সুন্দরবনে হরিণের মাংস ও ফাঁদ জব্দ
Published: 20th, January 2025 GMT
সুন্দরবনের জোংড়া এলাকা থেকে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ক্যাম্পের পিছনে গহীন জঙ্গল থেকে হরিণের মাংস ও ফাঁদ জব্দ করা হয়। তবে, এ সময় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা দীপন চন্দ্র দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে জোংড়া টহল ক্যাম্পের পিছনে বনের গহীনে অভিযান চালানো হয়। বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা দ্রুত বনের গভীরে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে হরিণের মাথা, পা ও চামড়াসহ ২৫ কেজি মাংস জব্দ করা হয়। এ সময় প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যের হরিণ শিকারে ব্যবহৃত ফাঁদ (সুতা/দড়ি) জব্দ করা হয়।
দীপন চন্দ্র দাস আরও জানান, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। হরিণ শিকারিদের আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত আছে।
ঢাকা/শহিদুল/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সুন্দরবন থেকে হরিণের চারটি মাথা ও মাংস উদ্ধার
ছবি: প্রথম আলো