মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে বোমা বিস্ফোরণে আহত যুবক শাওন মাতুব্বরের (২২) মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।  মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। 

নিহত শাওন সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে। 

আরো পড়ুন:

ঝিনাইদহে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

নির্বাচন অফিসের পেছন থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সঙ্গে একই এলাকার সজীব হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে গতকাল রবিবার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময়
কয়েকটি বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমার আঘাতে শাওন মাতুব্বর নামে এক যুবকের পা উড়ে যায়। সংঘর্ষে আহত হন আরো ৯ জন। গুরুতর অবস্থায় শাওনকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যান।

মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “বোমা বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন একজন মারা গেছেন। এখনো নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/বেলাল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নিজ নিজ দেশে ফিরছেন ভারত ও পাকিস্তানের নাগরিকেরা

ছবি: এএফপি

সম্পর্কিত নিবন্ধ