ঢাকা ক্যাপিটালসকে হারাতে শেষ ৬ বলে ২৩ রান দরকার ছিল সিলেট স্ট্রাইকার্সের। এই দুই দলের প্রথম মুখোমুখিতে সিলেট জিতেছিল। আজ ঢাকার প্রতিশোধের লড়াই। আজও কী তারা তীরে এসে তরী ডোবাবে?

ঢাকার ভরসা ছিল মোস্তাফিজুর রহমান। কিন্তু বাঁহাতি পেসার প্রথম বলে ছক্কা হজম করলে ম্যাচে রোমাঞ্চ ছড়ায়। পরের বল ওয়াইড। বৈধ দ্বিতীয় বলে ব্যাটসম্যান সামিউল্লাহ শেনওয়ারি চার হাঁকালে প্রবল চাপে পড়ে যায় ঢাকা।

এরপর মাঠে ছোটখাটো মিটিং হয়ে যায়। মোস্তাফিজ, পেরেরা, সাব্বির, মোসাদ্দেক যোগ দিয়ে পাল্টে ফেলেন পরিকল্পনা। ফিল্ডিং সেটআপে পরিবর্তন করে মোস্তাফিজ তৃতীয় বলে ১ রানের বেশি দেননি। স্ট্রাইকে যান এবার আরিফুল। এর আগে ১২ বলে ২৯ রান করা আরিফুল তখন যাকে পাচ্ছিলেন তাকেই পেটাচ্ছিলেন অবস্থা। কিন্তু মোস্তাফিজে আটকে যান সিলেটের অধিনায়ক। তার ফুলটস বল স্কুপ করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফিরতি ক্যাচ দেন। এরপর সিলেটকে আর ম্যাচে ফেরাতে পারেনি কেউ।

আরো পড়ুন:

এবার দুর্বার রাজশাহীর অধিনায়ক পরিবর্তন

লিটন-পেরেরা ২৮ বলে ৮১ রানের জুটিতে ঢাকার চ্যালেঞ্জিং স্কোর

ঢাকার করা ১৯৬ রানের জবাবে সিলেট শেষ পর্যন্ত করতে পারে ১৯০ রান। ৬ রানের জয়ে ‘প্রতিশোধের হাসি’ ফুটেছে ঢাকার খেলোয়াড়দের মুখে। নয় ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। অন্যদিকে সিলেটের এটা আট ম্যাচে ষষ্ঠ পরাজয়।

বিস্তারিত আসছে …

চট্টগ্রাম/ইয়াসিন/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল

এছাড়াও পড়ুন:

ঈদের রাতে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

ঈদের রাতে সাভারে রুবেল (৩০) নামে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রুবেলের বাড়ি বরিশাল। তিনি বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, ‘‘রুবেল দুই মাস হলো বাঁশপট্টি এলাকায় রাতে নৈশ প্রহরীর কাজ করে। আজ রাত ১১টার দিকে রুবেলের মোবাইলে একটি ফোন আসে। এরপরে সে বাসা থেকে বের হয়ে যায়। কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে গুলি করছে। এরপর আমরা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।’’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব বলেন, ‘‘রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে।’’

বুলেটের ক্ষত বলে জানিয়েছেন হরনাথ। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।’’ 

সাব্বির//

সম্পর্কিত নিবন্ধ

  • যৌন হয়রানির ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী
  • যৌন হয়রানির ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী অঞ্জলি
  • নিষ্প্রভ মেসিতে মায়ামির হার
  • বিরল কাস্তে হাঁসের সন্ধানে
  • ১ নম্বরে ‘চাঁদ মামা’, ‘কন্যা’ কত নম্বরে
  • মাইক্রোবাসে গান বাজাতে বাজাতে প্রকৌশলীকে হত্যা 
  • মাইক্রোবাসে গান শুনতে শুনতে প্রকৌশলীকে হত্যা 
  • বন্দরে পঞ্চায়েত কমিটির দ্বন্দ্বে ঈদগায় হলনা ঈদ জামাত  
  • শুধু মা-বাবার নামটুকু বলতে পারছে আহত শিশু আরাধ্য
  • ঈদের রাতে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা