বিপিএলের মাঝপথে নেতৃত্ব বদল নতুন কিছু নয়। এবার দুর্বার রাজশাহী এনামুল হক বিজয়কে সরিয়ে দলের নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদের নাম ঘোষণা করেছে। রাজশাহী টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, বিজয়কে চাপমুক্ত করে ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে সহায়তা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

দলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যাটিংয়ে পুরোপুরি মনোনিবেশ করার জন্য এনামুল হক বিজয়কে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। টুর্নামেন্টের বাকি অংশে তাসকিন আহমেদ নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।’

চলতি আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন এনামুল। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি বিপিএলের শীর্ষ রান সংগ্রাহক। সর্বশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৭ বলে সেঞ্চুরি (১০০ রান) করেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি।  

ওই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়কে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। তার এই চাপমুক্তি এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতেই নেতৃত্বের পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।  

অন্যদিকে, তাসকিন আহমেদ এবারের আসরে দুর্দান্ত বোলিং ফর্মে আছেন। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তিনি বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি। তাসকিনের অভিজ্ঞতা এবং ফর্ম কাজে লাগিয়ে রাজশাহী বাকি ম্যাচগুলোতে নিজেদের লক্ষ্যের পথে এগিয়ে যেতে চায়।  

দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, তাসকিন আহমেদ মাঠে ও মাঠের বাইরে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তার নেতৃত্বে রাজশাহী টুর্নামেন্টের লক্ষ্য অর্জনে সফল হবে।’

বিপিএলে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় চিটাগং কিংসের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ব প এল

এছাড়াও পড়ুন:

মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির ফোনালাপ

যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ (উচ্চ প্রতিনিধি) ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।

যুক্তরাষ্ট্র জুলাই বিদ্রোহের সময় বাংলাদেশের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ