেন্টের বাকি অংশে তাসকিন আহমেদ নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।’

চলতি আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন এনামুল। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি বিপিএলের শীর্ষ রান সংগ্রাহক। সর্বশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৭ বলে সেঞ্চুরি (১০০ রান) করেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি।  

ওই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়কে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। তার এই চাপমুক্তি এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতেই নেতৃত্বের পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।  

অন্যদিকে, তাসকিন আহমেদ এবারের আসরে দুর্দান্ত বোলিং ফর্মে আছেন। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তিনি বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি। তাসকিনের অভিজ্ঞতা এবং ফর্ম কাজে লাগিয়ে রাজশাহী বাকি ম্যাচগুলোতে নিজেদের লক্ষ্যের পথে এগিয়ে যেতে চায়।  

দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, তাসকিন আহমেদ মাঠে ও মাঠের বাইরে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তার নেতৃত্বে রাজশাহী টুর্নামেন্টের লক্ষ্য অর্জনে সফল হবে।’

বিপিএলে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় চিটাগং কিংসের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ব প এল

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ-ভুটানের বাণিজ্য আরো সহজ করার আহ্বান

বাংলাদেশ ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরো সহজ করার আহ্বান জানিয়েছেন দুই দেশের ব্যবসায়ীরা। সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কার্যালয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে ভুটানের ব্যবসায়ী প্রতিনিধিদলের আলোচনা সভা হয়েছে। এ সময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্যের অনাবিষ্কৃত খাতগুলো নিয়ে আলোচনা করেন দুই দেশের ব্যবসায়ীরা।

দুই দেশের ব্যবসায়ীরা, ফল, সবজি, মসলাসহ বেশকিছু কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন। তারা উভয় দেশের মধ্যে অংশীদারত্ব এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

ভুটানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রিজিওনাল অ্যাগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেটিভ অফিসের (রেমকো) রিজিওনাল ডিরেক্টর দাওয়া ডাকপা। এ সময় এফবিসিসিআইর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল ও ঢাকাস্থ ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর (বাণিজ্য) দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন—এফবিসিসিআইর সাবেক পরিচালক হাজী মো. এনায়েতউল্লাহ, ফেরদৌসী বেগম, বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম আমিরুল ইসলাম ভূইয়াঁ, এফবিসিসিআইর সাধারণ পরিষদের সদস্য মো. জাকির হোসেন, শেখ আল মামুন এবং অন্যান্য ব্যবসায়ী।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত নিবন্ধ